এবারের আইপিএল এ সকল দলই একটি করে ম্যাচ জিতেছে। ধারে ও ভারে প্রতিটি দলই উনিশ ও বিশ তা বলাই যায়। কিন্তু এদের মধ্যে ফেভারিট কারা? এই নিয়ে প্রশ্ন উঠলে অনেকেই বলছেন দিল্লি ক্যাপিটালস, আবার অনেকে বাজি রেখেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের উপর। কিন্তু দীর্ঘ ১২ বছর ধরে তারকাখচিত দল বানিয়েও একবারও ট্রফিজয়ের স্বাদ পায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
যদিও এই বছর বেশ ভালোই শুরু করেছে কোহলির ব্রিগেড। সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্সের মত দুই শক্তিশালী দলকে হারিয়ে বেশ ভালো অবস্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর এই বছর প্রথমবার কাঙ্খিত আইপিএল জিততে পারে আরসিবি, এমনই বক্তব্য রাখলেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান দিলীপ বেঙ্গসরকার। তিনি একেবারে স্পষ্ট জানিয়ে দিলেন, এই বছর বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্স সম্পন্ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের উপরেই বাজি ধরবেন তিনি।
সর্বভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস-কে দেওয়া বিশেষ সাক্ষাতাকারে কিংবদন্তী এই ব্যাটসম্যান বলেছেন, “এই টি২০ ফর্ম্যাটের যুগে, খুবই মুশকিল হয়ে পড়ে কোনও দলকে এগিয়ে রাখার ক্ষেত্রে। কিন্তু আমি বলব এই বছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জিততে পারে। কারণ তারা এতদিন জেতেনি তাই। বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স আর যুজবেন্দ্র চাহাল অত্যন্ত ভালো পারফর্ম করবে। তাদের দলে বেশ ভালো কিছু খেলোয়াড় রয়েছেন। তরুণ পেসার নভদীপ সাইনি যথেষ্ট ভালো বোলিং করেছিলেন প্রথম ম্যাচে (সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে)। তাই, আমি নজর রাখব টুর্নামেন্টে তাদের অগ্রগতির বিষয়ে।”
যদিও এরপরে অনিশ্চয়তার কথাও বলেন স্টাইলিশ এই ডান হাতি ব্যাটসম্যান। তিনি জানিয়েছেন, “অবশ্য, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ফেভারিট হতে পারে, বা অন্যতম ফেভারিট। কিন্তু আমি গলা উচিয়ে কখনই বলতে পারব না যে অমুক বা তমুক কোনও টিম অবশ্যই জিতবে। কিন্তু আরসিবি অবশ্যই অন্যতম একট ফেভারিট দল।”
নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে ১০ রানে হারানোর পর দ্বিতীয় ম্যাচেই ভরাডুবির শিকার হয় বিরাট কোহলি অ্যান্ড কোম্পানি। কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে ৯৭ রানের বড়সড় ব্যবধানে হারে আরসিবি। কিন্তু পরের ম্যাচেই চারবারের আইপিএল জয়ী ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সকে দুর্ধর্ষ সুপার ওভারে হারায় তারা। এর ফলে আত্মবিশ্বাস যথেষ্ট বেশি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। এই আত্মবিশ্বাসকে ধরে রাখতে আগামীকাল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামতে চলেছে আরসিবি।