মুম্বই, ২২ জুন: টিম ইন্ডিয়ার কোচ অনিল কুম্বলে ও অধিনায়ক বিরাট কোহলি সিওএ’র প্রতিনিধি দলের সঙ্গে দেখা করে গ্রেড ‘এ’ ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের চুক্তির অর্থ ১৫০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব রাখলেন। এই বৈঠকে হাজির ছিলেন বোর্ডের সিইও রাহুল জহুরি, যুগ্মসচিব অমিতাভ চৌধুরি ও কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরি। শোনা যাচ্ছে, এখন গ্রেড ‘এ’ ক্রিকেটাররা ২কোটি, গ্রেড ‘বি’ ক্রিকেটাররা ১ কোটি ও গ্রেড ‘সি’ ক্রিকেটাররা ৫০ লক্ষ টাকা করে পান। বোর্ড সূত্রে জানা গিয়েছে, গ্রেড ‘এ’র যে সব ক্রিকেটাররা সব ফর্ম্যাটে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেন, তাঁদের চুক্তির অর্থ ৫ কোটি টাকা করার প্রস্তাব দিয়েছেন কুম্বলে ও কোহলি।
পুণেকে হারিয়ে আইপিএল জিতে এ কেমন উচ্ছ্বাস প্রকাশ মুম্বই ক্রিকেটার জস বাটলারের!
সিওএ’র পক্ষ থেকে বৈঠকে হাজির ছিলেন বিনোদ রাই ও বিক্রম লিমায়ে। তাঁরা সব বক্তব্য শোনেন। প্রস্তাব মতো ১৫০ শতাংশ চুক্তির অর্থ বাড়ানো হবে কিনা, সে ব্যাপারে একটা রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে বোর্ডের যুগ্মসচিব, কোষাধ্যক্ষ এবং সিইও রাহুল জহুরিকে। তার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিওএ। এদিনের সভায়, কোচ কুম্বলে ও ক্যাপ্টেন কোহলি আলাদা আলাদা করে নিজেদের বক্তব্য তুলে ধরেন। কোহলি নাকি টেস্ট ক্রিকেটারদের বিশেষ গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন।
ধোনির দুঃখের দিনে খুশির আবহে মাতলো চেন্নাই সুপার কিংস, দেখে নিন…
কোচ কুম্বলে এদিন ভারতীয় দলের সাপোর্ট স্টাফদের চুক্তির অর্থ বড়ানোর দাবি তুলেছেন। তবে কতটা বাড়ানো হবে, সে ব্যাপারে তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি। ভারতীয় দলের সাপোর্ট স্টাফরা দীর্ঘদিন ধরেই চুক্তির অর্থ বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির পর ভারতীয় বোর্ডের সঙ্গে কোচ অনিল কুম্বলের চুক্তি শেষ হচ্ছে। তবে ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত তাঁকে দায়িত্বে রাখা হবে। শ্রীলঙ্কা সিরিজের আগে নতুন করে তাঁর চুক্তির প্রসঙ্গটি বিবেচনা করবে বিসিসিআই। তবে বোর্ডের বেশ কিছু কর্তা কুম্বলের আচরণে খুশি নয়।