বাধ্য হয়েই সময়ের আগেই অবসর নিয়েছিলেন এই ৩ ক্রিকেটার, অবসরের জন্য দায়ী ছিলেন MS Dhoni

গৌতম গম্ভীর (Gautam Gambhir)

বাধ্য হয়েই সময়ের আগেই অবসর নিয়েছিলেন এই ৩ ক্রিকেটার, দায়ী ছিলেন MS Dhoni 1

ধোনির কারণে অবসর নেওয়া ক্রিকেটারদের তালিকায় নাম রয়েছে প্রাক্তন ভারতীয় ওপেনার তথা বর্তমানে বিজেপির সাংসদ গৌতম গম্ভীরেরও। ২০০৭ এর বিশ্বকাপে ভারতীয় দলকে নিজের প্রদর্শনে খেতাব জিতিয়েছিলেন গম্ভীর। আর তারপর ইতিহাস গড়া ২০১১ আইসিসি একদিনের বিশ্বকাপের ফাইনালে গম্ভীরের সেই অবিস্মরণীয় ৯৭ রানের ইনিংস। কে ভুলতে পারে গম্ভীরের সেই ইনিংসকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই ইনিংস ২৮ বছর পর ঘরের মাটিতে ভারতকে বিশ্বকাপ এনে দিয়েছিল। এহেন গম্ভীরকেও ধোনি দীর্ঘদিন ধরে দলের বাইরে রেখেছিলেন। ফলশ্রুতিতে গম্ভীর অভিমানে অবসর ঘোষণা করেন। অবসর নেওয়ার পরই বারবার গম্ভীর নিজের সাক্ষাৎকারে আকারে ইঙ্গিত দল থেকে তার বাদ পড়া এবং অবসর নেওয়ার জন্য এমএস ধোনিকেই দায়ী করেছেন।

নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের শেষ ম্যাচ গৌতম গম্ভীর খেলেন ইংল্যান্ডের বিরুদ্ধে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে। প্রতিপক্ষ ইংল্যান্ড। তারিখ ছিল ৯ নভেম্বর ২০১৬। তারপর আর ভারতীয় দলে সুযোগ পাননি গম্ভীর। বাধ্য হয়েই অবসর নেন এই বাঁহাতি ওপেনার। যদিও অবসর নেওয়ার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে খেলা বজায় রাখেন ভারতীয় দলে গোতি নামে পরিচিত এই তারকা। নিজের নেতৃত্বে দুবার কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল খেতাবও এনে দেন তিনি, বুঝিয়ে দেন অবসর নিলেও তার মধ্যে যথেষ্ট ক্রিকেট বাকি ছিল। গৌতম গম্ভীর ভারতীয় দল থেকে ২৩ এপ্রিল ২০১৮ সালে অবসর ঘোষণা করেছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *