আইপিএল ২০১৭ : কম অর্থ নিয়েও ঘরের ছেলে জনসনকে দলে ফেরাতে সফল মুম্বই 1

এ পর্যন্ত আইপিএলের ৯টি সংস্করণের দুটিতে শিরোপা জিতে নিজেদেরকে আলাদা উচ্চতায় তুলে নিয়ে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।যদিও খারাপ পারফরম্যান্সের পসরা সাজিয়ে গত আইপিএলের প্লে অফেও কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে আম্বানির এই কুড়ি-বিশের দলটি।বিষয়টি মাথায় রেখে আইপিএল দশে তারা একটা শক্তিশালী দল গড়ে ফের ট্রফি জয়ের রাস্তায় ফিরবে বলে আগে ভাগেই জানিয়ে দিয়েছিল।২০ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে আইপিএল ১০-এর নিলাম অনুষ্ঠানে দেখতে পাওয়া গেল তেমন কিছু ইঙ্গিত।বিশেষ বড় মুখের দিকে না দৌড়ে গিয়ে টিম মুম্বই মূলত মন দিলেন অস্ট্রেলিয়ার পোড় খাওয়া জোরে বোলার মিচেল জনসনকে ফের ঘরে ফেরানোর কাজে।তাঁকে নিলাম থেকে ২ কোটিতে কিনে নিল মুম্বই। ৩.২ কোটি দিয়ে তারা তুলে নিল গত আইপিএলের চ্যাম্পিয়ন টিম সানরাইজার্সের নামকরা স্পিনার কর্ণ শর্মাকে।ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান এবং কৃষ্ণাপ্পা গৌতম এবারের আইপিএলে খেলবেন মুম্বইয়ের জার্সি পরে।এবারের আইপিএলের নিলামে ১১.৫ কোটি নিয়ে অংশগ্রহণ করা টিম মুম্বই দ্বিতীয় রাউন্ডে কিনে নিল ঝাড়খন্ডের মারকুটে ব্যাটসম্যান সৌরভ তেওয়ারিকে। এছাড়া মুম্বই দলে এলেন এ গুনারন্তা এবং কে খেজরোলিয়ার মতো ক্রিকেটাররা।ঘরের মাঠে অজিদের বিরুদ্ধে তিনদিনের অনুশীলন ম্যাচে ভারতের ‘এ’ দলের হয়ে ভালো পারফরম্যান্স করার পুরস্কার পেলেন গৌতম।

আইপিএল ২০১৭: ভারতীয় ট্যালেন্টের ওপরই এবার ভরসা করছে গুজরাত লায়ন্স

মুম্বই ইন্ডিয়ান্সের দল

http://iplmatch.in/wp-content/uploads/2017/02/Mumbai-Indians-Logo-300x180.jpg

নিকোলাস পুরান, মিচেল জনসন, কে গৌতম, কর্ণ শর্মা, সৌরভ তিওয়ারি, এ গুনারত্না, কে খেজরোলিয়া, রোহিত শর্মা, কায়রন পোলার্ড, লাসিথ মালিঙ্গা, হরভজন সিং, আম্বাতি রায়াডু, জসপ্রীত বুমরাহ, শ্রেয়াস গোপাল, লেন্ডল সিমন্স, বিনয় কুমার, পার্থিব প্যাটেল, মিশেল ম্যাকক্লেনাঘেন, নীতিশ রানা, সিদ্ধেশ ল্যাড, জে সুচিথ, হার্দিক পান্ডিয়া, জোস বাটলার, টিম সাউদি, জিথেশ শর্মা, ক্রুনাল পান্ডিয়া, দীপক পুনিয়া।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *