IPL 2022 Auction: আইপিএল মেগা নিলামে এই তিন টিম যারা রাশিদ খানকে কেনার জন্য লড়াই করবে !! 1

বিশ্ব ক্রিকেটের রোমাঞ্চিত এবং আকর্ষিত টি-২০ প্রতিযোগিতার গুলোর মধ্যে অন্যতম হলো আইপিএল। একাধারে যেমন আইপিএল সর্বাধিক জনপ্রিয় তার পাশাপাশি এটি সর্বাধিক ধনী ক্রিকেট লীগ। আগামী বছরের আইপিএল আরো আকর্ষিত হতে চলেছে তার অন্যতম কারণ হলো আগামী আইপিএল এ মেগা নিলাম অনুষ্ঠিত হবে যেখানে প্রতিটা দল তাদের দলের যেকোনো ৪ জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে এবং বাকি সমস্ত ক্রিকেটারদের নিলামে তুলে দিতে হবে। এছাড়াও আগামী আইপিএল এ আরো দুটি নতুন আইপিএল দলের সংযোজন করা হচ্ছে। Rashid-Khan IPL 2022

আফগানিস্তান লেগ স্পিনার রাশিদ খান আইপিএল এর মিস্ট্রি স্পিনার হিসাবে বিখ্যাত। ডানহাতি এই স্পিন বোলার তার আইপিএল কেরিয়ারে এখনো অব্ধি মোট ৯৩ টি উইকেট নিয়েছেন। সানরাইজার্স হায়দ্রাবাদ দলের এই স্পিনার প্রতিবছর বল হাতে অসাধারণ পারফর্মেন্স করে চলেছেন। তার এই অসাধারণ পারফর্মেন্সের পরেও হায়দ্রাবাদ দল তাকে আগামী মেগা নিলামের জন্য ছেড়ে দিয়েছে। এখন দেখে নেওয়া যাক আগামী আইপিএল এ কোন ৩টি দল রাশিদ খানকে নিজেদের দলে নেবার জন্য ঝাঁপাতে পারে বলে মনে করা যাচ্ছে।

আইপিএল মেগা নিলামে এই তিন টিম যারা রাশিদ খানকে কেনার জন্য লড়াই করবে

রয়েল চ্যালেঞ্জর্স বেঙ্গালোর (RCB)

IPL 2022 Auction: আইপিএল মেগা নিলামে এই তিন টিম যারা রাশিদ খানকে কেনার জন্য লড়াই করবে !! 2

আইপিএল এর শক্তিশালী দলগুলির মধ্যে অন্যতম হলো রয়েল চ্যালেঞ্জর্স বেঙ্গালোর। এই দলে বিরাট কোহলি থেকে শুরু করে গ্লেন ম্যাক্সওয়েল এর তারকা ব্যাটসম্যান যেমন আছে ঠিক তেমনি হার্শাল প্যাটেল এর মতো উঠতি তারকা ফাস্ট বোলাররাও এই দলের অন্যতম সদস্য। যেহেতু আরসিবি এই বছর তাদের দলের অন্যতম লেগ স্পিনার চাহালকে নিলামে (IPL 2022 Auction) ছেড়ে দিয়েছে তাই তারা রাশিদ খানকে নেবার জন্য ঝাঁপাতেই পারে।

Read More: IPL 2022 Auction: আইপিএল নিলামে এই তিন ফ্রেঞ্চাইজি বেন স্টোকসকে নেবার জন্য ঝাঁপাতে পারে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *