মুম্বই: গত রবিবার টিম ইন্ডিয়ার প্রধান কোচ অনিল কুম্বলে ও অধিনায়ক বিরাট কোহলি বোর্ডের কমিটি অফ অ্যাডমিনিসট্রেটরের (সিওএ) সঙ্গে দেখা করেন। সেখানে বেশ কিছু প্রস্তাব রাখেন অনিল ও বিরাট। এর মধ্যে একটি ছিল দলে নতুন পেস বোলিং কোচ নিযুক্তি। দেশের একটি সংবাদমাধ্যমের দাবি, বিসিসিআইও এই বিষয়টিকে বেশ গুরুত্বের সঙ্গে ভেবে দেখছে।
গত বছর রবি শাস্ত্রীকে সরিয়ে ভারতীয় দলের কোচের পদে আনা হয় অনিল কুম্বলেকে। তবে বিরাটদের বোলিং কোচ হিসেবে রয়ে যান ভরত অরুণ। আর ভারত যখন পেস বোলিং বিভাগে ভালো করছে, ঠিক তখনই এমন দাবি করে বসলেন ভারতীয় কোচ ও অধিনায়ক। ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন চার পেসার। এরা হলেন উমেশ যাদব, মুহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহ। এর সঙ্গে রয়েছেন হার্দিক পান্ডিয়াও।
এ দিকে, ভারতীয় দলের প্রাক্তন পেসার জাহির খানের হয়ে ব্যাট ধরেছেন হরভজন সিং। তাঁর দাবি ভারতীয় দলের বোলিং কোচ করা হোক জাহিরকে। টুইটারে জাহিরকে কোচ করার মত দিয়ে হরভজন লেখেন, “ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে আমার মতে জাহিরই সেরা। দারুণ মাথা, দারুণ মানুষ।”
@ImZaheer would be the best option for indian fast bowling coach in my opinion..Great mind #Greatfella
— Harbhajan Turbanator (@harbhajan_singh) May 23, 2017

বোলিং কোচের দায়িত্ব নিতে জাহিরও রাজি। তিনি বলেন, “আমি তৈরি। এর আগেও দলের খেলোয়াড়দের বোলিংয়ে সাহায্য করতাম, টিপস দিতাম। আমার বিশ্বাস এই দায়িত্ব পেলে আমি ভালোভাবে পালন করতে পারব।”
উল্লেখ্য, বাঁ হাতি পেসার জাহির দেশের হয়ে ৯২টি টেস্টে ৩১১ উইকেট ও ২০০ ওয়ানডে খেলে ২৮২ উইকেট নিয়েছেন। এবার তাঁকে টিম ইন্ডিয়ার পেস বোলিংয়ের কোচের ভূমিকায় তাঁকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
আর্থিক চুক্তি নিয়ে মুখ খুললেন কুম্বলে-বিরাট, বৃদ্ধির দাবি শুনলে মাথা ঘুরতে বাধ্য..