গত ২৯শে মে প্রকাশিত হওয়া এক খবরে জানা যায় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং কোচ অনিল কুম্বলের মধ্যে বিরোধ তৈরি হয়েছে। দু’জনের মতে নাকি এখন বিস্তর অমিল ধরা পড়ছে। এমন খবর প্রকাশিত হওয়ার পর মুহূর্তে তা বাতাসে চারিদিকে ছড়িয়ে পড়ে। জুনের ৪ তারিখে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে বার্মিহ্যামে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক এবং কোচের দ্বন্দ্বের খবর চারিদিকে ছড়িয়ে পড়ায় রীতিমতো অস্বস্তি গ্রাস করেছে ভারতীয় শিবিরে। যদিও ভারতীয় শিবিরের তরফ থেকে এমন খবরকে ভিত্তিহীন বলে জানানো হয়েছে। এমনকি এই খবরে ভারতীয় ক্রিকেট দলের বেশ কিছু ক্রিকেটার রীতিমতো হতাশও হয়েছেন। দলের এক সদস্য এ প্রসঙ্গে এদিন বলেন, “বিরাট কোহলি এবং অনিল কুম্বলে একে অপরের সঙ্গে স্বাভাবিকভাবেই আচরণ করছে। যেমন একজন কোচের প্রতি অধিনায়কের আচরণ হয়। এখানে দু’জনের মধ্যে কোনও দ্বন্দ্ব লক্ষ্য করা যাচ্ছে না।”
কুম্বলে এবং কোহলির সংঘাত নিয়ে এবার কড়া মন্তব্য করে বসলেন সৌরভ গঙ্গোপাধ্যায় !
অনিল কুম্বলের সঙ্গে বোর্ডের এক বছরের চুক্তি শীঘ্রই শেষ হবে। কুম্বলেকে আর কোচের পদে না রাখতে চেয়ে ক’দিন আগে ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ নিয়োগের ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করে বিসিসিআই। ভারতীয় শিবির থেকে কোচ এবং অধিনায়কের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই বলে জানানো হয়েছে।
তবে অন্য সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের প্রথম দিকে ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ চলাকালিন কুম্বলের সঙ্গে কোহলির ঝামেলার সূত্রপাত ঘটে। রাঁচি টেস্টে কুম্বলে দলে কুলদীপ যাদবকে রাখতে চেয়েছিলেন। তাতে আপত্তি জানিয়েছিলেন কোহলি। ধর্মশালা টেস্টে চোট পেয়ে কোহলি দলের বাইরে যাওয়ায় কুম্বলের দলে সুযোগ করে দেন কুলদীপ যাদবকে। যেটা পছন্দ হয়নি কোহলির। এটার পাশাপাশি কোচ হিসেবে বোর্ডের কাছে কুম্বলে নিজের বেতন বাড়ানোর তদ্বির করাটাও ভালো চোখে নেননি কোহলি। এই মুহূর্তে বোর্ড চাইছে নতুন কোচের বিজ্ঞপ্তির ভিত্তিতে আবেদন জানিয়ে এগিয়ে আসুক বীরেন্দ্র সেহওয়াগের মতো অভিজ্ঞ ক্রিকেটার। যাতে অনিল কুম্বলের কোচ রূপে ফের জাতীয় দলে ফিরিয়ে আসার সম্ভাবনা কমে যায়। এর ফলে টিম ইন্ডিয়া যাতে নতুন কোচের তত্ত্বাবধানে সামনের শ্রীলঙ্কা সফরে যেতে পারে। পাশাপাশি তাঁরই কোচিংয়ে ভারত ২০১৯ সালের বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারে।
বিরাটদের নতুন কোচের জন্য কী কী দেখবে বিসিসিআই! একনজরে দেখে নিন এখানে……….