গতকাল এলিমিনেটরে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে ছয় উইকেটে হারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর এই হারের জেরে আবারও আইপিএল এর খেতাব জেতা হল না বিরাট কোহলি-এবি ডি ভিলিয়ার্সের। টানা ১৩ বছর একাধিক সংগ্রাম করেও শেষ অবধি কাপজয়ের স্বাদ পেল না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই বছর অনেকেই আরসিবির জেতার বিষয়ে নিশ্চিত ছিলেন, ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে একাধিক প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটাররাও মনে করেছিলেন, এই বছর আইপিএল জিততে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কিন্তু শেষ অবধি তা হল না।
আর এই হারে অত্যন্ত দুঃখে রয়েছেন সমর্থকরা। দীর্ঘ ১৩ বছর ধরে তাদের প্রিয় দল একবারের জন্যও কাপ পায়নি, অথচ প্রতিনিয়ত তারা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জন্য সমর্থন করে গিয়েছেন। কিন্তু প্রতিবারই ব্যর্থতার সম্মুখীন হয়ে হয়ে যেন অভ্যস্ত হয়ে পড়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সমর্থকরা। এবছর তারকা সমৃদ্ধ দল গড়ে সমর্থকদের আশা অনেকটাই বাড়িয়েছিলেন বিরাট কোহলিরা। শুরুর দিকে ১০টি ম্যাচের মধ্যে সাতটিতে জয় পেয়ে তারা যেন দেখিয়ে দিয়েছিল যে এবারে তারা খেতাব জিতবেই, কিন্তু এরপর পরপর পাঁচ ম্যাচ হেরে শেষ অবধি এলিমিনেটরেই ছিটকে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
আর এবার দুঃখে ও শোকে কাতর সমর্থকদের প্রতি বিশেষ বার্তা দিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচের পর নিজের টুইটারে বিরাট সমর্থকদের সর্বক্ষণ পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান। টুইটারে গোটা টিমের একটি গ্রুপ ফটো পোস্ট করে তার ক্যাপশনে লেখেন, “দলের প্রতিটা ওঠাপড়ায়, একটি ইউনিট হিসেবে আমাদের এই সফর বেশ ভালো ছিল। হ্যাঁ, হয়ত পরিস্থিতি আমাদের পক্ষে যায়নি বটে, কিন্তু আমি আমার গ্রুপকে নিয়ে গর্ববোধ করি। আমি সকল সমর্থকদের তাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। আপনাদের ভালোবাসা আমাদের আরও শক্তিশালী করে। আপনাদের সাথে আবারও শীঘ্রই দেখা হবে।”
Together through the highs and lows. It's been a great journey for us as a unit. Yes things did not go our way but proud of the whole group. Thank you to all our fans for your support. Your love makes us stronger. See you all soon. #PlayBold @RCBTweets ❤️ pic.twitter.com/jIULXT0DLz
— Virat Kohli (@imVkohli) November 6, 2020
গতকাল প্রথমে ব্যাট করে বেশ খারাপ শুরু করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শুরুতেই সানরাইজার্স হায়দ্রাবাদের অলরাউন্ডার জেসন হোল্ডার তুলে নেন বিরাট কোহলি ও দেবদত্ত পাডিক্কালকে। এরপর অ্যারন ফিঞ্চ এবং এবি ডি ভিলিয়ার্স ইনিংসকে কিছুটা নিয়ন্ত্রণে আনেন। কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের বোলাররা দুর্দান্ত বোলিং করে, যার জেরে কোনও সময়ই ডি ভিলিয়ার্স দাপট দেখাতে পারেননি। শেষ অবধি অর্ধশতরান করলেন নটরাজনের দুরন্ত ইয়র্কারে আউট হন ডি ভিলিয়ার্স। শেষ অবধি সাত উইকেট হারিয়ে ১৩১ রানে আটকে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
জবাবে শুরুতে শ্রীবতস গোস্বামী, ডেভিড ওয়ার্নার, মনীশ পান্ডেকে হারিয়ে চাপে পড়ে গিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। কিন্তু পঞ্চম উইকেটে দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তোলেন কেন উইলিয়ামসন এবং জেসন হোল্ডার। দুজনে মিলে ৬৫ রানের দুর্দান্ত একটি পার্টনারশিপ গড়ে তোলেন। শেষ অবধি অর্ধশতরান করেন উইলিয়ামসন, এবং দুই বল বাকি থাকতে সানরাইজার্স হায়দ্রাবাদকে ম্যাচ জেতান জেসন হোল্ডার।