সূর্যকুমারের 'গুরু' রশিদ খান, পাক অধিনায়কের হ্যান্ডশেক প্রত্যাখ্যান করে জায়গা করে নিয়েছিলেন সংবাদ শিরোনামে !! 1

Asia Cup 2025: ক্রিকেটদুনিয়ায় সবচেয়ে চর্চিত বিষয় এখন ‘হ্যান্ডশেক।’ গত রবিবার দুবাইতে মুখোমুখি হয়েছিলো ভারত ও পাকিস্তান (IND vs PAK)। টসের সময় প্রথামাফিক প্রতিপক্ষ অধিনায়কের সাথে হাত মেলান নি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ম্যাচ শেষে পাক খেলোয়াড়দের সাথে করমর্দন করতে এগিয়ে আসেন নি টিম ইন্ডিয়ার (Team India) তারকারা। বরং দ্রুত মাঠ ছাড়েন ক্রিজে থাকা দুই ব্যাটার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও শিবম দুবে (Shivam Dube)। বাকিরাও কয়েক মুহূর্তের মধ্যেই ঢুকে পড়েন সাজঘরে। এরপর ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দেয় ভারতীয় শিবির। মাঠে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ফিরে যান শাহীন শাহ আফ্রিদি, মহম্মদ হারিস, ফখর জামানরা। ভারতের আচরণে ক্ষুব্ধ হয়ে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করেন পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘা (Salman Ali Agha)।

Read More: Asia Cup 2025: ভারতের পর নক-আউটে পাকিস্তান’ও, সুপার ফোরের দৌড়ে গ্রুপ-বি’র তিন দল !!

করমর্দন নিয়ে তুঙ্গে বিতর্ক-

Suryakumar Yadav and Salman Ali Agha | Asia Cup 2025 | Image: Getty Images
Suryakumar Yadav and Salman Ali Agha | Asia Cup 2025 | Image: Getty Images

বিষয়টি মেটে নি সেখানে। টিম ইন্ডিয়ার (Team India) আচরণকে ‘অখেলোয়াড়োচিত’ আখ্যা দিয়ে অভিযোগ দায়ের করেন পাকিস্তান দলের ম্যানেজার নভীদ আক্রম চীমা (Naveed Akram Cheema)। তাঁরা কাঠগড়ায় তোলেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকেও। তিনিই নাকি টসের সময় সলমনকে বারণ করেছিলেন সূর্যের (Suryakumar Yadav) সাথে হাত মেলাতে, দাবি তুলেছিলো পাক শিবির। পাইক্রফটকে না সরালে এশিয়া কাপ (Asia Cup 2025) থেকে নাম তুলে নেওয়ার হুমকিও দিয়েছিলো তারা। কিন্তু কাজ হয় নি তাতে। সোমবার রাতে পিসিবি’র ই-মেলের নেতিবাচক উত্তরই দেয় আইসিসি। মঙ্গলবার বিকেলে ফের একবার আইসিসি’কে ই-মেল করেছিলো পাক ক্রিকেট সংস্থা। তাদের ম্যাচে যেন পাইক্রফটকে দায়িত্ব দেওয়া না হয়, আবেদন করে পাক বোর্ড। দ্বিতীয়বারও নেতিবাচক উত্তরই দেয় সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।

করমর্দন কেলঙ্কারির রেশ অব্যাহত ছিলো গতকালও। দুবাইতে মুখোমুখি হওয়ার কথা ছিলো পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহীর। সন্ধ্যাবেলা হঠাৎই খবর ছড়িয়ে পড়ে যে ম্যাচ বয়কট করছে সলমন আলি আঘা’র দল (Salman Ali Agha)। ক্রিকেটারদের নাকি হোটেল ছেড়ে বেরোতে বারণ করেছে পিসিবি। বেশ কিছুক্ষণ টালবাহানা চলার পর অবশ্য বদলায় পরিস্থিতি। নির্ধারিত সময়ের এক ঘন্টা পর শুরু হয় খেলা। যাঁকে কেন্দ্র করে এত কিছু সেই অ্যান্ডি পাইক্রফটকেই (Andy Pycroft) দেখা যায় ম্যাচ রেফারির ভূমিকায়। তিনি ক্ষমা চেয়েছেন, তত্ত্ব ভাসাতে চেয়েছিলো পিসিবি। কিন্তু আইসিসি’র তরফে এমন কোনো বিজ্ঞপ্তিই জারি করা হয় নি। ফলে পাক বোর্ডের দাবির সত্যতা ঠিক কতটা তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তবে তাদের বিদ্রোহ গতকাল যেভাবে অঙ্কুরে বিনষ্ট হলো তাতে পিসিবি’র মুখ যে পুড়েছে সে বিষয়ে সন্দেহ নেই।

রশিদ’ও প্রত্যাখ্যান করেছিলেন হ্যান্ডশেক-

Rashid Khan | Image: Getty Images
Rashid Khan | Image: Getty Images

এই প্রথম নয়, এর আগেও করমর্দন করতে চেয়ে প্রত্যাখ্যাত হয়েছেন পাক অধিনায়ক সলমন আলি আঘা, নেটদুনিয়ায় ভাইরাল একটি পোস্টে দাবি করা হয়েছে তেমনটাই। পাকিস্তান বনাম আফগানিস্তান (PAK vs AFG) ম্যাচের একটি ক্লিপিং ঘুরছে ট্যুইটারে। সেখানে দেখা গিয়েছে যে টসের পর হ্যান্ডশেক করতে চেয়ে হাত বাড়িয়ে দিচ্ছেন সলমন। তাঁর দিকে হাত বাড়ান আফগান অধিনায়ক রশিদ’ও (Rashid Khan)। কিন্তু প্রতিপক্ষ নেতার হাত স্পর্শ না করে তাঁর হাতে একটি মাইক ধরিয়ে ডাগ-আউটে ফিরে যান তিনি।। হতভম্ব হয়ে কয়েক মুহূর্ত তাকিয়ে ছিলেন সলমন। ‘ওদের সাথে দেখছি কেউই হাত মেলাতে চায় না,’ কমেন্ট বক্সে লিখেছেন এক ক্রিকেটপ্রেমী। ‘সব জায়গাতেই প্রত্যাখ্যাত হওয়া স্বভাব,’ মন্তব্য আরেকজনের। ‘হ্যান্ডশেক সৌজন্যের অংশ, নিয়ম নয়,’ লিখেছেন অন্য এক নেটনাগরিক।

দেখুন সেই ভিডিও-

Also Read: Asia Cup 2025: ম্যাচ চলাকালীন আম্পায়ারের মাথায় লাগলো বল, হলেন হাসপাতালে ভর্তি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *