MS ধোনির প্রধান অস্ত্র ছিলেন এই খেলোয়াড়, বিরাট-রোহিতের জমানায় হয়েছেন ‘একঘরে’ !!

২০০৭ সালে প্রথমবার ভারতীয় দলের অধিনায়ক হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। ঝাড়খণ্ডের উইকেটরক্ষক-ব্যাটারের হাত ধরে নবজন্ম লাভ করেছিলো দেশের ক্রিকেট। টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জিতিয়ে নেতা হিসেবে প্রথমেই নিজের আলাদা ‘ব্র্যান্ড’ তৈরি করতে সক্ষম হয়েছিলেন তিনি। এরপর ধোনি (MS Dhoni) জমানায় ভারত জিতেছে ওডিআই বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিও (Champions Trophy)। একমাত্র অধিনায়ক হিসেবে […]

যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)-

লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ভারতের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার। ক্রিকেট মাঠের পারফর্ম্যান্স তাঁকে জায়গা করে দিয়েছে বিশ্বসেরাদের তালিকায়। কবজির মোচড়ে বলকে প্রতিপক্ষ ব্যাটারের ত্রাসে পরিণত করতে তিনি সিদ্ধহস্ত। ওয়ান ডে হোক বা টি-২০, সাদা বলের দুই ফর্ম্যাটেই সমান সাবলীল তিনি। হরিয়ানার জিন্দে এক হিন্দু পরিবারে জন্ম যুজবেন্দ্র চাহালের। তাঁর বাবা কে কে চাহাল ছিলেন একজন আইনজীবী। মা সুনীতা দেবী ছিলেন একজন গৃহবধূ। তাঁর দুই বোন রয়েছে (Yuzvendra Chahal Family Information) অল্প বয়স থেকেই ক্রিকেটের পাশাপাশি দাবা খেলার দিকেও ঝোঁক ছিলো যুজবেন্দ্র চাহালের। শেষমেশ অবশ্য চৌষট্টি খোপ ছেড়ে বাইশ গজের দুনিয়াকেই আপন করে নেন তিনি। অশ্বিনী কুমারের তত্ত্বাবধানে ক্রিকেটের পাঠ শুরু করেছিলেন চাহাল।

২০০৯ সালের নভেম্বর মাসে ইন্দোরের মাঠে রঞ্জি ট্রফিতে অভিষেক হয় যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal)। হরিয়ানার ক্রিকেট প্রথম মাঠে নেমেছিলেন মধ্যপ্রদেশের বিরুদ্ধে। ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে লিস্ট-এ ক্রিকেটে পথচলা শুরু হয়েছিলো তাঁর। প্রথম ম্যাচ ছিলো পাঞ্জাবের বিপক্ষে। ২০০৯ সালে ঘরোয়া টি-২০ অভিষেকেও তাঁর প্রতিপক্ষ ছিলো পাঞ্জাব’ই। (Yuzvendra Chahal Debut) ২০১৬ সালে জিম্বাবুয়ে সফরে ভারতীয় দলের হয়ে টি-২০ অভিষেক হয় তাঁর। এরপর আন্তর্জাতিক ক্রিকেট হোক বা আইপিএল, সব জায়গাতেই নিয়মিত হয়ে ওঠেন চাহাল। ক্রিকেটের বাইশ গজের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তুমুল জনপ্রিয় হরিয়ানার ক্রিকেটার। নৃত্যশিল্পী ও কন্টেন্ট ক্রিয়েটর ধনশ্রী ভার্মার (Yuzvendra Chahal Wife) সাথে সাত পাকে বাঁধা পড়েছিলেন তিনি।

বাংলায় যুজবেন্দ্র চাহালের বায়োগ্রাফি (Yuzvendra Chahal Biography)-

সম্পূর্ণ নাম যুজবেন্দ্র সিং চাহাল
ডাকনাম ইউজি
জন্মস্থান জিন্দ, হরিয়ানা
জন্মতারিখ ২৩ জুলাই, ১৯৯০
উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি (১৬৮ সেন্টিমিটার)
চোখের মণির রং কালো
জাতীয় দল ভারত
আইপিএল দল রাজস্থান রয়্যালস
জার্সি নম্বর
ব্যাটিং-এর ধরণ ডান হাতি ব্যাটার
বোলিং-এর ধরণ ডান হাতি বোলার
ক্রিকেটীয় ভূমিকা ডান হাতি লেগস্পিনার
স্ত্রী -র নাম ধনশ্রী ভার্মা
সন্তানের নাম
রাশিচিহ্ন সিংহ
শখ দাবা খেলা, ভ্রমণ
পঠনপাঠন ডিএভি পাবলিক স্কুল, জিন্দ
ইন্সটাগ্রাম প্রোফাইল @yuzi_chahal23
ফেসবুক প্রোফাইল @Yuzvendra Singh Chahal
ট্যুইটার (X) হ্যান্ডেল @yuzi_chahal

যুজবেন্দ্র চাহাল আন্তর্জাতিক অভিষেক (Yuzvendra Chahal International Debut)-

ফর্ম্যাট তারিখ প্রতিপক্ষ ভেন্যু
টেস্ট
ওয়ান ডে ১১/০৬/২০১৬ জিম্বাবুয়ে হারারে
টি-২০ ১৮/০৬/২০১৬ জিম্বাবুয়ে হারারে

যুজবেন্দ্র চাহাল যে দলগুলির হয়ে মাঠে নেমেছেন (Yuzvendra Chahal Teams)-

ভারত, ভারত-এ, নর্থ জোন, হরিয়ানা, মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস

যুজবেন্দ্র চাহালের কেরিয়ার পরিসংখ্যান (Yuzvendra Chahal Career Stats in Bengali)-

ফর্ম্যাট ম্যাচ উইকেট বোলিং গড় ইকোনমি রেট সেরা বোলিং ইনিংসে ৫ উইকেট মোট রান
Test
ODI ৭২ ১২১ ২৭.১৩ ৫.২৬ ৬/৪২ ০২ ৭৭
T20i ৮০ ৯৬ ২৫.০৯ ৮.১৯ ৬/২৫ ০১ ০৬
IPL ১৫৩ ২০০ ২১.৬১ ৭.৭৩ ৫/৪০ ০১ ৩৭
FC ৩৫ ৯৬ ৩৪.৫১ ৩.০৬ ৬/৪৪ ০৩ ৩৪৫
List-A ১৩৭ ২১৪ ২৫.৪২ ৪.৮৪ ৬/২৪ ০৭ ৩০০
T20 ২৯৮ ৩৪৯ ২৩.২৮ ৭.৬৪ ৬/২৫ ০২ ৭৯

যুজবেন্দ্র চাহালের রেকর্ড ও কৃতিত্বসমূহ (Yuzvendra Chahal Records in Bengali)-

  • প্রথম ভারতীয় বোলার হিসেবে একটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ছয় উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে যুজবেন্দ্র চাহালের।
  • যুজবেন্দ্র চাহাল আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম খেলোয়াড় যিনি কনকাশন সাবস্টিটিউট হিসেবে মাঠে নেমে ম্যাচের সেরার পুরষ্কার জিতে নিয়েছিলেন। ২০২০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি রবীন্দ্র জাদেজার বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। (Yuzvendra Chahal Achievemetns)
  • আইপিএলের ইতিহাসে যুজবেন্দ্র চাহাল সফলতম বোলার। ১৫৩ ম্যাচে তিনি নিয়েছেন ২০০ উইকেট। পিছনে ফেলেছেন ডোয়েন ব্র্যাভো, পীয়ূষ চাওলাদের।
  • ২০২২ সালে তিনি আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারীর বেগুনি টুপি জিতেছিলেন রাজস্থান রয়্যালস জার্সিতে।
  • আন্তর্জাতিক টি-২০তে একমাত্র বোলার হিসেবে পরপর দুটি ইনিংসে ৪টি করে উইকেট পাওয়ার নজির রয়েছে যুজবেন্দ্র চাহালের।

যে সকল বিতর্কে জড়িয়েছেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal Controversies in Bengali)-

২০২২ সালে এক সাক্ষাৎকারে যুজবেন্দ্র চাহাল দাবী করেন যে মুম্বই ইন্ডিয়ান্সে থাকাকালীন এক মদ্যপ টিমমেট তাঁকে হোটেলের ১৫তলার ব্যালকনি থেকে ঝুলিয়ে রেখেছিলেন। তিনি কোনো ব্যক্তির নাম না করলেও এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা যায় অনুরাগীদের মধ্যে। আগেও জানা গিয়েছিলো যে নিউজিল্যান্ডের বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ও অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু সাইমন্ডস তাঁকে একটি ঘরে বেঁধে রেখেছিলেন।

যুজবেন্দ্র চাহালের নেট ওয়ার্থ (Yuzvendra Chahal Net Worth in Bengali)-

  • আইপিএল ২০২৪- ৬.৫ কোটি টাকা
  • মোট নেট ওয়ার্থ- ৫০ কোটি টাকা (আনুমানিক)

যুজবেন্দ্র চাহালের বিলাসবহুল গাড়িগুলি (Yuzvendra Chahal Car Collection in Bengali)-

ব্র্যান্ড ও মডেল দাম (ভারতীয় টাকায়)
পর্শ কেইন এস ১.৯৩ কোটি
মার্সিডিজ বেঞ্জ সি ক্লাস ৫৫-৫৫ লক্ষ
রোলস রয়েস ৬.২২ কোটি
ল্যাম্বরঘিনি সেন্টিনারিও ৬.২৫ কোটি

যুজবেন্দ্র চাহালের বাণিজ্যিক চুক্তিসমূহ (Yuzvendra Chahal Brand Endorsements)-

  • প্লেয়িং ইলেভেন
  • অ্যাকুভিউ
  • নাইকি
  • ক্লোভ ডেন্টাল
  • ফ্যান ক্রেজ

যুজবেন্দ্র চাহাল সম্পর্কীত প্রশ্নাবলী (Yuzvendra Chahal FAQs)-

কোন দলের বিরুদ্ধে যুজবেন্দ্র চাহাল আইপিএলে হ্যাট্রিক করেছিলেন?

২০২২ সালের আইপিএলে মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে যুজবেন্দ্র চাহাল হ্যাট্রিক করেছিলেন।

যুজবেন্দ্র চাহালের বয়স কত?

যুজবেন্দ্র চাহালের জন্ম ১৯৯০ সালের ২৩ জুলাই। তাঁর বয়স ৩৩ বছর।

যুজবেন্দ্র চাহালের স্ত্রী’র নাম কি?

২০২০ সালের ২২ ডিসেম্বর নৃত্যশিলী ধনশ্রী ভার্মার সাথে বিয়ে হয় যুজবেন্দ্র চাহালের।

যুজবেন্দ্র চাহাল কোন দলের হয়ে আইপিএল খেলেন?

যুজবেন্দ্র চাহাল রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলেন।

ক্রিকেট ছাড়া অন্য কোন খেলা যুজবেন্দ্র চাহালের প্রিয়?

ক্রিকেট ছাড়া যুজবেন্দ্র চাহাল দাবা খেলতে পছন্দ করেন।