হরভজন সিং (Harbhajan Singh)
এক সময় নিজের অনুশাসনহীন জীবনযাপনের কারণে ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন কিশোর হরভজন সিং। এমনকী জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকেও তাড়িয়ে দেওয়া হয়েছিল তাকে। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আবারও কিশোর হরভজনকে দলে ফিরিয়ে আনেন তৎকালীন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। সেই সময় রীতিমতো নির্বাচকদের সঙ্গে লড়াই করে ভাজ্জিকে দলে আনেন সৌরভ। আর অধিনায়কের সেই ভরসাকে বজায় রাখেন ভাজ্জিও। কলকাতা টেস্টে ভারতীয় দলকে হ্যাটট্রিক করে ঐতিহাসিক জয় এনে দিয়েছিলেন তরুণ তারকা হরভজন। আর ওই পুরো সিরিজে ৩টি টেস্টে নিয়েছিলেন রেকর্ড ৫৩টি উইকেট। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ভারতীয় দলের এই অফস্পিনারকে।
২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ, ২০১১ সালের একদিনের বিশ্বকাপ জেতানোর পাশপাশি ভারতীয় দলকে বহু গুরুত্বপূর্ণ ম্যাচ জিতিয়েছেন হরভজন। অনিল কুম্বলের অবসরের পর ভারতীয় স্পিন বিভাগের তিনিই ছিলেন নেতা। ভারতীয় দলের এই বহু যুদ্ধের সৈনিককে এক সময় ব্যাড প্যাচের কারণে দল থেকে বাদ পড়তে হয়। এমনকী ২০১১ সালে একদিনের বিশ্বকাপ জেতানোর পর পরের বিশ্বকাপেও দলে জায়গা দেওয়া হয়নি তাকে। যা নিয়ে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছিলেন এই অফ স্পিনার। বাধ্য হয়েই অবসর নেন হরভজন। এরপরই ভাজ্জি জানান তাকে দল থেকে বাদ দেওয়ার জন্য কোনো কারণ দেখানো হয়নি। অধিনায়ক ধোনির বিরুদ্ধে অভিযোগ করে হরভজন বলেছলেন, “আমি অধিনায়ককে বেশ কয়েকবার জিজ্ঞাসা করার চেষ্টা করেছিলাম যে আমাকে কেন দল থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু ও কখনও আমাকে এর কারণ জানায়নি”।