CSK শিবিরে বড় ধাক্কা, SRH'এর বিরুদ্ধে নেই ম্যাচ উইনিং বোলার !! 1

জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2024) ১৭তম সিজিন। ইতিমধ্যে ১৫ ম্যাচের পরিসমাপ্তি ঘটেছে, পয়েন্ট তালিকার বিচারে শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস এবং দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে কলকাতা ও চেন্নাই রয়েছে। তবে চলতি আইপিএলে চাপের মুখে পড়লো চেন্নাই সুপার কিংস (CSK)। গত ম্যাচে দিল্লির বিরুদ্ধে পরাজিত হওয়ার পর পয়েন্ট তালিকায় শীর্ষস্থান থেকে নিচে নেমে এসেছে।

CSK’র স্টার প্লেয়ার গেলেন ছিটকে

Csk
CSK | Image: Getty Images

চলতি আইপিএলে বেশ দারুন ছন্দে রয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। ৩ ম্যাচে মোট ৭ উইকেট সংগ্রহ করেছেন তিনি এবং তার মাথাতেই বিরাজমান রয়েছে পার্পেল ক্যাপ। চলতি আইপিএলে মুস্তাফিজুরের উপর বেশ ভরসা রেখেছেন চেন্নাই দলের ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়ার্ড, প্রথম ম্যাচেই অসাধারণ বোলিং প্রদর্শন দেখিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের বিরুদ্ধে ৪ উইকেট ছিনিয়ে নিয়েছিলেন তিনি এবং ম্যাচের সেরাও হয়েছিলেন। ২০১৬ সালের পর এই প্রথম তিনি আইপিএলে ম্যাচ সেরার খেতাব অর্জন করেছিলেন।

যদিও চলতি IPL-এর মাঝেই চেন্নাই সুপার কিংস ছেড়ে বাংলাদেশে ফিরে গেলেন মুস্তাফিজ। জানা গিয়েছে T20 বিশ্বকাপের জন্য ভিসা সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে দেশে ফিরতে হয়েছে। আগামী ৫ এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে নামতে চলেছে চেন্নাই। এই ম্যাচে পাওয়া যাবে না ফিজকে। প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে এবারের T20 বিশ্বকাপের সহ-আয়োজক। মুস্তাফিজুর যুক্তরাষ্ট্রের ভিসার জন্য বায়োমেট্রিক্স প্রক্রিয়া সম্পন্ন করতে বাংলাদেশে গেছেন। ক্রিকবাজ সূত্রের খবর অনুযায়ী, “আসন্ন T20 বিশ্বকাপের জন্য মার্কিন ভিসার উদ্দেশ্যে গত রাতে মুস্তাফিজুর বাংলাদেশ পৌঁছেছেন। তিনি আগামীকাল মার্কিন দূতাবাসে তার বায়োমেট্রিক সম্পন্ন করবেন এবং পরে চেন্নাইয়ে যোগ দিতে ভারতে ফিরে যাবেন।

আরও পড়ুন | IPL 2024: এক দৌড়ে রোহিতের সামনে হাজির ভক্ত, মন ভালো করে দেবে হিটম্যানের প্রতিক্রিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *