“গোব* খেয়ে দল করো…” বিশ্বকাপ দল দেখে ক্ষিপ্ত ভারতীয় ফ্যান্স, জয় শাহ-আগারকারের করলো মা-বোন এক !!

অবশেষে প্রকাশ্যে আসলো টিম ইন্ডিয়ার T20 বিশ্বকাপের স্কোয়াড (T20 World Cup 2024)। আইপিএল ২০২৪’ কাটতে না কাটতেই ভারতীয় দল চলতি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে শুরু করে দেবে। বেশ কিছু পরিবর্তন দেখা গিয়েছে দলে। আবার একবার রোহিত শর্মাকে (Rohit Sharma) ভারতীয় দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে। পাশাপশি তার ডেপুটি হিসাবে দলে সুযোগ করে নিয়েছেন হার্দিক পান্ডিয়া […]

আবেশ খান (Avesh Khan)-

ভারতীয় তরুণ পেসারদের মধ্যে প্রথম সারিতেই থাকবেন আবেশ খান। মধ্যপ্রদেশের ইন্দোরে জন্ম তাঁর। বাবা আশিক খান, মায়ের নাম সাবিহা খান। আসাদ খান নামে এক ভাই রয়েছে আবেশের (Avesh Khan Family Information)। প্রতিভাবান পেসার নজর কেড়েছিলেন ২০১৬ অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপে। ঋষভ পন্থ, সরফরাজ খান, ঈশান কিষণদের সাথে তিনিও ছিলেন সেইবার ভারতীয় স্কোয়াডে। দুর্ভাগ্যবশত ভারত যদিও ২০১৬তে প্রতিযোগিতায় জয় পায় নি। অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ খেলার আগেই মধ্যপ্রদেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলে ফেলেছিলেন আবেশ। ২০১৪ সালে অভিষেক হয় তাঁর। ২০১৮ সালে খেলেন লিস্ট-এ ক্রিকেট। ২০১৭তে আইপিএলের আঙিনায় টি-২০ অভিষেক হয় আবেশের (Avesh Khan Debut)।

২০১৮-১৯ মরসুমে রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের হয়ে মাত্র ৭ ম্যাচে ৩৫ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত সাফল্যের পর ২০২১ সালের শেষের দিকে তাঁকে প্রথমবার ভারতীয় স্কোয়াডে জায়গা দেওয়া হয়েছিলো। যদিও মাঠে নামতে খানিক অপেক্ষা করতে হয়েছিলো আবেশকে। ২০২২ সালে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পান তিনি। আগামীর তারকা হিসেবে ধরা হচ্ছে তাঁকে। স্বল্প সময়ের মধ্যেই তাঁর আইপিএল কেরিয়ারও বেশ বর্ণময়। ২০২৪ মরসুমের আগে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস থেকে ট্রেডিং পদ্ধতিতে রাজস্থান রয়্যালসে গিয়ে হইচই ফেলে দিয়েছিলেন তিনি (Avesh Khan IPL updates)।

বাংলায় আবেশ খানের বায়োগ্রাফি (Avesh Khan Biography in Bengali)-

সম্পূর্ণ নাম আবেশ খান
ডাকনাম
জন্মস্থান ইন্দোর, মধ্যপ্রদেশ
জন্মতারিখ ১৩ ডিসেম্বর, ১৯৯৬
উচ্চতা ৫ ফিট ১১ ইঞ্চি (১৮৫ সেন্টিমিটার)
চোখের মণির রং কালো
জাতীয় দল ভারত
আইপিএল দল রাজস্থান রয়্যালস
জার্সি নম্বর ৬৫ (ভারত), ৬ (আইপিএল)
ব্যাটিং-এর ধরণ ডান হাতি ব্যাটার
বোলিং-এর ধরণ ডান হাতি বোলার
ক্রিকেটীয় ভূমিকা ডান হাতি ফাস্ট বোলার
স্ত্রী/ বান্ধবী-র নাম
সন্তানের নাম
রাশিচিহ্ন ধনু
শখ ভ্রমণ
পঠনপাঠন অ্যাডভান্সড অ্যাকাডেমি, ইন্দোর
ইন্সটাগ্রাম প্রোফাইল @aavi.khan
ফেসবুক প্রোফাইল
ট্যুইটার (X) হ্যান্ডেল @Avesh_6

আবেশ খানের আন্তর্জাতিক অভিষেক (Avesh Khan International Debut)-

ফর্ম্যাট তারিখ প্রতিপক্ষ ভেন্যু
টেস্ট
ওয়ান ডে ২৪/০৭/২০২২ ওয়েস্ট ইন্ডিজ পোর্ট অফ স্পেন
টি-২০ ২০/০২/২০২২ ওয়েস্ট ইন্ডিজ ইডেন গার্ডেন্স

আবেশ খানের পরিসংখ্যান (Avesh Khan Career Stats)-

ফর্ম্যাট ম্যাচ উইকেট সর্বোচ্চ বোলিং গড় ইকোনমি রেট ইনিংস ৫ উইকেট ইনিংসে ১০ উইকেট রান
Test
ODI ০৮ ০৯ ৪/২৭ ৩৬.৫৫ ৫.৫৪ ০০ ০০ ২৩
T20i ২০ ১৯ ৪/১৮ ৩২.৫২ ৯.৩১ ০০ ০০ ১১
IPL ৫৬ ৬৪ ৪/২৪ ২৭.৮৪ ৮.৭৯ ০০ ০০ ৩১
FC ৪৩ ১৬৫ ৭/২৪ ২২.৪৯ ৩.১১ ০৮ ০২ ৫২৩
List-A ৩৬ ৩৮ ৬/৩৭ ৩৭.৫৫ ৫.৩৯ ০১ ০০ ১০৮
T20 ১০৪ ১২২ ৫/১৭ ২৫.৩৬ ৮.৩৬ ০১ ০০ ৬২

যে দলগুলির হয়ে খেলেছেন আবেশ খান (Avesh Khan Teams in Bengali)-

ভারত, ভারত-এ, ভারত-সি, ভারত রেড, ভারত অনুর্দ্ধ-১৯, ভারত বোর্ড সভাপতি একাদশ, মধ্যপ্রদেশ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লী ক্যাপিটালস, লক্ষ্ণৌ সুপারজায়ান্টস, রাজস্থান রয়্যালস।

আবেশ খানের রেকর্ড ও কৃতিত্ব (Avesh Khan Records in Bengali)-

  • ২০১৬ অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করেছিলেন আবেশ খান। ১৫.০৮ গড়ে ১২টি উইকেট নিয়ে হয়েছিলেন ভারতের সর্বোচ্চ উইকেটশিকারী। (Avesh Khan Achievements)

যে সকল বিতর্কে জড়িয়েছেন আবেশ খান (Avesh Khan Controversy in Bengali)-

২০২৩ সালের আইপিএলে রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারায় লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। জয়ের উচ্ছ্বাসে মাথা থেকে হেলমেট খুলে মাটিতে আছড়ে ফেলেন আবেশ খান। তাঁর উদযাপনের ধরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন অনেকে। তা নিয়ে হয়েছিলো বিতর্ক।

আবেশ খান নেট ওয়ার্থ (Avesh Khan Net Worth in Bengali)-

  • বিসিসিআই গ্রেড C চুক্তি- বাৎসরিক ১ কোটি টাকা
  • আইপিএল ২০২৪- ১০ কোটি
  • মোট নেট ওয়ার্থ- ২৫ কোটি টাকা (আনুমানিক)

আবেশ খান গাড়িসমূহ (Avesh Khan Car Collection in Bengali)-

ভারতীয় ক্রিকেট তারকা আবেশ খানের গ্যারাজে এই মুহূর্তে মার্সিডিজ বেঞ্জ নির্মিত একটি বিলাসবহুল এসইউভি রয়েছে। এছাড়াও জাগুয়ার এফ পেস লাক্সারি এসইউভি’তেও দেখা গিয়েছে তাঁকে। গাড়িটির দাম ভারতীয় টাকার অঙ্কে ৭৫ লক্ষের আশেপাশে।

আবেশ খান সম্পর্কীত প্রশ্নাবলী (Avesh Khan FAQs)-

আবেশ খান কোন দলের হয়ে আইপিএল খেলে থাকেন?

আবেশ খান আইপিএলে রাজস্থান রয়্যালসের প্রতিনিধিত্ব করেন।

আবেশ খান কতগুলি অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করেছেন?

আবেশ খান ২০১৪ ও ২০১৬ অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপে ভারতের হয়ে খেলেছেন।

কোন দলের হয়ে আবেশ খানের আইপিএল অভিষেক হয়েছিলো?

আবেশ খান প্রথম আইপিএল খেলেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে।

আবেশ খানের দ্রুততম ডেলিভারিটির গতি কত?

আবেশ খান নিয়মিত ১৪৫ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বোলিং করেন। তাঁর দ্রুততম ডেলিভারিটির গতিবেগ ১৪৯ কিলোমিটার প্রতি ঘন্টা ছিলো।

আবেশ খান কোন রাজ্য দলের হয়ে খেলেন?

আবেশ খান ঘরোয়া ক্রিকেটে মধ্যপ্রদেশের প্রতিনিধিত্ব করেন।