Kl rahul might be the captain in asia cup 2023

T20 World Cup 2024: ইংল্যান্ডের মাঠে ইংল্যান্ডকে হারিয়ে ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলো টিম ইন্ডিয়া। এরপর দেখতে দেখতে কেটে গিয়েছে দশটা বছর। ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি  (MS Dhoni) জমানা শেষ হয়েছে। অধিনায়ক হিসেবে বেশ কয়েকটা বছর কাটিয়ে সরে গিয়েছেন বিরাট কোহলি’ও (Virat Kohli)। বর্তমানে অধিনায়কের নাম রোহিত শর্মা (Rohit Sharma)। এই দীর্ঘ এক দশকে একবারের জন্যও কোনো আইসিসি আয়োজিত প্রতিযোগিতায় সেরার শিরোপা জেতা হয় নি ‘মেন ইন ব্লু’র। বারবার ফাইনাল অথবা সেমিফাইনাল থেকেই ফিরতে হয়েছে খালি হাতে। সেই একই ট্র্যাডিশন বজায় রইলো ২০২৩-এর ওডিআই বিশ্বকাপেও (ICC World Cup 2023)। বারো বছর পর ফাইনালে উঠেও ভারত ফিরলো পরাজিতের তকমা গায়ে নিয়েই।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপের পরাজয়ের পর ঘুরে দাঁড়াতে মরিয়া টিম ইন্ডিয়া। আপাতত ভারতের পরবর্তী লক্ষ্য আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে আয়োজিত হতে চলা টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024)। ২০২২-এ অস্ট্রেলিয়ার মাটিতে গত টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে পরাজিত হতে হয়েছিলো ভারতকে। সেই গ্লানি দূরে সরিয়ে এবার নতুন করে ট্রফিজয়ের লক্ষ্যে ঝাঁপাতে চায় টিম ইন্ডিয়া (Team India)। আগামী কয়েকমাসে টি-২০’ই তাই থাকছে ফোকাসে। বর্তমানে চলছে অস্ট্রেলিয়া সিরিজ। এরপর ভারত মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের। আসন্ন সিরিজ গুলির পারফর্ম্যান্সের ভিত্তিতে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) দল বেছে নেওয়া হতে পারে। দলগঠন এখনও সম্পূর্ণ না হলেও অধিনায়ক কে হবেন সেই বিষয়ে অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলীর মধ্যে কোনো দ্বিধা নেই বলেই জানা গিয়েছে।

Read More: Team India: হেড কোচের দায়িত্ব নিতে নারাজ রাহুল দ্রাবিড়, সমস্যায় বিসিসিআই !!

রোহিতের অভিজ্ঞতাকেই প্রাধান্য দিচ্ছে ভারত-

Rohit Sharma | T20 World Cup 2024 | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিপর্যয়ের পর ভারতীয় ক্রিকেট এসে দাঁড়িয়েছে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মার (Rohit Sharma) মত তারকা ক্রিকেটাররা সাদা বলের ক্রিকেটে আর কতদিন দেশের জার্সি গায়ে চাপাবেন তা নিয়ে দেখা গিয়েছে সংশয়। ২০২২ টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) পর দীর্ঘ সময় ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে টি-২০ খেলেন নি রোহিত। অধিনায়কত্ব সামলেছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। আগামী কুড়ি- বিশের বিশ্বকাপেও (T20 World Cup 2024) কি বাইরেই থাকবেন রোহিত? হার্দিকের হাতেই কি থাকবে অধিনায়কত্ব? নাকি সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) অথবা শ্রেয়স আইয়ারের মত তৃতীয় কাউকে করা হবে নেতা? ওডিআই বিশ্বকাপ মিটতেই উঠেছিলো প্রশ্ন। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে রোহিত না খেলায় বেড়েছিলো জল্পনা।

গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও জাহির খানের (Zaheer Khan) মত কিংবদন্তি প্রাক্তনীরা অবশ্য আগামী জুন মাসের টি-২০ বিশ্বকাপে একমাত্র রোহিতকেই চাইছিলেন নেতা হিসেবে। গম্ভীর জানিয়েছিলেন, “হার্দিক পান্ডিয়াকে নেতৃত্ব দিয়ে রোহিতকে কেবল ব্যাটার হিসেবে খেলানোর প্রয়োজন নেই। রোহিত একজন দুর্দান্ত নেতা। ভারতের ব্যাটিং অর্ডারে অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে।” জাহির (Zaheer Khan) জানান, “টি-২০ বিশ্বকাপের জন্য বেশী সময় বাকি নেই। তাই আমি মনে করি ভারতীয় দলের উচিৎ অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া। রোহিত দীর্ঘসময় অধিনায়কত্ব করেছে এবং ও ক্রিকেটারদের ভালো বোঝে। অন্যান্যদের আগামীর জন্য প্রস্তুত করে তোলা যেতে পারে। কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় একমাত্র রোহিত শর্মাকেই টি-২০ বিশ্বকাপে নেতার ভূমিকায় দেখা যেতে পারে।”

 সংবাদমাধ্যম দৈনিক জাগরণ সূত্রে জানা গিয়েছে যে গম্ভীর (Gautam Gambhir) ও জাহিরের সাথে একমত ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারত অধিনায়ক হিসেবে অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলীর প্রথম পছন্দ রোহিত শর্মা’ই (Rohit Sharma)। হিটম্যানের অধিনায়কত্বে ইতিমধ্যে তিনটি আইসিসি টুর্নামেন্ট খেলেছে টিম ইন্ডিয়া। ২০২২ টি-২০ বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে সেমিফাইনালে। ২০২৩-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ও ওডিআই বিশ্বকাপে হারতে হয়েছে ফাইনালে। নেতা হিসেবে ইতিমধ্যে এশিয়া কাপ, আইপিএল, চ্যাম্পিয়ন্স লীগ টি-২০ জিতেছেন তিনি, কিন্তু আইসিসি প্রতিযোগিতায় চতুর্থ সুযোগে রোহিত ট্রফির স্বাদ পান কিনা সেইদিকেই এখন তাকিয়ে দেশের ক্রিকেটজনতা।

Also Read: T20 World Cup 2024: আসন্ন টি-২০ বিশ্বকাপের ফর্ম্যাটে ব্যাপক রদবদল, এই তাবড় দল থাকছে টুর্নামেন্টের বাইরে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *