বাইশ গজের দুনিয়ার ‘ট্র্যাজিক নায়ক’দের নিয়ে আলোচনা হলে ক্রিকেটপ্রেমীদের মানসপটে প্রথমেই ভেসে ওঠে বিনোদ কাম্বলির (Vinod Kambli) নাম। স্কুল ক্রিকেটের সময় থেকেই সংবাদমাধ্যমের চর্চায় জায়গা করে নিয়েছিলেন বাম হাতি ব্যাটার। শচীন তেন্ডুলকরের সাথেই উত্থান হয়েছিলো কাম্বলিরও। শচীন জাতীয় দলে ডাক পান ১৯৮৯-এ। তার বছর তিনেক পর সুযোগ আসে কাম্বলির সামনেও। শুরুটা দুর্দান্ত করেছিলেন তিনি। টেস্টে […]