প্রাক্তন ভারতীয় খেলোয়াড় বাছলেন All Time IPL XI, বাদ রোহিত শর্মা, নেতৃত্ব দিলেন এই খেলোয়াড়কে

প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান আর বর্তমানে ক্রিকেট বিশেষজ্ঞ ওয়াসিম জাফর অলটাইম আইপিএল একাদশের নির্বাচন করেছেন। ওয়াসিম জাফর ভারতীয় দলের হয়ে ৩১টি টেস্ট ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন আর এই ফর্ম্যাটে তিনি মোট ১৯৪৪ রান করেছেন। জাফরের এই দলে ক্রিস গেইল, এমএস ধোনি আর সুরেশ রায়না সহ একাধিক ক্রিকেটারকে দলে জায়গা দিয়েছেন। কিন্তু আশ্চর্যের কথা হল মুম্বই ইন্ডিয়ান্স তথা বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মাকে এই দলে রাখেননি।

ওপেনিংয়ে জায়গা দিলেন এই দুই খেলোয়াড়কে

Chris Gayle Said He Would Smash Rashid Khan, Recalls KL Rahul | Cricket News

ওয়াসিম জাফর নিজের এই সর্বকালীন আইপিএল একাদশের ওপেনার হিসেবে ক্রিস গেইল এবং কেএল রাহুলকে জায়গা দিয়েছেন। এই দুই ব্যাটসম্যানেরই ওপেনার হিসেবে অসাধারণ পরিসংখ্যান রয়েছেন। অন্যদিকে ক্রিকেটট্র্যাকারের সঙ্গে কথাবার্তা বলতে গিয়ে একতি শোয়ে ওয়াসিম জাফর নিজের এই দলে বিরাট কোহলি এবং সুরেশ রায়নাকেও জায়গা দিয়েছেন। যদিও সুরেশ রায়না আইপিএল ২০২২ এ অংশ নেননি। কিন্তু আইপিএল দিগগজ খেলোয়াড়দের তালিকায় রায়নার নাম অবশ্যই থাকবে। এরপর লোয়ার মিডল অর্ডারের জন্য জাফর প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে দলে রেখেছেন। তাঁকে এই দলে উইকেটরক্ষকের ভূমিকা দেওয়ার পাশাপাশি দলের নেতৃত্বের ভারও দিয়েছেন জাফর।

এই বোলারদের দিলেন জায়গা

IPL won't be the same without you: Bumrah to Malinga | Cricket News - Times of India

বিরাট কোহলি আইপিএলে আরসিবির প্রতিনিধিত্ব করেন। অন্যদিকে সুরেশ রায়না এর আগে চেন্নাই সুপার কিংস আর গুজরাট লায়ান্সের প্রতিনিধিত্ব করেছেন। যদিও এই মরশুমে রায়না অবিক্রিতই থেকে গিয়েছিলেন। ওয়াসিম জাফর নিজের এই দলে বোলিং বিভাগেও ভারসাম্য রেখেছেন। জোরে বোলার হিসেবে জাফর ভারতীয় দলের জোরে বোলার জসপ্রীত বুমরাহকে জায়গা দিয়েছেন। অন্যদিকে স্পিনার হিসেবে আফগানিস্থানের রশিদ খানের পাশাপাশি দ্বিতীয় স্পিনার হিসেবে রশিদ খান রবিচন্দ্রন অশ্বিন আর যুজবেন্দ্র চহেলের মধ্যে যে কোনো একজনকে নেওয়ার কথা বলেছেন।

প্রসঙ্গত, আশ্চর্যজনক বিষয় হল ওয়াসিম জাফর এই দলে আইপিএলের বিস্ফোরক ব্যাটসম্যান এবি ডেভিলিয়র্স, ডেভিড ওয়ার্নার আর সবচেয়ে সফল অধিনায়ক রোহিত শর্মাকে নিজের আইপিএল সেরা একাদশে জায়গা দেননি। এমনকী আইপিএলে দুবারের খেতাব জেতা অধিনায়ক গৌতম গম্ভীরকেও দলের বাইরে রেখেছেন জাফর।

এখানে দেখুন জাফরের আইপিএল অলটাইম সেরা একাদশ

ক্রিস গেইল, কেএল রাহুল, বিরাট কোহলি, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার আর অধিনায়ক), অ্যান্দ্রে রাসেল, হার্দিক পান্ডিয়া, রশিদ খান, রবিচন্দ্রন অশ্বিন/যুজবেন্দ্র চহেল, জসপ্রীত বুমরাহ, লাসিথ মালিঙ্গা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *