ভারতের সেরা অলরাউন্ডারদের নামের তালিকা প্রস্তুত করতে হলে উপরের দিকেই জায়গা দিতে হবে রবীন্দ্র জাদেজা’কে (Ravindra Jadeja)। বাম হাতি ক্রিকেটার এক দশকেরও বেশী সময় ধরে টিম ইন্ডিয়াকে নিরন্তর ‘সার্ভিস’ দিয়ে চলেছেন। ২০০৯ সালে টি-২০ ও ওডিআই ক্রিকেটে পথচলা শুরু হয় তাঁর। ২০১২ সালে অভিষেক হয় টেস্ট ক্রিকেটে। এরপর আর পিছন ফিরে তাকাতে হয় নি তাঁকে। […]
রঞ্জি ট্রফি (Ranji Trophy)
রঞ্জি ট্রফি (Ranji Trophy)-
ভারতে প্রথম শ্রেণির ক্রিকেটের প্রধান টুর্নামেন্ট রঞ্জি ট্রফি (Ranji Trophy)। ১৯৩৪ সালে প্রথম এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিলো। সূচনালগ্নে নাম ছিলো ‘ক্রিকেট চ্যাম্পিয়নশিপ অফ ইন্ডিয়া।’ কিন্তু দ্বিতীয় মরসুমেই নাম বদলে যায় প্রতিযোগিতার। ভারতীয় ক্রিকেটের প্রাণপুরুষ মহারাজা রঞ্জিতসিংজি’র (Ranjitsinhji) নামে নামকরণ করা হয় টুর্নামেন্টের। এরপর থেকে গত নয় দশক ধরে চলে আসছে রঞ্জি ট্রফি। ভারতের বিভিন্ন রাজ্য বা অঞ্চলভিত্তিক দলগুলি এখানে অংশ নিয়ে থাকে। বিসিসিআই আয়োজিত এই প্রতিযোগিতায় বর্তমানে দলসংখ্যা ৩৮। দল রয়েছে দেশের ২৮টি রাজ্য ও ৪টি কেন্দ্রশাসিত অঞ্চল। কোনো কোনো রাজ্য থেকে রয়েছে একের বেশী দল’ও (উদাহরণস্বরূপ-মুম্বই ও মহারাষ্ট্র, গুজরাত ও বরোদা ইত্যাদি) (Ranji Trophy Teams)।
গত নয় দশকে বাইশ গজের খেলায় ভারতের উত্থানের পিছনে বড় ভূমিকা নিতে দেখা গিয়েছে রঞ্জি ট্রফিকে (Ranji Trophy)। চার দিনের খেলায় দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন পরিবেশে খেলতে খেলতে আন্তর্জাতিক স্তরের জন্য প্রস্তুত হয়ে উঠতে দেখা গিয়েছে তারকা খেলোয়াড়দের। সেই কারনেই জাতীয় দলে প্রবেশের সিঁড়ি হিসেবে দেখা হয় রঞ্জি ট্রফিকে। টেস্ট দলের টুপি হাতে পাওয়ার যোগ্যতা অর্জন করতে হলে রঞ্জি খেলার বিকল্প যে নেই তা একবাক্যে মেনে নেন বিশেষজ্ঞরা। সুনীল গাওস্কর (Sunil Gavaskar), কপিল দেব থেকে শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) বা বিরাট কোহলি -রঞ্জিতে জাত চিনিয়েই ‘মেন ইন ব্লু’র তারকা হয়ে উঠেছেন তাঁরা। সাম্প্রতিক সময়েও সরফরাজ খান, যশস্বী জয়সওয়ালদের উত্থানে বড় ভূমিকা রেখেছে এই টুর্নামেন্ট।
রঞ্জি ট্রফি সম্পর্কীত সাধারণ তথ্যাবলী (Ranji Trophy General Information in Bengali)-
সম্পূর্ণ নাম | রঞ্জি ট্রফি |
ডাকনাম | রঞ্জি |
স্থাপনা | ১৯৩৪ |
নিয়ামক সংস্থা | বিসিসিআই |
সফলতম দল | মুম্বই (৪২) |
বর্তমান চ্যাম্পিয়ন | মুম্বই (২০২৩-২৪) |
ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া | ফেসবুক- BCCI Domestic |
ইন্সটাগ্রাম- @bccidomestic | |
ট্যুইটার (X)- @BCCIdomestic | |
ওয়েবসাইট – bcci.tv | |
মোট প্রাইজ মানি | জয়ী দল- ৫ কোটি, রানার্স আপ- ৩ কোটি |
স্পন্সর | আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, ড্রিম ইলেভেন, অ্যাডিডাস, এসবিআই লাইফ, অ্যাটমবার্গ, ক্যাম্পা কোলা, স্পোর্টস ১৮, জিও সিনেমা |
রঞ্জি ট্রফির ইতিহাস (Ranji Trophy History in Bengali)-
