IND vs SL: প্রথম সিরিজেই মন জিতলেন ‘ক্যাপ্টেন’ সূর্যকুমার, প্রশংসায় পঞ্চমুখ সতীর্থরা !!

IND vs SL: টি-২০ ক্রিকেটে ভারতের দুর্দান্ত ফর্ম অব্যাহত। গত মাসের ২৯ তারিখ বার্বাডোজের কেনসিংটন ওভালে দ্বিতীয়বারের জন্য টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জিতেছিলো টিম ইন্ডিয়া (Team India)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রুদ্ধশ্বাস ফাইনালে স্নায়ুর উপর নিয়ন্ত্রণ রেখে বাজিমাত করেছিলেন হার্দিক, বুমরাহ’রা। এরপর জুলাইয়ের গোড়ায় দ্বিতীয় সারির স্কোয়াডকে জিম্বাবুয়েতে পাঠিয়েছিলো বিসিসিআই। প্রথমটিতে ভারত হারলেও পরপর চার […]

সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)

মহারাষ্ট্রের বম্বেতে (বর্তমানে মুম্বই) ১৯৯০ সালের ১৪ সেপ্টেম্বর এক হিন্দু পরিবারে জন্ম হয়েছিলো সূর্যকুমার যাদবের। পিতার নাম অশোক কুমার যাদব, মা স্বপ্না যাদব। সহোদরার নাম দিনাল যাদব (Suryakumar Yadav Family Information)। মুম্বই-এর অ্যাটমিক এনার্জি সেন্ট্রাল স্কুল থেকে পড়াশোনা করেছেন সূর্যকুমার (Suryakumar Yadav)। তাঁর ছেলেবেলার বেশ খানিকটা সময় কেটেছে উত্তরপ্রদেশে। বারাণসীতে কাকা বিনোদ কুমার যাদবের তত্ত্বাবধানেই সূর্যের ক্রিকেটে হাতেখড়ি । ১০ বছর বয়সে মুম্বইয়ের BARC কলোনিতে অশোক কামাতের প্রশিক্ষণে ক্রিকেট অনুশীলন শুরু করেন তিনি। পরে প্রাক্তন জাতীয় ক্রিকেটার দিলীপ ভেঙ্কসরকারের ELF ভেঙ্কসরকার অ্যাকাডেমিতে যোগ দেন সূর্য।

মুম্বইয়ের হয়ে ভারতের ঘরোয়া ক্রিকেটের আঙিনায় সূর্যকুমার পা রাখেন ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে। আহমেদাবাদে বিজয় হাজারে ট্রফির ম্যাচে গুজরাতের বিরুদ্ধে ৩৫ বলে ৪১ রান করেছিলেন তিনি। লিস্ট-এ ক্রিকেটে অভিষেকের কিছুদিনের মধ্যেই টি-২০তে প্রথম মাঠে নামেন সূর্য। ২০১০-এর ডিসেম্বরে দিল্লীর বিরুদ্ধে রঞ্জি অভিষেক হয় তাঁর (Suryakumar Yadav Debut)। এরপর আইপিএলের আঙিনায় জাত চেনান তিনি। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ২০২১ সালে মেলে টিম ইন্ডিয়ার জার্সি। কেরিয়ারের প্রায় প্রতিটি পদক্ষেপে সূর্যকুমার পাশে পেয়েছেন স্ত্রী দেবিষা শেট্টিকে (Suryakumar Yadav Wife)। কলেজে আলাপ হয়েছিলো দুজনের। এরপর ২০১৬ সালের ৭ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা।

বাংলায় সূর্যকুমার যাদবের বায়োগ্রাফি (Suryakumar Yadav Biography in Bengali)-

সম্পূর্ণ নাম সূর্যকুমার অশোক যাদব
ডাকনাম সূর্য, স্কাই, মিস্টার ৩৬০ ডিগ্রী
জন্মস্থান মুম্বই, মহারাষ্ট্র
জন্মতারিখ ১৪ সেপ্টেম্বর, ১৯৯০
উচ্চতা ৫ ফিট ১১ ইঞ্চি (১৮০ সেন্টিমিটার)
চোখের মণির রং কালো
জাতীয় দল ভারত
আইপিএল দল মুম্বই ইন্ডিয়ান্স
জার্সি নম্বর ৬৩
ব্যাটিং-এর ধরণ ডান হাতি ব্যাটার
বোলিং-এর ধরণ ডান হাতি অফ ব্রেক
ক্রিকেটীয় ভূমিকা মিডল অর্ডার ব্যাটার
স্ত্রী-র নাম দেবিষা শেট্টি
সন্তানের নাম
রাশিচিহ্ন কন্যা
শখ শরীরচর্চা, বই পড়া, সাঁতার, ফুটবল
পঠনপাঠন অ্যাটমিক এনার্জি সেন্ট্রাল স্কুল, পিল্লাই কলেজ
ইন্সটাগ্রাম প্রোফাইল @surya_14kumar
ফেসবুক প্রোফাইল @suryakumaryadavskyy
ট্যুইটার (X) হ্যান্ডেল @surya_14kumar

আন্তর্জাতিক ক্রিকেটে সূর্যকুমার যাদবের অভিষেক (Suryakumar Yadav Debut in Bengali)-

ফর্ম্যাট তারিখ প্রতিপক্ষ ভেন্যু
টেস্ট ০৯/০২/২০২৩ অস্ট্রেলিয়া নাগপুর
ওয়ান ডে ১৮/০৭/২০২১ শ্রীলঙ্কা কলম্বো
টি-২০ ১৪/০৩/২০২১ ইংল্যান্ড আহমেদাবাদ

বাংলায় সূর্যকুমার যাদবের কেরিয়ার পরিসংখ্যান (Suryakumar Yadav Career Stats in Bengali)-

ফর্ম্যাট ম্যাচ মোট রান সর্বোচ্চ রান ব্যাটিং গড় স্ট্রাইক রেট শতরান অর্ধশতক উইকেট
Test ০১ ০৮ ০৮ ০৮ ৪০.০০ ০০ ০০ ২৪
ODI ৩৭ ৭৭৩ ৭২* ২৫.৭৬ ১০৫.০৩ ০০ ০৪ ০৬
T20i ৬০ ২১৪১ ১১৭ ২৫.৭৬ ১৭১.৫৫ ০৪ ১৭ ০৬
IPL ১৪৪ ৩৩৮৯ ১০৩ ৩১.৬৭ ১৪৪.১৫ ০১ ২৩ ০০
FC ৮২ ৫৬২৮ ২০০ ৪৩.৬২ ৬৩.৭৪ ১৪ ২৯ ০০
List-A ১৩৯ ৩৬২৭ ১৩৪* ৩৩.৫৮ ১০৪.৩৭ ০৩ ২১ ০০
T20 ২৭৫ ৭১০৯ ১১৭ ৩৫.৩৬ ১৫২.৩৫ ০৫ ৪৮ ০০

যে দলগুলির হয়ে খেলেছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav Teams)-

ভারত, ভারত-এ, ভারত-সি, ভারত-বি, ভারত রেড, ওয়েস্ট জোন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন, ভারত ব্লু, ভারত অনুর্দ্ধ-২৩, মুম্বই-এ, কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্স।

সূর্যকুমার যাদবের রেকর্ড ও কৃতিত্বসমূহ (Suryakumar Yadav Records and Achievements)-

  • আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচের সেরার পুরষ্কার জিতেছেন সূর্যকুমার যাদব। তাঁর ঝুলিতে রয়েছে ১৪টি পুরষ্কার। প্রথম স্থানে থাকা বিরাট কোহলি পেয়েছেন ১৫টি। যদিও সূর্যের থেকে ৫৭টি টি-২০ ম্যাচ বেশী খেলেছেন তিনি।
  • প্রথম ও একমাত্র ভারতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এক ক্যালেন্ডার বর্ষে ১০০০ রান করার নজির গড়েছেন সূর্যকুমার যাদব।
  • মাত্র ৪৯ ইনিংসে আন্তর্জাতিক টি-২০তে ১০০টি ছক্কা হাঁকানোর মাইলস্টোন স্পর্শ করেন সূর্যকুমার। ভারতীয়দের মধ্যে দ্রুততম তিনি। বিশ্বে দ্বিতীয় দ্রুততম।
  • আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক শতরানের মালিক সূর্যকুমার যাদব। মাত্র ৫৭ ইনিংসেই ৪টি শতরান রয়েছে তাঁর। শীর্ষে থাকা রোহিত শর্মার শতকের সংখ্যা ৫।
  • প্রথম ব্যাটার হিসেবে এক ক্যালেন্ডার বর্ষে আন্তর্জাতিক টি-২০তে ৫০টি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন সূর্যকুমার যাদব।
  • ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি’র তরফে ২০২২ ও ২০২৩ সালের সেরা টি-২০ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সূর্যকুমার যাদব।

সূর্যকুমার যাদবের নেট ওয়ার্থ (Suryakumar Yadav Net Worth in Bengali)-

  • ভারতীয় ক্রিকেট বোর্ড গ্রেড B চুক্তি- ৫ কোটি টাকা
  • টেস্ট ম্যাচ- ১৫ লক্ষ টাকা / ম্যাচ
  • ওডিআই ম্যাচ- ৬ লক্ষ টাকা / ম্যাচ
  • টি-২০ ম্যাচ- ৩ লক্ষ টাকা / ম্যাচ
  • আইপিএল ২০২৪- বার্ষিক ৮ কোটি টাকা
  • মোট নেট ওয়ার্থ- ৫৫ কোটি টাকা (আনুমানিক)

সূর্যকুমার যাদবের গ্যারাজে রয়েছে যে বহুমূল্য গাড়িগুলি (Suryakumar Yadav Car Collection in Bengali)-

ব্র্যান্ড ও মডেল মূল্য (ভারতীয় টাকার অঙ্কে)
রেঞ্জ রোভার ভেলার ৯০ লক্ষ
মার্সিডিজ বেঞ্জ জিএলই কুপ ২.১৫ কোটি টাকা
অডি এ৬ ৬৪.০৭ লক্ষ-৭০.৪১ লক্ষ
মিনি কুপার এস ৪১.৯৫ লক্ষ

সূর্যকুমার যাদবের অন্যান্য সম্পত্তি (Suryakumar Yadav Propertires)-

মুম্বই-এর চেম্বুর অঞ্চলের অভিজাত অনুশক্তি নগর এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে সূর্যকুমার যাদবের। সেখানেই থাকেন তিনি।

সূর্যকুমার যাদবের বাণিজ্যিক চুক্তিসমূহ (Suryakumar Yadav Brand Endorsements)-

  • ফ্রি হিট
  • সারিন স্পোর্টস
  • ১০০ এমবি-মাস্টার ব্লাস্টার
  • নয়েজ
  • নিউট্রেজি
  • জেব্রনিকস
  • ড্যানিয়েল ওয়েলিংটন
  • সোফিট ইন্ডিয়া সোয়া মিল্ক
  • আঙ্কেল টোনি ইন্ডিয়া
  • কয়েন ডিসিএক্স
  • ড্রিম ইলেভেন
  • বোল্ট অডিও

সূর্যকুমার যাদব সম্পর্কীত প্রশ্নাবলী (Surykumar Yadav FAQs)-

সূর্যকুমার যাদব’কে ‘মিস্টার ৩৬০ ডিগ্রী’ কেন বলা হয়?

মাঠের যে কোন প্রান্ত দিয়ে বলকে বাউন্ডারিতে পাঠানোর দক্ষতার কারণে সূর্যকুমার যাদব’কে মিস্টার ৩৬০ ডিগ্রী বলা হয়ে থাকে।

সূর্যকুমার যাদব ভারতের কত তম টি-২০ অধিনায়ক?

সূর্যকুমার যাদব ভারতের ১১তম টি-২০ অধিনায়ক।

কোন দলের বিরুদ্ধে ওডিআই’তে সূর্যকুমার টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২৩ সালে সূর্যকুমার যাদব টানা তিনটি ওয়ান ডে ম্যাচে শূন্য করেছিলেন।

সূর্যকুমার যাদব কি বিবাহিত?

২০১৬ সালে দেবিষা শেট্টির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন সূর্যকুমার যাদব।

সূর্যকুমার যাদব কোন দলের হয়ে আইপিএল খেলেন?

সূর্যকুমার যাদব আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের প্রতিনিধিত্ব করেন।