IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় সুনিশ্চিত করার পর দ্বিতীয় ম্যাচে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে অসাধারণ অলরাউন্ড প্রদর্শন দেখিয়ে জয় সুনিশ্চিত করলো টিম ইন্ডিয়া। গতকাল সিরিজ জয় করে টিম ইন্ডিয়া ২-০ ব্যাবধানে রইলো এগিয়ে। ভারতের দুর্দান্ত পারফরমেন্সের পর ভারতীয় স্কোয়াডে পরিবর্তনের কথা শোনা যাচ্ছে। টিম ইন্ডিয়া সিরিজের (IND vs SL) তৃতীয় ম্যাচে একাধিক পরিবর্তন […]
শিবম দুবে (Shivam Dube)
শিবম দুবে (Shivam Dube)
সাম্প্রতিক অতীতের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে শিবম দুবে (Shivam Dube) নিজেকে প্রতিষ্ঠা করেছেন। ব্যাটিং-এর সাথে সাথে নজর কেড়েছেন বোলিং-এ। শিবমের জন্ম মুম্বই শহরে। তাঁর বাবা রাজেশ দুবে (Rajesh Dube) কাজের সূত্রে উত্তরপ্রদেশের ভাদোরি থেকে পাড়ি দিয়েছিলেন বাণিজ্যনগরীতে। সেখানেই বেড়ে ওঠা শিবমের। তাঁর মায়ের নাম মাধুরী দুবে। পূজা দুবে নামে তাঁর এক সহোদরাও রয়েছেন (Shivam Dube Family Information)। হংসরাজ মোরারজি বিদ্যালয়ের হয়ে ক্রিকেটে হাতেখড়ি শিবমের। তবে ১৪ বছর বয়সে ফিটনেসজনিত সমস্যার জন্য ক্রিকেটকে বিদায় জানাতে হয়েছিলো তাঁকে। এর প্রায় পাঁচ বছর পর তিনি ফেরেন বাইশ গজের দুনিয়ায়। প্রতিভার জোরে জায়গা করে নেন মুম্বইয়ের অনুর্দ্ধ-২৩ দলে।
২০১৫-১৬ সালের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বই দলের হয়ে অভিষেক হয় শিবম দুবের (Shivam Dube)। পরের মরসুমে লিস্ট-এ ক্রিকেটে পথচলা শুরু হয় তাঁর। ২০১৭-১৮ রঞ্জি ট্রফিতে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় শিবম দুবের। প্রতিপক্ষ ছিলো কর্ণাটক। (Shivam Dube Debut) ব্যাটে-বলে জাত চিনিয়ে দ্রুত তিনি উঠে আসেন জাতীয় নির্বাচকদের আলোচনায়। ২০১৯ সালে জাতীয় দলের হয়ে প্রথম মাঠে নামার সুযোগ মেলে শিবমের। টি-২০ ও ওডিআই খেলেন তিনি। প্রথম সুযোগে মেলে ধরতে পারেন নি নিজেকে। বাদ পড়েন। এরপর ফের ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে দুর্দান্ত পারফর্ম্যান্স করে সম্প্রতি ফিরেছেন জাতীয় দলে। ক্রিকেট কেরিয়ারের মত শিবমের ব্যক্তিগত জীবনেও রয়েছে ওঠাপড়া। ধর্মের বাধা উপেক্ষা করে তিনি বিয়ে করেছেন অঞ্জুম খান’কে (Shivam Dube Wife)।
বাংলায় শিবম দুবে’র বায়োগ্রাফি (Shivam Dube Biography in Bengali)-
সম্পূর্ণ নাম | শিবম দুবে |
ডাকনাম | — |
জন্মস্থান | মুম্বই, মহারাষ্ট্র |
জন্মতারিখ | ২৬ জুন, ১৯৯৩ |
উচ্চতা | ৬ ফিট (১৮৩ সেন্টিমিটার) |
চোখের মণির রং | কালো |
জাতীয় দল | ভারত |
আইপিএল দল | চেন্নাই সুপার কিংস |
জার্সি নম্বর | ২৫ |
ব্যাটিং-এর ধরণ | বাম হাতি ব্যাটার |
বোলিং-এর ধরণ | ডান হাতি মিডিয়াম পেস বোলার |
ক্রিকেটীয় ভূমিকা | অলরাউন্ডার |
স্ত্রী -র নাম | অঞ্জুম খান |
সন্তানের নাম | আয়ান |
রাশিচিহ্ন | কর্কট |
শখ | ভ্রমণ, গান শোনা |
পঠনপাঠন | হংসরাজ মোরারজী পাবলিক স্কুল |
ইন্সটাগ্রাম প্রোফাইল | @dubeshivam |
ফেসবুক প্রোফাইল | @IamShivamDube |
ট্যুইটার (X) হ্যান্ডেল | @IamShivamDube |
শিবম দুবের আন্তর্জাতিক অভিষেক (Shivam Dube International Debut)-
ফর্ম্যাট | তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু |
টেস্ট | — | — | — |
ওয়ান ডে | ১৫/১২/২০১৯ | ওয়েস্ট ইন্ডিজ | চেন্নাই |
টি-২০ | ০৩/১১/২০১৯ | বাংলাদেশ | দিল্লী |
শিবম দুবের পরিসংখ্যান (Shivam Dube Career Stats in Bengali)-
ফর্ম্যাট | ম্যাচ | মোট রান | সর্বোচ্চ রান | ব্যাটিং গড় | স্ট্রাইক রেট | শতরান | অর্ধশতক | উইকেট |
Test | — | — | — | — | — | — | — | — |
ODI | ০১ | ০৯ | ০৯ | ৯.০০ | ১৫০.০০ | ০০ | ০০ | ০০ |
T20i | ২১ | ২৭৬ | ৬৩* | ৩৯.৪২ | ১৪৫.২৬ | ০০ | ০৩ | ০৮ |
IPL | ৫৮ | ১৩৫১ | ৯৫* | ৩০.৭০ | ১৪৪.৩৪ | ০০ | ০৮ | ০৪ |
FC | ২১ | ১৪১৯ | ১২১* | ৭০.৮৪ | ৫২.৫৫ | ০৪ | ০৯ | ৫২ |
List-A | ৫৪ | ৯৭৫ | ১১৮ | ৩৭.৫০ | ১০৯.৪২ | ০১ | ০২ | ৪০ |
T20 | ১২৯ | ২৫১৯ | ৯৫* | ৩১.০৯ | ১৪১.২৭ | ১২ | ০০ | ৪৫ |
যে দলগুলির হয়ে খেলেছেন শিবম দুবে (Shivam Dube Teams)-
ভারত, ভারত-এ, মুম্বই, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ইন্ডিয়ান এমার্জিং টিম, রিজভি মুম্বই, ভারত অনুর্দ্ধ-২৩, চেন্নাই সুপার কিংস।
শিবম দুবের রেকর্ড ও কৃতিত্ব (Shivam Dube Records)-
- প্রথম ভারতীয় হিসেবে আফগানিস্তানের বিরুদ্ধে পরপর দুটি টি-২০ ম্যাচে ব্যাট হাতে অর্ধশতক ও বল হাতে উইকেট নেওয়ার বিরল কৃতিত্ব অর্জন করেন শিবম দুবে। (Shivam Dube Achievements)
- ভারতের হয়ে দুটি ম্যাচ খেলার মাঝে ৭০টি ম্যাচের ব্যবধান ছিলো শিবম দুবের। যা আন্তর্জাতিক ক্রিকেটের নিরিখে ১৮তম সর্বোচ্চ ব্যবধান।
- চেন্নাই সুপার কিংসের হয়ে ২০২৩-এর আইপিএলে ৩৫টি ছক্কা মেরেছিলেন শিবম দুবে। সংখ্যার নিরিখে যা ছিলো টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ।
শিবম দুবে নেট ওয়ার্থ (Shivam Dube Net Worth)-
- ভারতীয় ক্রিকেট বোর্ডের গ্রেড C চুক্তি- ১ কোটি টাকা বার্ষিক
- আইপিএল ২০২৪- ৫ কোটি টাকা
- আন্তর্জাতিক টি-২০ ম্যাচ- ৩ লক্ষ টাকা / ম্যাচ
- মোট নেট ওয়ার্থ- ২৫ কোটি টাকা (আনুমানিক)
শিবম দুবে গাড়িসমূহ (Shivam Dube Car Collection in Bengali)-
বর্তমানে শিবম দুবের গ্যারাজে একটি বহুমূল্য মার্সিডিজ বেঞ্জ এসইউভি রয়েছে বলে জানা যায়।
শিবম দুবে সম্পর্কিত প্রশ্নাবলী (Shivam Dube FAQs in Bengali)-
শিবম দুবের স্ত্রী’র নাম অঞ্জুম খান। তাঁদের আয়ান নামে এক পুত্রসন্তান রয়েছে।
শিবম দুবে বর্তমানে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে অংশ নেন।
শিবম দুবে প্রথমবার ভারতের হয়ে খেলেছিলেন ২০১৯ সালে।
আফগানিস্তানের বিরুদ্ধে শিবম দুবে সিরিজের সেরা ক্রিকেটারের পুরষ্কার পেয়েছিলেন।
শিবম দুবের পছন্দের ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি।