Asia Cup 2025: আশা জাগিয়ে এশিয়া কাপ (Asia Cup 2025) অভিযান শুরু করেছিলো শ্রীলঙ্কা। গ্রুপ-বি’তে সবক’টি ম্যাচ জিতেছিলো তারা। লঙ্কানদের এশিয়ার ‘দ্বিতীয় সেরা’ তকমাও দিয়েছিলেন বিশেষজ্ঞদের মধ্যে অনেকে। কিন্তু সুপার ফোর পর্বে রীতিমত মুখ থুবড়ে পড়েছেন চরিথ আসালঙ্কা (Charith Asalanka), ওয়ানিন্দু হাসারাঙ্গারা। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচটিতে ৮ রনের ব্যবধানে হারেন তাঁরা। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধেও ৫ উইকেটে হেরে এশিয়া কাপ (Asia Cup 2025) থেকে ছিটকে যায় শ্রীলঙ্কা। শুক্রবারে ভারতের বিরুদ্ধে (IND vs SL) লঙ্কানদের ম্যাচটি খাতায় কলমে শুধুই নিয়মরক্ষার। তবুও টুর্নামেন্টকে বিদায় জানানোর আগে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে জ্বলে ওঠার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন ওয়েলালাগে, নিশাঙ্কারা। দুবাইতে দুষ্মন্ত চামিরার বদলে চামিকা করুণারত্নেকে সুযোগ দিতে পারেন কোচ জয়সূর্য। তাঁর ব্যাটিং দক্ষতা বাড়তি গভীরতা যোগ করতে পারে শ্রীলঙ্কার একাদশে।
Read More: সমীকরণ স্পষ্ট! ভারতের বিরুদ্ধে হেরেও ফাইনাল খেলবে বাংলাদেশ !!
Asia Cup 2025, ম্যাচের সময়সূচি-
ভারত (IND) বনাম শ্রীলঙ্কা (SL)
ম্যাচ নং- ১৮
তারিখ- ২৬/০৯/২০২৫
ভেন্যু- দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
সময়- রাত ৮টা (ভারতীয় সময়)
Dubai International Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সুপার ফোর পর্বের শেষ ম্যাচে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা (IND vs SL Match Update)। চলতি এশিয়া কাপে (Asia Cup 2025) এই মাঠে যে কয়টি ম্যাচ হয়েছে তার মধ্যে অধিকাংশতেই স্পিন সহায়ক, মন্থর বাইশ গজ চোখে পড়েছে। শুক্রবারও তেমনটাই হতে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের। মাঝের ওভারগুলিতে কার্যকরী ভূমিকা নিতে পারেন স্পিন বোলাররা। দুবাইতে প্রথম ইনিংসের গড় স্কোর ১৪০ আর দ্বিতীয় ইনিংসের গড় স্কোর ১২৩। পরিসংখ্যান বলছে যে এখানে ইতিমধ্যে আয়োজিত ১১৮টি ম্যাচের মধ্যে প্রথম ব্যাটিং করতে নামা দল জিতেছে ৫৪ বার। আর ৬৩টি জয় পেয়েছে রান তাড়া করতে নামা দল। ১টি ম্যাচ থেকেছে অমীমাংসিত। টসজয়ী অধিনায়ক শুক্রবার প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারেন।
IND vs SL, হেড টু হেড পরিসংখ্যান-

- মোট ম্যাচ- ৩১
- ভারতের জয়- ২১
- শ্রীলঙ্কার জয়- ০৯
- অমীমাংসিত- ০১
- শেষ সাক্ষাতে ফলাফল- ভারত সুপার ওভারে জয়ী
Key Players (সম্ভাব্য তারকা)-
ওয়ানিন্দু হাসারাঙ্গা-
শ্রীলঙ্কার তুরুপের তাস নিঃসন্দেহে ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga)। রহস্য স্পিনে প্রতিপক্ষের ব্যাটারদের ধাঁধায় ফেলতে সিদ্ধহস্ত তিনি। হাসারাঙ্গার উপরেই ভার থাকবে ভারতের মিডল অর্ডারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার। পাশাপাশি ব্যাট হাতে তাঁর দক্ষতাও বাড়তি সুবিধা এনে দিতে পারে লঙ্কানদের। লোয়ার অর্ডারে ঝোড়ো ইনিংস খেলতে পারেন তিনি।
কুশল পেরেরা-
ধুন্ধুমার ব্যাটিং-এর জন্য সুখ্যাতি রয়েছে কুশল মেন্ডিসের (Kusal Mendis)। ওপেন করতে নেমে পাওয়ার-প্লে’র সদ্ব্যবহার করতে পারেন তিনি। এবারের এশিয়া কাপে নতুন বল হাতে ভারতের জার্সিতে দেখা যাচ্ছে হার্দিক পান্ডিয়া ও জসপ্রীত বুমরাহকে। আহামরি ছন্দে নেই দু’জনেই। টিম ইন্ডিয়ার (Team India) সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে প্রথম ছয় ওভারেই লঙ্কানদের শক্ত ভিতের উপর দাঁড় করাতে পারেন তিনি।
পাথুম নিশাঙ্কা-
শ্রীলঙ্কার ‘মিস্টার ডিপেন্ডেব্ল’ বলা যেতে পারে পাথুম নিশাঙ্কাকে। পরিস্থিতি যাই হোক না কেন, ক্রিজে প্রতিরোধের পাহাড় প্রায়শই গড়ে তুলতে দেখা যায় নিশাঙ্কাকে (Pathum Nissanka)। এবারের এশিয়া কাপেও (Asia Cup 2025) ছন্দে রয়েছেন তিনি। বাংলাদেশ ও হং কং-এর বিরুদ্ধে করেছেন জোড়া অর্ধশতক। আরও একটা বড় ইনিংস খেলেই টুর্নামেন্টকে বিদায় জানাতে চাইবেন তিনি।
সম্ভাব্য একাদশ-

ওপেনার- পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস
মিডল অর্ডার- কামিল মিশারা, কুশল পেরেরা, চরিথ আসালঙ্কা
ফিনিশার- দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস
বোলার- চামিকা করুণারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, মাহিশ তীক্ষণা
উইকেটরক্ষক- কুশল মেন্ডিস
এক নজরে শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ-
পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিল মিশারা, কুশল পেরেরা, চরিথ আসালঙ্কা, দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, চামিকা করুণারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, মাহিশ তীক্ষণা।