নিজের এমন দুরন্ত পারফর্মেন্সের জন্য এই কিংবদন্তী ক্রিকেটারকে কৃতজ্ঞতা জানালেন দেবদত্ত পাডিক্কাল 1

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে এই মুহুর্তে অসাধারণ ফর্মে রয়েছেন কর্নাটকের তরুণ ওপেনার দেবদত্ত পাডিক্কাল। আইপিএল এ এই মুহুর্তে চারটি ম্যাচ খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, আর এর মধ্যে তিনটিতে অর্ধশতরানের ইনিংস খেলেছেন পাডিক্কাল। বলা বাহুল্য, সেই তিনটি ম্যাচেই জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর সেই ইনিংসগুলি অত্যন্ত সাবলীল ও আগ্রাসী ভূমিকায় খেলেছেন এই স্টাইলিশ বাঁ হাতি ব্যাটসম্যান। গত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাত্র ৪৫ বলে ৬৩ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন তিনি, যার জেরে সহজ জয় পায় আরসিবি।

IPL 2020: Devdutt Padikkal becomes first player in IPL history to score 3  fifties in first 4 games | InsideSport

গত বছর ঘরোয়া ক্রিকেটেও অসাধারণ ফর্মে ছিলেন দেবদত্ত। বিজয় হাজারে ট্রফিতে প্রচুর রান করেছিলেন তিনি, এবং ঘরোয়া টি২০ টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফির সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন দেবদত্ত। এবার আইপিএল-এ এমন দুরন্ত পারফর্মেন্সের জেরে প্রাক্তন ক্রিকেটারদের প্রশংসায় ভরে উঠেছেন তিনি। অনেকেই পাডিক্কালের খেলার মধ্যে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের খেলার মিল পান। সেই যুবরাজ সিংই এবার প্রশংসায় ভরিয়ে দিলেন পাডিক্কালকে।

Devdutt Padikkal: Tracking the rise of RCB's promising signing

নিজের টুইটারে যুবরাজ পাডিক্কালের প্রশংসা করার পাশাপাশি আরসিবি অধিনায়ক বিরাট কোহলিরও প্রশংসা করেছেন। এবারের আইপিএল-এ প্রথম অর্ধশতরানের ইনিংস খেলেছেন বিরাট। রাজস্থানের বিরুদ্ধে ৫৩ বলে ৭২ রানের অপরাজিত ইনিংস খেলেন ভারতের অধিনায়ক। সেই নিয়ে যুবি লিখেছেন, “ফর্ম তো সাময়িক, কিন্তু ক্লাস চিরন্তন। বিরাট কোহলিকে যদিও আমি গত আট বছরে দেখিনি আউট অফ ফর্ম হতে, যা অবিশ্বাস্য বটে। পাডিক্কালকে দেখেও ভালো লাগল, ওর সাথে ব্যাট করার ইচ্ছা থাকল আর দেখা যাক কে কত বড় মারতে পারে।”

যুবরাজের মত অনুপ্রেরক ও কিংবদন্তী এমন ক্রিকেটারের প্রশংসা পেয়েও স্বভাবতই উচ্ছ্বসিত কর্নাটকের এই তরুণ ব্যাটসম্যান। আর নিজের উচ্ছ্বাস একেবারে প্রকাশ করে দিলেন সোশ্যাল মিডিয়ায়। যুবরাজের টুইটের জবাবে পাডিক্কাল টুইট করে লিখেছেন, “আপনার সাথে কোনও প্রতিযোগীতায় যেতে চাই না পাজি। আপনার কাছ থেকেই ফ্লিক শটটা শিখেছি। সবসময় আপনার সাথে ব্যাট করার ইচ্ছা আমার রয়েছে। লেটস গো।”

গত ম্যাচে প্রচন্ড গরম আবহাওয়াতেও অত্যন্ত সাবলীল ইনিংস খেলেছিলেন দেবদত্ত। মাত্র ৪৫ বলে ৬৩ রান করেছিলেন কর্নাটকের এই বাঁ হাতি ওপেনার, যেখানে ছয়টি চার ও একটি ছয় মেরেছেন তিনি। যদিও শেষে রাজস্থান রয়্যালসের তারকা পেসার জোফ্রা আর্চারের বলে বোল্ড হন তিনি। কিন্তু তিনি যখন আউট হন, তখন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জেতার জন্য ২৫ বলে ৩১ রানের প্রয়োজন ছিল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *