WI vs IND: রাত পোহালেই বাইশ গজের লড়াইতে দেখা যাবে ভারতীয় দলকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খড়কুটোর মত উড়ে গিয়েছিলো ‘টিম ইন্ডিয়া।’ হারতে হয়েছিলো ২০৯ রানে। তারপর এক মাসের বিরতি পেয়েছিলো দল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টের ময়দানেই কামব্যাক করতে দেখা যাবে তাদের। বুধবার থেকে উইন্ডিজের বিরুদ্ধে ভারতের লাল বলের লড়াই চলবে ডোমিনিকার উইন্ডসর পার্কে। ২০১১ সালে শেষবার যখন এখানে খেলেছিলো ‘মেন ইন ব্লু’, তখন জয় নিয়ে মাঠ ছাড়তে পারে নি তারা। সেই স্মৃতি মন থেকে মুছে এবার সাফল্যের শীর্ষবিন্দু স্পর্শ করতে চাইবে রোহিতবাহিনী। ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটা জয় দিয়ে করে আরও একটা টেস্ট বিশ্বখেতাব ফাইনালের দিকে আগুয়ান হওয়াই এখন লক্ষ্য।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যে টেস্ট দল ঘোষণা করেছে ভারত (Team India), তাতে বেশ কিছু রদবদল চোখে পড়েছে। বাদ পড়েছেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara), বাদের খাতায় নাম লিখিয়েছেন উমেশ যাদবও (Umesh Yadav)। বিশ্রাম দেওয়া হয়েছে মহম্মদ শামিকে। নতুন মুখদের লাল বলের ফর্ম্যাটে জায়গা দেওয়ার পথে হাঁটতে দেখা গিয়েছে ভারতীয় দলকে। তরুণ যশস্বী জয়সওয়াল (Yashavi Jaiswal), ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) প্রথমবারের জন্য টেস্টের দলে জায়গা পেয়েছেন। সুযোগ এসেছে বাংলার পেসার মুকেশ কুমারের (Mukesh Kumar) কাছেও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর রোহিত শর্মার নেতৃত্ব নিয়ে সমালোচনার ঝড় বইলেও আপাতত অধিনায়ক হিসেবে তাঁর উপরেই আস্থা রেখেছে বিসিসিআই। ঘরে-বাইরে সমালোচনার চাপকে অবশ্য বিশেষ গুরুত্ব দিচ্ছেন না হিটম্যান। অনুশীলনে তাঁকে বেশ ফুরফুরেই মনে হলো। অজিঙ্কা রাহানের সাংবাদিক সম্মেলন রীতিমত হাইজ্যাক করতে দেখতে গেলো তাঁকে।
Read More: WI vs IND: এই তিন কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফের ‘বিরাট’ পারফরমেন্স করে দেখাবেন কোহলি !!
ভারতীয় ব্যাটারদের বড় পরীক্ষা ওয়েস্ট ইন্ডিজে-
রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে-টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপে তারকার ছড়াছড়ি। তবে নক্ষত্রখচিত ব্যাটিং নিয়েও বারবার বিদেশের মাটিতে ব্যাটিং ব্যর্থতার শিকার হয়েছে তারা। পরিসংখ্যানের দিকে চোখ রাখলেই বোঝা যাবে ‘মেন ইন ব্লু’ ব্যাটারদের সময়টা বিশেষ ভালো যাচ্ছে না। অস্বট্রেলিয়ার স্টিভ স্মিথ, উসমান খোয়াজা বা ইংল্যান্ডের জো রুট, হ্যারি ব্রুকরা যেখানে ৫৫ বা ৬০-এর কাছে ব্যাটিং গড় বজায় রেখেছেন গত দুই-তিন বছরে, সেখানে ভারতের হয়ে গত দুই মরসুমে সর্বোচ্চ গড় অধিনায়ক রোহিতের (Rohit Sharma) ৪৩.