ট্রফি জিতে কান্নায় ভেঙে পড়লেন অন্দ্রে রাসেল, KKR ফ্রাঞ্চাইজিকে নিয়ে দিলেন মস্ত বড় বয়ান !!

পরিসমাপ্তি ঘটেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ২০২৪’এর (IPL 2024)। সানরাইজার্স হায়দ্রাবাদকে ৮ উইকেটে পরাস্ত করে আইপিএলের তৃতীয় খেতাব জয় করলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। কলকাতার এই জয়টি আসলো দীর্ঘ ১০ বছর বাদে। ২০১২ ও ২০১৪ সালে শেষ বারের জন্য চ্যাম্পিয়নশিপ জিতেছিল কলকাতা দল, এরপর ২০২১ সালের আইপিএল ফাইনালে পৌঁছালেও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পরাজিত হতে হয়েছিল […]

আব্দুল সামাদ (Abdul Samad)-

জম্মু-কাশ্মীর থেকে গত কয়েক বছরে ক্রিকেটের মূলস্রোতে জায়গা করে নিয়েছেন আব্দুল সামাদ (Abdul Samad)। কালাকোট গ্রামে জন্ম তাঁর। পিতা মহম্মদ ফারুখ একজন শারীরশিক্ষার শিক্ষক। মা ফরজানা কৌসার গৃহবধূ। তৈযুব নামে এক ভাই’ও রয়েছে আব্দুল সামাদের (Abdul Samad Family Information)। গলি ক্রিকেট থেকে উত্থান তাঁর। ছেলের ক্রিকেট বেছে নেওয়া পছন্দ ছিলো না মা ফরজানা’র। চেয়েছিলেন পড়াশোনাতেই মন দিন আব্দুল। কিন্তু বাবা’র সমর্থন শুরু থেকেই পেয়েছেন তিনি। মহম্মদ ফারুখ নিজেও একজন জাতীয় স্তরের ভলিবল খেলোয়াড় ছিলেন। ফাস্ট বোলিং-ও করতেন একসময়। জম্মুর এম এ স্টেডিয়ামের কোচিং ক্যাম্পে বাবার হাত ধরেই গিয়েছিলেন আব্দুল সামাদ।

ইরফান পাঠানের নজরে (Irfan Pathan) পড়ার পর কেরিয়ারে বদল আসে আব্দুল সামাদের (Abdul Samad Mentor)। ৪০০ জনের মধ্যে মাত্র ৪ জন’কে লিস্ট-এ ও টি-২০ ক্রিকেটের জন্য জম্মু-কাশ্মীর ফলে বেছে নিয়েছিলেন ভারতীয় প্রাক্তনী। তাঁর মধ্যে ছিলেন সামাদ। ১৬ বছরের সামাদের ধুন্ধুমার ব্যাটিং মন কেড়ে নিয়েছিলো ইরফানের। এরপর আর পিছন ফিরে তাকাতে হয় নি তাঁকে। ২০১৯ সালে প্রথমে টি-২০ দিয়ে সিনিয়র ক্রিকেটে অভিষেক হয় তাঁর। ঐ একই বছরে খেলেন লিস্ট-এ ও প্রথম শ্রেণির ক্রিকেট (Abdul Samad Debut)। ২০২০ সালে মেলে আইপিএলে (IPL) সুযোগ। সানরাইজার্স হায়দ্রাবাদ জার্সিতে মাঠে নামেন তিনি। এখনও ‘অরেঞ্জ আর্মি’তেই রয়েছেন সামাদ।

বাংলায় আব্দুল সামাদের বায়োগ্রাফি (Abdul Samad Biography in Bengali)-

সম্পূর্ণ নাম আব্দুল সামাদ ফারুখ
ডাকনাম
জন্মস্থান কালাকোট, জম্মু ও কাশ্মীর
জন্মতারিখ ২৮ অক্টোবর, ২০০১
উচ্চতা ৫ ফিট ১১ ইঞ্চি (১৮০ সেন্টিমিটার)
চোখের মণির রং কালো
জাতীয় দল
আইপিএল দল সানরাইজার্স হায়দ্রাবাদ
জার্সি নম্বর
ব্যাটিং-এর ধরণ ডান হাতি ব্যাটার
বোলিং-এর ধরণ ডান হাতি লেগব্রেক বোলার
ক্রিকেটীয় ভূমিকা ব্যাটিং অলরাউন্ডার
স্ত্রী/ বান্ধবী-র নাম
সন্তানের নাম
রাশিচিহ্ন বৃশ্চিক
শখ গান গাওয়া, ভিডিও গেম খেলা
পঠনপাঠন লরেন্স পাবলিক স্কুল, শারীরিক শিক্ষণ মহাবিদ্যালয়
ইন্সটাগ্রাম প্রোফাইল @abdulsamad
ফেসবুক প্রোফাইল @abdulsamadofficial1
ট্যুইটার (X) হ্যান্ডেল

আব্দুল সামাদের আন্তর্জাতিক অভিষেক (Abdul Samad International Debut)-

ফর্ম্যাট তারিখ প্রতিপক্ষ ভেন্যু
টেস্ট
ওয়ান ডে
টি-২০

যে দলগুলির হয়ে খেলেছেন আব্দুল সামাদ (Abdul Samad Teams)-

জম্মু ও কাশ্মীর, সানরাইজার্স হায়দ্রাবাদ।

আব্দুল সামাদের কেরিয়ার পরিসংখ্যান (Abdul Samad Career Stats in Bengali)-

ফর্ম্যাট ম্যাচ মোট রান সর্বোচ্চ রান ব্যাটিং গড় স্ট্রাইক রেট শতরান অর্ধশতক উইকেট
Test
ODI
T20i
IPL ৪২ ৫২৪ ৩৭ ২০.৯৬ ১৫০.৫৭ ০০ ০০ ০২
FC ২৩ ১২১৭ ১২৮ ৩৯.২৫ ১০০.৬৬ ০৪ ০৬ ০৬
List-A ২৩ ৫৩৮ ৬৮ ২৩.৩৯ ১১৬.৪৫ ০০ ০৬ ০২
T20 ৭৫ ১২৮৬ ৭৬* ২৮.৫৭ ১৪৬.১৫ ০০ ০৪ ০৪

আব্দুল সামাদের রেকর্ড ও কৃতিত্বসমূহ (Abdul Samad Records in Bengali)-

রঞ্জি ট্রফির ইতিহাসে এক মরসুমে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড রয়েছে আব্দুল সামাদের দখলে। তিনি ২০১৯-২০ মরসুমে ৩৬টি ছক্কা হাঁকিয়েছিলেন।

আব্দুল সামাদ নেট ওয়ার্থ (Abdul Samad Net Worth)-

  • আইপিএল ২০২৪- ৪ কোটি
  • রঞ্জি ট্রফি- ৪০০০০ টাকা প্রতি দিন
  • বিজয় হাজারে ট্রফি- ২৫০০০ প্রতি দিন
  • সৈয়দ মুস্তাক আলি ট্রফি- ১৭৫০০ টাকা প্রতি দিন
  • মোট নেট ওয়ার্থ- ৫ কোটি টাকা আনুমানিক

আব্দুল সামাদ সম্পর্কীত প্রশ্নাবলী (Abdul Samad FAQs)-

আব্দুল সামাদ কোন রাজ্য দলের হয়ে খেলেন?

আব্দুল সামাদ জম্মু ও কাশ্মীরের হয়ে খেলেন।

আব্দুল সামাদ কোন আইপিএল দলের হয়ে খেলেন?

আব্দুল সামাদ সানরাইজার্স হায়দ্রাবাদের প্রতিনিধিত্ব করেন।

আব্দুল সামাদের বয়স কত?

বর্তমানে আব্দুল সামাদের বছর ২২ বছর।

আব্দুল সামাদের বাবার নাম কি?

আব্দুল সামাদের বাবার নাম মহম্মদ ফারুখ। তিনি জাতীয় স্তরের ভলিবল খেলোয়াড় ছিলেন।

আব্দুল সামাদের পছন্দের ক্রিকেটতারকা কে?

আব্দুল সামাদের পছন্দের ক্রিকেটতারকা রোহিত শর্মা, বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি।