আর মাত্র কয়েক ঘন্টার প্রতীক্ষা তারপরেই দুবাইয়ের মাটিতে শুরু হতে চলেছে এই বছরের এশিয়া কাপের (Asia Cup 2022) আসর। এই বছরের এশিয়া কাপ শ্রীলংকার মাটিতে হবার কথা থাকলেও পরবর্তীতে সেই দেশের রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে এই প্রতিযোগিতা দুবাইয়ের মাটিতে করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সমস্থা আইসিসি। এশিয়া মহাদেশের ৬ই শক্তিশালী দেশ গুলিকে নিয়ে প্রতি দুবছর অন্তর এশিয়া কাপের আয়োজন করা হয়ে থাকে, গতবারের এশিয়া কাপ প্রতিযোগিতা করোনা মহামারীর কারণে খেলানো না গেলেও এই বছর আবার সেই প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব হয়েছে বলে আমরা জানি। এই বছরের এশিয়া কাপ টুর্নামেন্ট t20 ফরম্যাটে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ বছরের শেষে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু চলেছে ক্রিকেট ইতিহাসের সব থেকে ফরম্যাটের বিশ্বকাপ প্রতিযোগিতা। এই বিশ্বকাপের কথা মাথায় রেখেই আইসিসি এই বারের এশিয়া কাপ t20 ফরম্যাটে করানোর কথা ভেবেছে যাতে করে এশিয়া মহাদেশের দলগুলি আরো ভালো ভাবে বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করে নিতে সক্ষম হয়।
এশিয়া কাপের ইতিহাসে ভারতীয় দলকে সব থেকে সফল দল হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে কারণ তারা যেমন গতবারের এশিয়া কাপ বিজয়ী ঠিক তার পাশাপাশি তারা ৭বারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন দল। ভারতীয় দল এই বছর তাদের এশিয়া কাপের অভিযান শুরু করতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের বিরুদ্ধে। এই বছর এশিয়া কাপে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বি দল বিশ্বকাপের আগে তাদের প্রতিটি ক্রিকেটারকে দেখে নিতে চাইছে যাতে করে বিশ্বকাপের সময় তারা না যেন কোনোরকম সমস্যার সম্মুখীন তাদের হতে হয়। ভারতীয় দল এই বছর অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে তাদের এশিয়া কাপ অভিযান শুরু করতে চলেছে কিন্তু এশিয়া কাপের মঞ্চে রোহিত শর্মা বেশ কযেকটি সমস্যার সম্মুখীন হতে পারে বলে মনে করা যাচ্ছে। এখন দেখে নেওয়া যাক কোন ৩টি বড়ো সমস্যা রোহিত শর্মাকে এশিয়া কাপের আসরে চাপে ফেলে দিতে পারে বলে মনে করা যাচ্ছে।
বিরাট কোহলির আউট অফ ফর্ম:
বর্তমান বিশ্ব ক্রিকেটের সফল ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম একজন হলেন বিরাট কোহলি। প্রাক্তন এই ভারতীয় অধিনায়ক অতীতে দলের হয়ে যেমন প্রচুর রান করেছেন ঠিক তেমনি অসাধারণ ম্যাচ জেতানো ইনিংস বিশ্ববাসীকে উপহার দিয়েছেন। ডানহাতি ব্যাটসম্যান বিরাট কোহলির এই কৃতিত্বের জন্য বিশ্ব ক্রিকেটে তাকে রান মেশিন নামেও ডাকা হয়ে থাকে এবং তিনি হলেন বিশ্ব ক্রিকেটের দ্বিতীয় ব্যাটসম্যান যিনি একদিবসীয় ফরম্যাটে সব থেকে বেশি শতরান করেছেন। কিন্তু সমস্যা হলো দীর্ঘ্যদিন ধরে এই তারকা ক্রিকেটার ব্যাট হাতে সেই ভাবে নিজের পারফর্মেন্স করে দেখাতে পারছেননা এবং প্রায় দুবছর হতে চলেছে তার ব্যাট থেকে কোনো ফরম্যাটেই কোনো শতরান আসতে দেখা যায়নি। যদিও ক্রিকেট ফ্যানরা আশা করছেনবিরাট হয়তো খুব শীঘ্রই আবার রাজার মতো ক্রিকেট মাঠ শাসন করবেন কিন্তু তার এই ফর্ম এশিয়া চাপের মঞ্চে রোহিত শর্মাকে যথেষ্ট চিন্তিত রাখতে চলেছে সে কথা বলাই বাহুল্য।