আরসিবির ডেথ বোলিং নিয়ে একেবারে অকপট বার্তা দিলেন বীরেন্দ্র সেহওয়াগ 1

গত ২৮ সেপ্টেম্বর আরও এক থ্রিলার ম্যাচের স্বাক্ষী থেকেছিল ক্রিকেট দুনিয়া। প্রথম ইনিংসে ২০৩ রানের পাহাড়প্রমাণ রান তুলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এর জবাবে শুরুতে ধুকতে থাকে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু শেষ অবধি তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ঈশান কিষান এবং অভিজ্ঞ ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার কাইরন পোলার্ডের দুর্ধর্ষ ইনিংসের জেরে ম্যাচটিকে সুপার ওভারে নিয়ে যেতে সক্ষম হয় মুম্বই ইন্ডিয়ান্স।

আরসিবির ডেথ বোলিং নিয়ে একেবারে অকপট বার্তা দিলেন বীরেন্দ্র সেহওয়াগ 2

কিন্তু সেই দিন কার্যত জেতা ম্যাচটিকে হারার পর্যায়ে নিয়ে চলে গিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বোলাররা। বিশেষত শেষ ৫ ওভারে। সেইসময় মুম্বই ইন্ডিয়ান্সের প্রয়োজন ছিল ৯০ রানের। কিন্তু তারপর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সেই কুখ্যাত ডেথ বোলিং আবারও শুরু হয়ে গিয়েছিল। আর এই নিয়ে এবার অকপটে চিমটি কাটলেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার বীরেন্দ্র সেহওয়াগ।

আরসিবির ডেথ বোলিং নিয়ে একেবারে অকপট বার্তা দিলেন বীরেন্দ্র সেহওয়াগ 3

বরাবরই ক্রিকেটে নিজের আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত হলেও অবসরের পর বিভিন্ন খেলোয়াড় ও দলকে নিয়ে মজার মন্তব্য ও অকপট চিমটি কাটার জন্য অত্যন্ত সুপরিচিত হয়ে উঠেছেন দিল্লির এই প্রাক্তন ক্রিকেটার। এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ডেথ বোলিং নিয়েও করলেন রসিকতা। নিজের ভিডিও সেগমেন্ট ‘বীরু কি বার্তা’ এ এই নিয়ে সেহওয়াগ বলেন, “জীবনে এটা তোমার সিদ্ধান্ত তুমি কার উপর বিশ্বাস করতে পারো আর কার উপর নয়। কিন্তু একটি জিনিস যার উপর কখনই কারোর ভরসা করা উচিত নয়, তা হল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ডেথ বোলিং। কারণ যে ম্যাচটি তাদের সহজে জেতার কথা, সেটিকে তারা সুপার ওভারে নিয়ে গিয়েছিল।”

আরসিবির ডেথ বোলিং নিয়ে একেবারে অকপট বার্তা দিলেন বীরেন্দ্র সেহওয়াগ 4

বলা বাহুল্য, শেষ ৫ ওভারে যখন ৯০ রান বাকি, তখন যেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের, তখনই প্রহার মূর্তি ধারণ করেছিলেন ঈশান কিষান এবং কাইরন পোলার্ড। ১৭ নম্বর ওভারে অসি লেগস্পিনার আডাম জাম্পার বলে তিনটি ছয় ও একটি বাউন্ডারি মেরে ২৭ রান তুলেছিলেন পোলার্ড। অন্যদিকে পরের ওভারেই তারকা লেগস্পিনার যুজবেন্দ্র চাহালকে ২০ রান মারেন মুম্বই ইন্ডিয়ান্সের এই দুই তারকা ব্যাটসম্যান। শেষ ওভারে শ্রীলঙ্কার বা হাতি পেসার ইসিরু উদানার বলে সুপার ওভারে নিয়ে যান পোলার্ড ও কিষান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *