করাচি: চ্যাম্পিয়নস ট্রফির শুরুতে ভারতের বিরুদ্ধে বড় ব্যবধানে হেরেছিল পাকিস্তান। শেষ পর্যন্ত ফাইনালে উঠেছে পাক দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচ হারলেও দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিরুদ্ধে অলরাউন্ড পারফরম্যান্স করে সেমিফাইনালে উঠেছিল সরফরাজ আহমেদের দল। আর শেষ চারে পাকিস্তানের সামনে দাঁড়াতেই পারেনি টুর্নামেন্টের আয়োজক ও অন্যতম হেভিওয়েট দল ইংল্যান্ড। কিন্তু তাদের ফাইনালে ওঠা নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক আমির সোহেল।

রবিবাসরীয় ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হত্তয়ায় উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। এমন সময়ে পরোক্ষভাবে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ তুলে দিলেন সোহেল। পাকিস্তানি এক চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ৫০ বছর বয়সী প্রাক্তন এই ওপেনার বলেছেন, ফাইনালে ওঠার জন্য অধিনায়ক সরফরাজ ও তার দলের আনন্দ করার কোনও কারণ নেই। বহিরাগত শক্তির প্রভাবে ট্রফির লড়াইয়ে উঠেছে পাকিস্তান।

এখানে দেখুনঃ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ভালো খেলার রহস্য উদঘাটন করে দিলেন নেতা কোহলি
বিরাট কোহলির দলের বিরুদ্ধে ফাইনালে মুখোমুখি হওয়ার দু’দিন আগে পাকিস্তানের পারফরমেন্সকে প্রশ্নের মুখে ফেলে সোহেল বলেন,
“সরফরাজকে একটা কথা বলা দরকার, তোমরা দারুণ কিছুই করনি। তোমাদের ম্যাচ জিততে অন্য কেউ সহায়তা করেছে। তোমার (সরফরাজ) আনন্দিত হওয়ার কোনও কারণ নেই। আমরা সবাই জানি নেপথ্যে কী ঘটেছে। ফাইনালে ওঠার খুশিতে পাকিস্তানের বেশি অানন্দ করা উচিত নয়, কারণ আমরা জানি এই জায়গায় তাদের ‘আনা’ হয়েছে। মাঠের পারফরমেন্স দিয়ে নয়, বহিরাগত শক্তির সাহায্য নিয়ে তাদের ফাইনালে তোলা হয়েছে।”

ইংল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের ফাইনালে ওঠার পিছনে কারণটা কী সেটা গোপনই রাখতে চান সোহেল। তিনি বলেন,
“কে ম্যাচ জিতিয়েছে তা বিস্তারিত জানতে না চাওয়াই ভালো। যদি জিজ্ঞাসা করেন তাহলে বলব ভক্তদের প্রার্থনা ও ঈশ্বরের কৃপায় ম্যাচগুলো জিতেছে তারা। এখন তাদের উচিত ভালো ক্রিকেট খেলার দিকে মন দেওয়া।”
তিনি অারও বলেন,
“ভুল করলে অামরা তার সমালোচনা করবোই। অাবার ঠিক করলে অবশ্যই বাহবা দেব।”
এই সাক্ষাৎকারটি অবশ্য প্রচার হওয়ার পরই ভোল পাল্টেছেন সোহেল। তিনি জানান, ভিডিওটি পাকিস্তান ও ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচের আগে। আর বক্তব্য বিকৃত করার অভিযোগ এনেছেন তিনি। প্রসঙ্গত, টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান। প্রথমে ব্যাট করে ২১১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৭৭ বল হাতে রেখে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পাক ব্রিগেড।

আরোও দেখুনঃ এক ঢিলে দুই পাখি মারলেন সহবাগ; এক টুইটে অপমান করলেন বাংলাদেশ ও পাকিস্তানকে!