আমি রোবোট নই, না পারলে টিম ম্য়ানেজমেন্টকে বলে ছুটি নিয়ে নেবো : বিরাট কোহলি 1
Pune: Indian captain Virat Kohli addresses a press conference ahead of the 1st ODI match between India and England at Maharashtra Cricket Association Stadium, Pune on Jan 14, 2017. (Photo: Surjeet Yadav/IANS)

 

২০১৮ সালের শুরুতেই ভারত দক্ষিণ আফ্রিকা সফর করবে, সেই কথা মাথা রেখে তরুণ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে বিশ্রাম দেওয়া হয়েছে। দলের অধিনায়ক হিসেবে বিরাট নিজেও তো একনাগাড়ে খেলে চলেছেন। কোনও ছুটি নেননি এখনও পর্যন্ত। হার্দিকের থেকে অনেক বেশি চাপ মাথায় নিয়ে দলকে টানতে হয় তাঁকে। আর তাছাড়া, হার্দিক কেন ভারতীয় দলের অধিকাংশ ক্রিকেটারই প্রচুর ক্রিকেট খেলে চলেছেন। তাহলে শুধু হার্দিককেই কেন ছুটি দেওয়া হলো?

আমি রোবোট নই, না পারলে টিম ম্য়ানেজমেন্টকে বলে ছুটি নিয়ে নেবো : বিরাট কোহলি 2
Pune: Indian captain Virat Kohli addresses a press conference ahead of the 1st ODI match between India and England at Maharashtra Cricket Association Stadium, Pune on Jan 14, 2017. (Photo: Surjeet Yadav/IANS)

বিরাট বলছেন, দেখুন ব্য়াপারটা হলো, সবাই একনাগাড়ে ক্রিকেট খেলছে। তাই বলে সবার ওপর একরকম চাপ পড়ে না। যেমন ব্য়াটিং অর্ডারে ওপেনার আগে নামে, ফলে তাকে বেশিক্ষণ ক্রিকেট খেলতে হয়। ধকলটা বেশি হয়। আবার অলরাউন্ডারকে ব্য়াটিং-বোলিং করতে হয়। এটা ঠিক, একজন ক্রিকেটারকে বছরে এখন চল্লিশটারও বেশি ম্য়াচ খেলতে হয়, তাই বলে সবার ওপর একরকম ওয়ার্কলোড পড়ে নাকি! এই যেমন পূজারাকে দেখুন, কতক্ষণ ক্রিজে থাকে ও। ওর ওপর চাপটা অনেক পড়ে।

আপনি কবে বিশ্রাম নেবেন? চাপ তো কম পড়ে না আপনার  ওপরও?

আমি রোবোট নই, না পারলে টিম ম্য়ানেজমেন্টকে বলে ছুটি নিয়ে নেবো : বিরাট কোহলি 3
Virat Kohli captain of India and Rohit Sharma of India celebrates the wicket of Colin Munro of New Zealand during the 3rd T20I match between India and New Zealand held at the Greenfield Stadium, Thiruvananthapuram 7th November 2017
Photo by Deepak Malik / BCCI / SPORTZPICS

প্রশ্নটা শুনেই বিরাট বলে ওঠেন, আমি রোবট নই। ছুটি আমারও দরকার। যখন দরকার পড়বে, টিম ম্য়ানেজমেন্টকে বলে ছুটি নিয়ে নেবো।

বুধবার সারাদিন ধরে বৃষ্টির জেরে প্র্য়াক্টিসে নামতে পারেনি টিম ইন্ডিয়া। যদিও অপশনাল ছিল এই প্র্য়াক্টিস। তাই ইডেনে না এসে টিম হোটেলের জিমে কাটায় সময়টা টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামার আগে অনুশীলনটা কি কম হয়ে গেলো না? বিরাট যা জবাব দিয়েছেন, তাতে পুরনো ভাবধারা নিশ্চিতভাবে ভেঙে দিয়েছেন তিনি।'আরসিবি'তে খেলে মদের বিজ্ঞাপণ করছি না, এনার্জি ড্রিঙ্কস খেতে বলছি' – কি বলছেন বিরাট?

বেশি বেশি করে প্র্য়াক্টিস করলে, ভালো খেলবো – এটা কে বলেছে? দেখুন আমরা প্র্য়াক্টিসের কোয়ালিটি নিয়ে মাথা ঘামাই, কোয়ান্টিটি নিয়ে মাথা ঘামাই না। যতটা দরকার ততটা ঠিক মতো করতে পারলেই হলো। ওইসব অভ্য়েস আমাদের মধ্য়ে নেই।” টি২০তে সাফল্য পেতে ধোনিকে পরামর্শ দিলেন সৌরভ

বৃষ্টির জেরে সারাদিন পিচ ঢাকা। গত মঙ্গলবার কোচ রবি শাস্ত্রীর সঙ্গে পিচ পর্যবেক্ষণ করে বিরাটের মনে হয়েছে স্পোর্টি পিচ। কিন্তু, ঘাস থাকলে ভারতীয় ব্য়াটসম্য়ানরা আবার একটু নাক তোলেন। তার ওপরে হোম সিরিজ বলে কথা। ন্য়াড়া পিচ না হয়ে সামান্য় ঘাস রাখা, সামনে দক্ষিণ আফ্রিকা সফর বলে নাকি?

আমি রোবোট নই, না পারলে টিম ম্য়ানেজমেন্টকে বলে ছুটি নিয়ে নেবো : বিরাট কোহলি 4
Virat Kohli captain of India celebrates his hundred during the 3rd One Day International match between India and New Zealand held at the Green Park stadium in Kanpur. 29th October 2017
Photo by Vipin Pawar / BCCI / SPORTZPICS

দেখুন ওরকম কোনও ব্য়াপার নেই। আর অস্বস্তিকর পরিবেশে পারফর্ম করতে আমার ভালো লাগে। চ্য়ালেঞ্জ নিতে আমি সবসময় তৈরি থাকি। ওতে আমার সেরা খেলাটা বেরিয়ে আসে। আর এখন আমরা শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলব। দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে পরে ভাববো। আমরা এক একটা করে সিরিজ ধরে ধরে এগোই। আমরা এক নম্বর টিম। জেতাই আমাদের লক্ষ্য়। এক নম্বরে থাকতে গেলে একনাগাড়ে জিতে যেতে হবে। আর দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে ঘাসে ভরা পিচে খেলে অভ্য়স্ত হয়ে গেলে তো সুবিধাই পাবো। সব ফরম্য়াটে এক নম্বর হওয়ার লক্ষ্য় রাখতে নেই। জেতার লক্ষ্য় সামনে রাখতে হয়।” কলকাতা টেস্টের জন্য ঘোষিত ভারতীয় একাদশ!

দলে এখন একাধিক ওপেনার। কাকে ছেড়ে কাকে খেলাবেন?

আমি রোবোট নই, না পারলে টিম ম্য়ানেজমেন্টকে বলে ছুটি নিয়ে নেবো : বিরাট কোহলি 5
Virat Kohli captain of India celebrates his hundred during the 3rd One Day International match between India and New Zealand held at the Green Park stadium in Kanpur. 29th October 2017
Photo by Vipin Pawar / BCCI / SPORTZPICS

হ্য়াঁ, শিখর (ধওয়ন) রান করছে। লোকেশ (রাহুল) ভালো খেলছে। (অজিঙ্কা) রাহানে আছে। সবাই একসঙ্গে ভালো খেললে দল বেছে নিতে যেমন অসুবিধে হয়, তেমন অপশন বাড়ে। এই যে যেখুন শিখর, ওর পাল্টা আক্রমণ করার ক্ষমতা ওকে অন্য়দের থেকে আলাদা মাত্রা এনে দিয়েছি। একসঙ্গে সবাই ভালো খেললে, দলেরই তো সুবিধা।” ইন্ডিয়া বনাম শ্রীলঙ্কা ২০১৭: এনার্জি লেভেল বাড়ানোর দিকে নজর দিচ্ছেন কোহলি!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *