ভিডিওঃ একটা বড় ছক্কা হাঁকিয়ে ধোনি যা করলেন, তাতে হাসি আটকাতে পারলেন না কোহলি 1

চ্যাম্পিয়ন্স ট্রফির মূলপর্বের ম্যাচের আগে এদিন ওভালে প্রথম ওয়ার্ম আপ ম্যাচে ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংস খেলতে নেমে মাত্র ১৮৯ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। স্কোরবোর্ডে ওই কম রান নিয়েও পাল্টা ইনিংসে বেশ তেড়ে ফুঁড়ে শুরু করেন কিউয়ি বোলাররা। শুরুতেই টিম সাউদি অজিঙ্ক রাহানেকে মাত্র ৭ রানে প্যাভিলিয়নে ফিরিয়ে দেওয়ায় তাঁদের আত্মবিশ্বাস, একলাফে অনেকটাই বেড়ে যায়। মাঝে শিখর ধাওয়ান এবং বিরাট কোহলি ৬৮ রানের একটি পার্টনারশিপ খেলে কিউয়িদের মুখ থেকে হাসি কেড়ে নেন। কিন্তু দলগত ১০৪ রানের মধ্যে শিখর ধাওয়ান এবং দীনেশ কার্তিক ফিরে যাওয়ায় উইলিয়ামসনদের মুখের উজ্জ্বলতা হঠাৎ বেড়ে যায়।

সমর্থকদের নেতিবাচক দৃষ্টিভঙ্গি সামলানোর একি অভিনব উপায় মহেন্দ্র সিং ধোনির ঝুলিতে!

এমন একটা কঠিন পরিস্থিতিতে দলকে ফের উদ্ধার করতে অধিনায়ক কোহলিকে ক্রিজে সঙ্গ দিতে নেমে পড়লেন বহু যুদ্ধের পোড় খাওয়া সৈনিক মহেন্দ্র সিং ধোনি। মিডল অর্ডারে ভারতীয় দলকে এর আগে দারুণভাবে ভরসা জোগাতে দেখা গিয়েছে, এই জুটিকে। অন্যদিকে টিম নিউজিল্যান্ড সহজে হার মানার রাস্তা থেকে সরে দাঁড়িয়ে পাল্টা আঘাতের পথে এগিয়ে আসে। যদিও তাঁরা বুদ্ধি করে ক্রিজে সেট হয়ে যাওয়া ব্যাটসম্যান কোহলিকে ছাড় দিয়ে সদ্য ক্রিজে আসা ধোনির দিকে ক্রমাগত আক্রমণ শানাতে থাকেন। কিউয়ি বোলাররা ৩৫ বছর বয়সী ধোনির অফ স্ট্যাম্পের দিকে ক্রমাগত ধীর গতিতে বল করতে থাকেন। এবং তাঁকে বিব্রত করতে থাকেন। সেই ধরণের ট্রেন্ট বোল্টের স্লো এবং ওয়াইড ডেলিভারিকে সুইপার কভারের ওপর দিয়ে মারা ধোনির শট বাউন্ডারির ধারে দাঁড়িয়ে থাকা কলিন ডি গ্র্যান্ডহোমের হাতে পড়ে। যদিও নিউজিল্যান্ডের এই অলরাউন্ডারটি সেই বলটি তালুবন্দি করতে পারেননি। সেটি ওভার বাউন্ডারি হয়ে যায়। সেটি দেখে অবাক হয়ে যান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। গ্র্যান্ডহোম সেই ক্যাচটি ফেলে দেওয়ায় হাসি চেপে রাখতে পারেননি তিনি। অন্যদিকে, হাসতে থাকা ধোনির মুখ দেখে কোহলিও হেসে ফেলে বুঝিয়ে দেন তাঁদেরকে লক্ষ্য করে টিম নিউজিল্যান্ড এতক্ষণ যে জাল পেতেছিল, সেটা সবার সামনে ফাঁস হয়ে গেল।

https://bengali.sportzwiki.com/6501/ct-dhoni/

এখানে দেখে নিন সেই ভিডিওটিঃ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *