চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL)। ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই আয়োজিত এই টি-২০ ফ্র্যাঞ্চাইজি লীগ ঘিরে উৎসাহ-উদ্দীপনা রয়েছে গোটা দুনিয়ায়। আট থেকে আশি প্রত্যেকেই রোজ দুপুরে বা সন্ধ্যেয় চোখ রাখছেন টিভি বা মোবাইলের পর্দায় ধুন্ধুমার ক্রিকেট দেখার আশায়। প্রতিযোগিতার দশ দল তাঁদের নিরাশ করে নি এখনও। লীগ পর্বের প্রায় মাঝামাঝি পর্যায়ে চলে এসেছে আইপিএল (IPL)। […]
আকাশ দীপ (Akash Deep)
আকাশ দীপ (Akash Deep)
বর্তমানে ভারতীয় ক্রিকেটের উঠতি তারকাদের মধ্যে প্রথম সারিতেই থাকবেন আকাশ দীপ। তাঁর জন্ম বিহারের সাসারাম অঞ্চলে। আকাশের পিতা রামজি সিং, মা লাড্ডুমা দেবী। তাঁর দুই বোন রয়েছে। (Akash Deep Personal Informantion)। আকাশ দীপের বাবা ছিলেন একটি সরকারী বিদ্যালয়ের শিক্ষক। তিনি চেয়েছিলেন ক্রিকেট নয়, বরং পঠনপাঠনে মন দিন আকাশ। সরকারী করুক পুত্র, আশা ছিলো পিতার। কিন্তু ক্রিকেটপ্রেমী আকাশ বাইশ গজকেই বেছে নেন। বিহার ক্রিকেট সংস্থা নির্বাসনের মুখে পড়ার পর সমস্যায় পড়েছিলেন তিনি। এক পরিচিতের নির্দেশে চলে আসেন পশ্চিমবঙ্গের দুর্গাপুরে। সেখানেই ক্রিকেটসাধনা শুরু করেন তিনি। পিতার মৃত্যুর পর অর্থাভাব মেটাতে খেলতেন টেনিস বল ক্রিকেট।
২০১০ সালে সিএবি’র প্রথম ডিভিশনের ক্লাব ইউনাইটেড ক্লাবে যোগ দেন আকাশ দীপ (Akash Deep)। কেরিয়ারের শুরুতে ব্যাটার হলেও ধীরে ধীরে ফাস্ট বোলিং-কে বেছে নেন তিনি। প্রথম ডিভিশন ক্রিকেট খেলার সময়ই বাংলা ক্রিকেটের কিংবদন্তি পেসার রণদেব বোসের (Ranadeb Bose) সান্নিধ্য পান আকাশ। ভিশন ২০২০ প্রকল্পের অংশ হন তিনি। এক বছরের মধ্যেই ডাক পান বাংলার অনুর্দ্ধ-২৩ দলে। এরপর পিঠের চোটে কেরিয়ার অনিশ্চিত হয়ে পড়েছিলো তাঁর। সেই সময় পাশে দাঁড়ান বাংলা ক্রিকেটের আরেক নক্ষত্র সৌরাশিষ লাহিড়ী। চোট সারিয়ে ২০১৯ সালের মার্চ মাসে বাংলার হয়ে টি-২০ অভিষেক করেন তিনি। এরপর ঐ একই বছরে সেপ্টেম্বর ও ডিসেম্বরে খেলেন লিস্ট-এ ও প্রথম শ্রেণির ক্রিকেট (Akash Deep Debut)।
বাংলায় আকাশ দীপ-এর বায়োগ্রাফি (Akash Deep Biography In Bengali)-
সম্পূর্ণ নাম | আকাশ দীপ |
ডাকনাম | আকাশ |
জন্মস্থান | বাড্ডি, সাসারাম, বিহার |
জন্মতারিখ | ১৫ ডিসেম্বর ১৯৯৬ |
উচ্চতা | ৬ ফিট ১ ইঞ্চি (১৮৫ সেন্টিমিটার) |
চোখের মণির রং | কালো |
জাতীয় দল | ভারত |
আইপিএল দল | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু |
জার্সি নম্বর | ৪১ (জাতীয় দল), ১১ (আইপিএল) |
