তিলক বর্মা
আইপিএলে তিলক বর্মাকে মেগা নিলামে কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্সের দল। তিনি চলতি মরশুমে মুম্বইয়ের একমাত্র ব্যাটসম্যান যিনি ধারাবাহিকভাবে সফল হয়েছেন। দিল্লির বিরুদ্ধে তার ছোটো ইনিংস সত্ত্বেও এই ইনিংস আইপিএলের ইতিহাসে সকলেই মনে রাখবেন। প্রয়োজনের সময় এই ম্যাচে তিনি মাত্র ১৫ বলে ৩ বাউন্ডারি সহ ২২ রানের ইনিংস খেলেছিলেন। তার ব্যাটিং দেখে ক্রিকেট বিশেষজ্ঞ হর্ষ ভোগলে আর প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার তথা বর্তমান কমেন্টেটর ইরফান পাঠানও প্রশংসা করতে বাধ্য হন। তার দৃঢ় মানসিকতা এবং ব্যাটিং ফর্ম দেখে এমনটা হতেই পারে যে আইপিএল ২০২২ শেষ হওয়ার পর তার জন্য ভারতীয় দলের দরজা খুলে যেতে পারে।