IPL 2022

চলতি আইপিএলে (IPL 2022) ৫১ নম্বর ম্যাচে গুজরাট টাইটান্সের (GT) মুখোমুখি হয় মুম্বাই ইন্ডিয়ান্স (MI)। আর এই রোমাঞ্চকর ম্যাচে (GT vs MI) গুজরাট টাইটান্সকে পাঁচ রানে হারিয়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১১৭ রান করে। জবাবে গুজরাটের দল ২০ ওভারে পাঁচ উইকেটে ১৭২ রান করতে পারে। শেষ ওভারে গুজরাটের জয়ের জন্য নয় রান দরকার ছিল, কিন্তু হার্দিক পান্ডিয়ার দল করতে পারে মাত্র তিন রান। ড্যানিয়েল স্যামস শেষ ওভারে দুর্দান্ত বোলিং করেন। ব্যাট হাতে সেখানে ডেভিড মিলার এবং রাহুল তেওটিয়া কাজের কাজটা করতে পারেননি।

২০তম ওভারের প্রথম বলে আসে এক রান। দ্বিতীয় বলে কোন রান পাননি। তৃতীয় বলে দুই রান নিতে রানআউট হন তেওয়াতিয়া। চতুর্থ বলে এক রান নেন রশিদ খান। পঞ্চম ও ষষ্ঠ বলে মিলারকে কোন রান করতে দেননি স্যামস। এভাবেই জিতল মুম্বাই। পরাজয়টি টেবিলের শীর্ষস্থানীয় গুজরাটের জন্য বিস্ময়কর ছিল, কারণ দলটি ১২তম ওভার পর্যন্ত ১০৬ রানে কোন উইকেট হারায়নি। এরপর দলে শ্বাসরুদ্ধকর অবস্থায় ম্যাচটা হেরে যায়। এমন একটা ম্যাচের পর টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেন নেটিজেনরা। তারই একটি চিত্র তুলে ধরা হল।

দেখে নিন টুইটারের ছবি:

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *