জয়ের ধারা বজায় রাখতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কি সাজে নামতে চলেছে আরসিবি, দেখে নিন সম্ভাব্য একাদশ 1

গত ম্যাচে রাজস্থান রয়্যালসকে অনায়াসে হারানোর পর আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। এবার টানা তিন ম্যাচ জিততে তাদের সামনে দুর্ধর্ষ দিল্লি ক্যাপিটালস, যারা এই মুহুর্তে লিগ তালিকার শীর্ষে রয়েছে। এই অবস্থায় কার্যত উইনিং কম্বিনেশন ভাঙতে চাইছেন না বিরাট কোহলি। এক নজরে দেখে নেওয়া যাক আজকের ম্যাচে আরসিবির সম্ভাব্য একাদশ।

জয়ের ধারা বজায় রাখতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কি সাজে নামতে চলেছে আরসিবি, দেখে নিন সম্ভাব্য একাদশ 2

১. দেবদত্ত পাডিক্কাল

জয়ের ধারা বজায় রাখতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কি সাজে নামতে চলেছে আরসিবি, দেখে নিন সম্ভাব্য একাদশ 3

গত চার ম্যাচে তিনটি অর্ধশতরানের ইনিংস খেলে ইতিমধ্যে সকলের নজর কেড়েছেন কর্নাটকের এই তরুণ ব্যাটসম্যান। রাজস্থান ম্যাচে দুরন্ত ৬৩ রানের ইনিংস খেলে বেশ ভালো ফর্মে রয়েছেন পাডিক্কাল। ফলে ওপেনিংয়ে তিনি থাকবেন তা বলার অপেক্ষা রাখে না।

২. অ্যারন ফিঞ্চ

জয়ের ধারা বজায় রাখতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কি সাজে নামতে চলেছে আরসিবি, দেখে নিন সম্ভাব্য একাদশ 4

এবারের আইপিএল-এ বেশ ভালো ফর্মে রয়েছেন অস্ট্রেলিয়ার এই তারকা ওপেনার। পাডিক্কালের সাথে বেশ ভালো ওপেনিং পার্টনারশিপ গড়েছেন তিনি। ফলে তিনি এই ম্যাচেও ওপেন করবেন।

৩. বিরাট কোহলি

জয়ের ধারা বজায় রাখতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কি সাজে নামতে চলেছে আরসিবি, দেখে নিন সম্ভাব্য একাদশ 5

গত ম্যাচে নিজের পুরোনো ফর্মে ফিরেছেন ক্যাপ্টেন কোহলি। ৭২ রানের অপরাজিত ইনিংস খেলে ফের রানের খিদেকে চাঙ্গা করে দিয়েছেন অধিনায়ক, যার ফলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটিং আরও শক্তিশালী হল তা বলাই যায়।

৪. এবি ডিভিলিয়ার্স

জয়ের ধারা বজায় রাখতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কি সাজে নামতে চলেছে আরসিবি, দেখে নিন সম্ভাব্য একাদশ 6

চারে তো অবশ্যই থাকবেন মিস্টার ৩৬০ ডিভিলিয়ার্স। এবারের আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে বড় রানে নিয়ে যেতে বড় ভূমিকা নিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই দুর্ধর্ষ ব্যাটসম্যান।

৫. গুরুকিরত সিং মান

জয়ের ধারা বজায় রাখতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কি সাজে নামতে চলেছে আরসিবি, দেখে নিন সম্ভাব্য একাদশ 7

গত দুই ম্যাচে নিজেকে প্রমাণ করার সুযোগ পাননি গুরকিরত। কিন্তু মিডল অর্ডারে বড় শট মারার প্রবণতা রয়েছে পাঞ্জাবের এই প্রতিভাবান ব্যাটসম্যানের। পাশাপাশি ফিল্ডার হিসেবেও যথেষ্ট ভালো তিনি। ফলে দিল্লির বিরুদ্ধে দলে তিনি থাকছেন।

৬. শিবম দুবে

জয়ের ধারা বজায় রাখতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কি সাজে নামতে চলেছে আরসিবি, দেখে নিন সম্ভাব্য একাদশ 8

প্রতিভাবান এই পেসার অলরাউন্ডার ইতিমধ্যেই কয়েকটি নজরকাড়া পারফর্মেন্স করেছেন বল হাতে। পাশাপাশি ব্যাট হাতেও দারুণ ক্যামিও ইনিংস খেলতে পারেন দুবে। বিরাট কোহলির পছন্দের এই অলরাউন্ডার অবশ্যই জায়গা পাবেন।

৭. ওয়াশিংটন সুন্দর

জয়ের ধারা বজায় রাখতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কি সাজে নামতে চলেছে আরসিবি, দেখে নিন সম্ভাব্য একাদশ 9

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তথাকথিত দুর্বল বোলিং লাইনআপের মাঝেও ওয়াশিংটন অত্যন্ত কৃপণ ও কার্যকরী বোলিং করেছেন। অফস্পিনার হিসেবে যেমন তিনি প্রতিপক্ষকে চাপে রাখেন, তেমনি বাঁ হাতি পিঞ্চ হিটার হিসেবেও যথেষ্ট সক্ষম সুন্দর।

৮. ইসিরু উদানা 

জয়ের ধারা বজায় রাখতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কি সাজে নামতে চলেছে আরসিবি, দেখে নিন সম্ভাব্য একাদশ 10

শ্রীলঙ্কার এই বাঁ হাতি পেসার টি২০ ক্রিকেটে ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবে পরিচিত। গত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নিজের স্কিল দেখিয়েছেন উদানা।

৯. নভদীপ সাইনি

জয়ের ধারা বজায় রাখতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কি সাজে নামতে চলেছে আরসিবি, দেখে নিন সম্ভাব্য একাদশ 11

এই মুহুর্তে শুধু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নয়, ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা পেসারকে দলে থাকবেন, তা বলার অপেক্ষা রাখে না। নিজের দুর্ধর্ষ গতিময় পেস বোলিংয়ে বিপক্ষের ব্যাটসম্যানদের বিব্রত রাখতে সক্ষম সাইনি।

১০. যুজবেন্দ্র চাহাল

জয়ের ধারা বজায় রাখতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কি সাজে নামতে চলেছে আরসিবি, দেখে নিন সম্ভাব্য একাদশ 12

ভারতীয় দলের এই তারকা লেগস্পিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য এই আরসিবি দলে। নিজের প্রখর বুদ্ধি দিয়ে যেভাবে ব্যাটসম্যানদের বোকা বানিয়ে উইকেট তুলে নেন, তাতে ব্যাঙ্গালোরের জেতার সুযোগ অনেকটাই বেড়ে যায়।

১১. অ্যাডাম জাম্পা

জয়ের ধারা বজায় রাখতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কি সাজে নামতে চলেছে আরসিবি, দেখে নিন সম্ভাব্য একাদশ 13

অস্ট্রেলিয়ার এই তারকা লেগস্পিনার গত ম্যাচে যোগ্য সঙ্গত দিয়েছেন চাহালকে। রান খেলেও উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রয়েছে জাম্পার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *