জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চ, আপাতত পয়েন্ট তালিকায় রাজস্থান রয়্যালস শীর্ষস্থানে বিরাজনান রয়েছে এবং কালকের জয়ের পর ৪ পয়েন্ট নিয়ে তালিকায় একদম শেষের স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স দল। তবে আইপিএলের মাঝেই বিপাকে পড়লেন বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রীরা। দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া ও বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত পড়লেন চরম বিপাকে। তাদের বিরুদ্ধে উঠেছে জালিয়াতির অভিযোগ এবং তাঁদের ডেকে পাঠিয়েছে মহারাষ্ট্র পুলিশের সাইবার সেল।
বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত তামান্না-বাদশা’রা

আগামী ২৯ এপ্রিল তামান্না ভাটিয়াকে হাজিরা দিতে যেতে হবে, এর আগে সঞ্জয় দত্তকে গত ২৩ এপ্রিল হাজিরা দিতে হয়েছিল। যদিও পুলিশের কাছে হাজিরা দেননি সঞ্জু বাবা, ব্যাক্তিগত কারণে দেশের বাইরে থাকার কারণে তিনি উপস্থিত হতে পারেননি। তবে এই দুই সেলিব্রেটিকে নিয়ে উত্তাল হয়ে উঠেছে সমাজ মাধ্যম। এই দুই তারকার উপর একটা অবৈধ অনলাইন বেটিং অ্যাপ প্রচার করার অভিযোগ উঠেছে।
আরও পড়ুন | পাঞ্জাব কিংসের বিরুদ্ধে গৌতম গম্ভীরের মাস্টারপ্ল্যান, এই পুরানো অস্ত্রকে দিচ্ছেন শান !!
অ্যাপটির নাম হলো ‘ফেয়ার প্লে’ আর মাসিক কোনও টাকা ছাড়াই, মাত্র ৫০০ টাকা দিলেই পছন্দের সিনেমা, ওয়েবসিরিজ থেকে শুরু করে আইপিএল পর্যন্ত দেখা গিয়েছে। প্রসঙ্গত, কোনো অনুমতি ছাড়াই এই অ্যাপটি IPL 2024-এর সম্প্রচার করেছে, যার ফলে আইপিএলের সম্প্রচারকারী Viacom18-এর আর্থিক ক্ষতি হয়েছে।
বেটিং অ্যাপে চলতে থাকে IPL স্ট্রিমিং

গত বছর ৩১ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত এই অবৈধ অ্যাপের মাধ্যমে বিনা মূল্যেই দেখা গিয়েছে আইপিএল। যদিও বর্তমানে জিও টিভিতেও খেলা উপভোগ করতে গেলে টাকা খরচ করতে হয়না। এখানেই শেষ নয়, এই অ্যাপের প্রচারের জন্য বড় হোর্ডিং দেখা গিয়েছে শহরজুড়ে। এমনকি বাস থেকে শুরু করে ট্রেন, মেট্রো সব জায়গাতেই এই অ্যাপের প্রচারমূলক বিজ্ঞাপন দেখা গিয়েছে। এই অ্যাপটি অনলাইনে বেটিং চক্রের সঙ্গে জড়িত।
এই অবৈধ অ্যাপলিকেশনের সঙ্গে জড়িত তারকাদের মধ্যে রয়েছেন জনপ্রিয় র্যাপার বাদশা ও শ্রীলঙ্কান অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ সহ প্রায় ৪০ জন সেলিব্রেটির নাম জড়িয়েছে। গত বছর এই একই কেলেঙ্কারিতে ফেঁসে গিয়েছিলেন রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর, তাদেরকেও ইডির স্মরণাপন্ন হতে হয়েছিল।