২। এরপর রয়েছেন শুভমান (Shubman Gill)। তাঁর ব্যাটিং গড় ৩৩ এর কাছে। বিরাট কোহলি (Virat Kohli) এবং চেতেশ্বর পূজারার ক্ষেত্রে সংখ্যাটা ২৯-এর আশেপাশে। ক্রমাগত ব্যাট হাতে ব্যর্থ হওয়াই সাম্প্রতিক অতীতে ভারতের টানা দুই টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনাল হারের অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ব্যাটিং-এর পাশাপাশি বড় উইন্ডিজ বনাম ভারত (WI vs IND) সিরিজে চ্যালেঞ্জের মুখে ‘টিম ইন্ডিয়া’র বোলিং’ও। কেনিংটন ওভালে রবিচন্দ্রণ অশ্বিনকে বাদ দিয়ে চার পেসার খেলিয়েছিলো ভারত। কিন্তু সম্ভবত ডোমিনিকায় সেই স্ট্র্যাটেজি নিচ্ছেন না কোচ দ্রাবিড় (Rahul Dravid)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬০ টেস্ট উইকেট রয়েছে অশ্বিনের (Ravichandran Ashwin)। ব্যাট হাতে রয়েছে চারটি শতরান। পরিসংখ্যান বিচার করে তাঁকে ফেরানো হতে পারে প্রথম একাদশে। থাকছেন জাদেজাও। মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও শার্দুল ঠাকুরের (Shardul Thakur) সাথে তৃতীয় পেসার কে হবেন নজর থাকবে সেই দিকে। জয়দেব উনাদকাট (Jaydev Unadkat) এবং নভদীপ সাইনি (Navdeep Saini) মাত্র দুটি করে টেস্ট খেলেছেন। মুকেশ কুমার (Mukesh Kumar) এখনও ভারতের জার্সি গায়ে চাপান নি। এই ত্রয়ীর মধ্যে থেকেই একজনকে বাছতে হবে দ্রাবিড়কে।
রাহানেকে প্রশ্ন ‘সাংবাদিক’ রোহিত শর্মার-
উইন্ডিজ বনাম ভারত (WI vs IND) সিরিজ শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। শেষ মুহূর্তের অনুশীলনে ফাঁকফোকরগুলি ভরাট করার চেষ্টায় ভারতীয় দল। এর মধ্যে মাঠেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রত্যাবর্তনের এক রূপকথা লিখেছেন তিনি। ১৬ মাস পর দীর্ঘতম ফর্ম্যাটে ‘মেন ইন ব্লু’র জার্সি গায়ে চাপিয়ে দলকে লজ্জার হাত থেকে রক্ষা করেছিলেন রাহানেই। প্রথম ইনিংসে করেন ৮৯ রান। দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছিলো ৪৬। উইন্ডিজ সিরিজে সহ-অধিনায়কের পদ ফিরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। পাঁচ নম্বরে ব্যাট করতে নামবেন তিনি। সাংবাদিক সম্মেলন প্রায় যখন শেষের পথে তখন জাতীয় দলের অধিনায়ক নন, বরং একজন সাংবাদিকের ভূমিকা নিয়ে রাহানের উদ্দেশ্যে প্রশ্নবাণ ছুঁড়ে দেন রোহিত (Rohit Sharma)।
এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে রাহানেকে (Ajinkya Rahane) বলতে শোনা যায়, “আমি এখনও তরুণ।” উত্তর শুনে হেসে গড়িয়ে পড়েন রোহিত (Rohit Sharma)। তারপরেই সহ-অধিনায়কের উদ্দেশ্যে অধিনায়ক প্রশ্ন করেন, “তুমি ওয়েস্ট ইন্ডিজ অনেকবার এসেছো, এই উইকেটে অনেক খেলেছো, অনেক রানও করেছো, নতুন যারা দলে এসেছে তাদের উদ্দেশ্যে কি পরামর্শ দেবে?” রোহিতের প্রশ্ন মন দিয়ে শোনেন রাহানে (Ajinkya Rahane), তারপর বলেন, “আমি একটাই কথা বলতে চাই যে এখানে একজন ব্যাটারের ধৈর্য্য ধরা অত্যন্ত জরুরী।” তারপর রোহিত জিজ্ঞসা করেন, “এখানে পরিবেশ একদম ‘চিলড’, এর মাঝে ক্রিকেটারদের জন্য বিকেল পাঁচটা অবধি ফোকাস ধরে রাখা কতটা জরুরী?” উত্তরে রাহানে বলেন, “যে দেশে এসেছি, তাদের রীতিনীতির প্রভাব তো থাকবেন। তবে খেলার সময় মাঠেই মন দেওয়া দরকার।” এরপর ঝেঁপে বৃষ্টি নামায় মাঝপথেই প্রশ্নোত্তর পর্ব মেটাতে হয় দুই তারকাকে।
দেখে নিন রোহিত-রাহানের প্রশ্নোত্তর পর্ব-
𝘿𝙊 𝙉𝙊𝙏 𝙈𝙄𝙎𝙎!
When #TeamIndia Captain @ImRo45 turned reporter in Vice-Captain @ajinkyarahane88‘s press conference 😎
What do you make of the questions 🤔 #WIvIND pic.twitter.com/VCEbrLfxrq
— BCCI (@BCCI) July 11, 2023