ব্যাটিং-এর ধরণ | ডান হাতি ব্যাটার |
বোলিং-এর ধরণ | ডান হাতি বোলার |
ক্রিকেটীয় ভূমিকা | ফাস্ট বোলার |
স্ত্রী/ বান্ধবী-র নাম | — |
সন্তানের নাম | — |
রাশিচিহ্ন | ধনু |
শখ | সাঁতার |
পঠনপাঠন | দেহরি স্কুল |
ইন্সটাগ্রাম প্রোফাইল | @akash.deep969 |
ফেসবুক প্রোফাইল | @akashd734 |
ট্যুইটার (X) হ্যান্ডেল | @akashd734 |
আকাশ দীপ-এর আন্তর্জাতিক অভিষেক (Akash Deep International Debut in Bengali)-
ফর্ম্যাট | তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু |
টেস্ট | ২৩/০২/২০২৪ | ইংল্যান্ড | রাঁচী |
ওয়ান ডে | — | — | — |
টি-২০ | — | — | — |
আকাশ দীপ-এর কেরিয়ার পরিসংখ্যান (Akash Deep Career Stats in Bengali)-
ফর্ম্যাট | ম্যাচ | উইকেট | সর্বোচ্চ | বোলিং গড় | ইকোনমি রেট | ইনিংস ৫ উইকেট | ইনিংসে ১০ উইকেট | রান |
Test | ০১ | ০১ | ৩/৮৩ | ২৭.৬৬ | ৪.৩৬ | ০০ | ০০ | ০৯ |
ODI | — | — | — | — | — | — | — | — |
T20i | — | — | — | — | — | — | — | — |
FC | ৩১ | ১০৭ | ৬/৬০ | ২৩.৭০ | ৩.০৬ | ০৪ | ০১ | ৪৩২ |
IPL | ০৮ | ০৭ | ৩/৪৫ | ৪৫.৫৭ | ১১.৬৭ | ০০ | ০০ | ১৯ |
List-A | ২৮ | ৪২ | ৩/৬ | ২৪.৫০ | ৪.৮২ | ০০ | ০০ | ১৪০ |
T20 | ৪২ | ৪৯ | ৪/৩৫ | ২৩.৪৬ | ৭.৭১ | ০০ | ০০ | ৭৮ |
যে দলগুলির হয়ে খেলেছেন আকাশ দীপ (Akash Deep Teams in Benagli)-
ভারত, ভারত-এ, বাংলা, অবশিষ্ট ভারত, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
আকাশ দীপ রেকর্ড ও কৃতিত্বসমূহ (Akash Deep Records in Bengali)-
- অভিষেক টেস্টে প্রথম স্পেলেই তিন উইকেট তুলে নিয়েছিলেন আকাশ দীপ। তাঁর প্রথম শিকার ছিলেন ইংল্যান্ড ওপেনার বেন ডাকেট।
আকাশ দীপ নেট ওয়ার্থ (Akash Deep Net Worth in Bengali)-
- আইপিএল ২০২৪- ২০ লক্ষ টাকা
- মোট নেট ওয়ার্থ- ৫২.৭৫ লক্ষ টাকা
আকাশ দীপ গাড়িসমূহ (Akash Deep Car Collection in Bengali)-
ব্র্যান্ড ও মডেল | মূল্য (ভারতীয় টাকায়) |
টয়োটা ফরচুনার | ৩৫ লক্ষ টাকা |
বিএমডব্লু এক্স ৩ | ৬০ লক্ষ টাকা |
আকাশ দীপ সম্পর্কীত কিছু প্রশ্নাবলী (Akash Deep FAQs In Bengali)-
২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে রাঁচী টেস্টে আকাশ দীপ অভিষেক করেন।
জন্ম বিহারে হলেও আকাশ দীপ ঘরোয়া ক্রিকেট খেলেন বাংলার হয়ে।
আকাশ দীপের বয়স ২৭ বছর।
আকাশ দীপ বর্তমানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের হয়ে আইপিএল খেলেন।
আকাশ দীপের প্রথম শিকার ইংল্যান্ডের বেন ডাকেট।