Asia Cup 2025: এশিয়া কাপের সুপার ফোর পর্বে পাকিস্তান ও বাংলাদেশকে পরপর দুই ম্যাচে হারিয়ে ইতিমধ্যেই ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত (Team India)। শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচ খাতায়-কলমে তাদের কাছে শুধুই নিয়মরক্ষার। কিন্তু জয়ের ধারাবাহিকতা যে কোনো মূল্যে বজায় রাখাই লক্ষ্য সূর্যকুমার (Suryakumar Yadav) বাহিনীর। আজ তাদের ব্যাটিংয়েও দেখা গেলো সেই প্রত্যয়। টসে জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলো শ্রীলঙ্কা। শুভমান দ্রুত ফিরলেও ফের জ্বলে উঠলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। টানা তৃতীয় অর্ধশতক করলেন টি-২০ র্যাঙ্কিং-এর শীর্ষে থাকা ব্যাটার। সূর্য, হার্দিকরা রান না পেলেও আজ অনবদ্য ইনিংস তিলক বর্মা’র। হায়দ্রাবাদের বাম হাতিও খেললেন দাপুটে ইনিংস। পাঁচ নম্বরে নেমেছিলেন সঞ্জু স্যামসন। সপ্রতিভ লাগলো তাঁকেও। শেষমেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২০২ তুলে থামলো ‘মেন ইন ব্লু।’
Read More: Asia Cup 2025 IND vs PAK Final: আতসকাঁচের নীচে সূর্যের ফর্ম, শিবমকে নিয়েও রয়েছে চিন্তা, ফাইনালের একাদশে চমক টিম ইন্ডিয়ার !!
লঙ্কানদের বিরুদ্ধেও জারি অভিষেক ঝড়-

অভিষেক শর্মা’র (Abhishek Sharma) তাণ্ডব অব্যাহত। সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে করেছিলেন ৭৪। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে তিনি করেন ৭৫। আজ লঙ্কানদের বিরুদ্ধেও ধুন্ধুমার ইনিংস খেললেন বাম হাতি ওপেনার। শুভমান গিল ফিরেছিলেন শুরুতেই। কিন্তু তাঁর ব্যর্থতা ঢেকে দিলেন ‘বন্ধু’ অভিষেকই। ফের একবার চার-ছক্কার ফোয়ারা দেখা গেলো তাঁর ব্যাটে। টুর্নামেন্টে টানা তৃতীয় অর্ধশতকটি করলেন তিনি। চরিথ আসালঙ্কার বলে উইকেট খোয়ানোর আগে করলেন ৩১ বলে ৬১। তবে ফাইনালের আগে কোচ গম্ভীরের চিন্তা বাড়ালো সূর্যকুমার যাদবের (SuryakumarYadav) ফর্ম। গত দুই ম্যাচে তিনি করেছিলেন যথাক্রমে শূন্য ও তিন। আজও সাফল্য পেলেন না ভারত অধিনায়ক। ১৩ বলে ১২ করেই হাসারাঙ্গার বলে লেগ বিফোর হন তিনি। ব্যর্থ হার্দিক পান্ডিয়াও। ৩ বলে ২-এর বেশী এগোতে পারেন নি তিনি।
ভারতীয় মিডল অর্ডারের হাল ধরতে দেখা গেলো তিলক বর্মা’কে (Tilak Varma)। হাসারাঙ্গা, তীক্ষণাদের অনায়াস দক্ষতায় সামলালেন হায়দ্রাবাদের তরুণ। মাঝের ওভারগুলোতে এক প্রান্তে যখন পরপর উইকেট পড়ছে, তখন স্কোরবোর্ডকে সচল রাখার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছিলেন তিনি। অপরাজিত রইলেন ৪৯ করে। ৩৪ বলে ইনিংস তিলক আজ সাজিয়েছেন ৪টি বাউন্ডারি ও ১ ছক্কায়। পাঁচে নেমেছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। কার্যকরী ভূমিকা নিতে দেখা গেলো তাঁকেও। গত দুই ম্যাচের ব্যর্থতা কাটিয়ে উঠে ২৩ বলে ৩৯ করেন কেরলের উইকেটরক্ষক-ব্যাটার। বাংলাদেশের বিপক্ষে মন্থর ব্যাটিং করে ‘ভিলেন’ হয়েছিলেন অক্ষর (Axar Patel)। আজও শুরুতে নড়বড়েই দেখাচ্ছিলো তাঁকে। কিন্তু শেষ বলে ছক্কা মেরে দলকে ২০০ পার করান তিনি। অপরাজিত থাকেন ১৫ বলে ২১ রান করে।
আফগানদের রেকর্ড ভাঙলো ভারত-

ভারতের বিরুদ্ধে বেশ ম্রিয়মানই দেখালো শ্রীলঙ্কার বোলারদের। পেসার নুয়ান তুষারা ৪ ওভারে ১০.৮০ ইকোনমি রেটে বিলিয়েছেন ৪৩ রান। তীক্ষণা, হাসারাঙ্গা, দুষ্মন্ত চামিরাদের ইকোনমি’ও প্রায় ১০ ছুঁইছুঁই। একটি করেই উইকেটই পেয়েছেন তাঁরা। দাসুন শানাকা ও চরিথ আসালঙ্কা ১টি করে উইকেট পেয়েছেন ঠিকই, কিন্তু অকাতরে রান বিলিয়েছেন তাঁরাও। এবারের এশিয়া কাপে (Asia Cup 2025) অধিকাংশ ম্যাচেই দেখা গিয়েছে মন্থর, স্পিন সহায়ক পিচ। বড় শট খেলতে সমস্যায় পড়েছেন ব্যাটাররা। ফলে স্কোরবোর্ডে বড় রান বিশেষ উঠতে দেখা যায় নি। এতদিন হং কং-এর বিরুদ্ধে আফগানিস্তানের করা ১৮৮’ই ছিলো টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোর। আজ সেই রেকর্ড ভেঙে দিলো টিম ইন্ডিয়া (Team India)। দুবাইয়ের মাঠে ১৯৪’র বেশী রান তাড়া করে জেতেন নি কোনো দল। শ্রীলঙ্কা পারবে আজ ইতিহাস গড়তে? নজর রয়েছে ক্রিকেটদুনিয়ার।