- রাজ্য বা অঞ্চলভিত্তিক একটি চ্যাম্পিয়নশিপের প্রস্তাব প্রথম দেন বিসিসিআই-এর প্রতিষ্ঠাতা অ্যান্থনি স্ট্যানলিয়াস ডে মেলো (A.S De Melo)।
- ১৯৩৪-৩৫ সালে সিমলাতে বিসিসিআই-এর বৈঠকে এই টুর্নামেন্ট আয়োজনের ব্যপারে মেলে সবুজ সংকেত (Ranji Trophy History)।
- ১৯৩৪ সালের ৪ঠা নভেম্বর টুর্নামেন্টের প্রথম ম্যাচটি আয়োজিত হয় মাদ্রাজ ও মাইশোরের মধ্যে। প্রথম ভেন্যু ছিলো মাদ্রাজের (বর্তমান চেন্নাই) চিপক স্টেডিয়াম।
- টুর্নামেন্টের সুদৃশ্য ট্রফিটি দান করেন পাতিয়ালার মহারাজ ভুপিন্দর সিং। ১৯৩৩ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ভারতীয় ক্রিকেটের পথপ্রদর্শক ও নাওয়ানগরের জাম সাহিব রঞ্জিতসিংজি। তাঁর স্মৃতির উদ্দেশ্যে ট্রফিটি দান করেছিলেন পাতিয়ালার মহারাজ।
- কোভিড অতিমারীর জন্য ২০২০-২১ সালের রঞ্জি ট্রফি আয়োজন করা যায় নি। টুর্নামেন্টের ইতিহাসে সেই প্রথমবার রঞ্জি আয়োজনে সক্ষম হয় নি আয়োজক সংস্থা বিসিসিআই।
রঞ্জি ট্রফির ফলাফল এক নজরে (Ranji Trophy Results in Bengali)-
- মোট ১৭টি দল রঞ্জি ট্রফি জিতেছে আজ অবধি।
- একাধিকবার রঞ্জি জয়ের নজির রয়েছে- ১৩টি দলের।
- সফলতম পাঁচ দল- ১) মুম্বই (৪২ টি জয়), ২) কর্ণাটক, মাইশোর (৮টি জয়), ৩) দিল্লী (৭টি জয়), ৪) বরোদা, মধ্যপ্রদেশ/হোলকার (৫) বাংলা (৩টি জয়)
রঞ্জির ট্রফির কিছু উল্লেখযোগ্য রেকর্ড (Ranji Trophy Records in Bengali)-
- রঞ্জি ট্রফির ইতিহাসে একপেশে দাপট দেখিয়ে এসেছে মুম্বই দল। সর্বোচ্চ ৪২ মরসুমে খেতাব জিতেছে তারা। প্রথমবার খেতাব জেতে ১৯৩৪-৩৫ মরসুমে। ২০২৩-২৪ শেষ রঞ্জি জিতেছে তারা।
- ১৯৫৮-৫৯ মরসুম থেকে ১৯৭২-৭৩ অবধি টানা ১৫ মরসুম রঞ্জি ট্রফি জেতার রেকর্ড ছিলো মুম্বই দলের (Ranji Trophy Records)।
- এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড রয়েছে হায়দ্রাবাদ দলের। ১৯৯৩-৯৪ মরসুমে তারা অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ৫ উইকেটের বিনিময়ে ৯৩৫ রান করেছিলো।
- রঞ্জি ট্রফি ইতিহাসে সর্বনিম্ন রানের রেকর্ডটিও হায়দ্রাবাদ্রের। ২০১০ সালে তারা রাজস্থানের বিরুদ্ধে গুটিয়ে গিয়েছিলো ২১ রানে।
- এক ইনিংসে সর্বোচ্চ রান করার রেকর্ড রয়েছে মুম্বইয়ের ভাইসাহেব নিম্বলকরের। ১৯৪৮-৪৯ মরসুমে কাথিয়াওয়াড় দলের বিরুদ্ধে তিনি অপরাজিত থাকেন ৪৪৩ করে।
- এক ইনিংসে সেরা বোলিং পরিসংখ্যান বাংলার প্রেমাংশু চ্যাটার্জির। ১৯৫৬-৫৭ মরসুমে অসমের বিরুদ্ধে ২০ রানের বিনিময়ে ১০ উইকেট তুলে নিয়েছিলেন তিনি।
- এক ম্যাচে সেরা বোলিং পরিসংখ্যান কর্ণাটকের অনিল কুম্বলের। কেরলের বিরুদ্ধে ১৯৯৪-৯৫ মরসুমে ৯৯ রানের বিনিময়ে ১৬ উইকেট নিয়েছিলেন তিনি।
- এক মরসুমে সর্বোচ্চ রানের রেকর্ড রয়েছে হায়দ্রাবাদের ভিভিএস লক্ষ্মণের। ১৯৯৯-২০০০ মরসুমে তিনি ১৪১৫ রান করেছিলেন।
- এক মরসুমে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে বিহারের আশুতোষ আমানের। ২০১৮-১৯ মরসুমে তিনি পান ৬৮ উইকেট।
- সর্বোচ্চ সংখ্যাক (১৫৫টি) ম্যাচ খেলেছেন ওয়াসিম জাফর। সর্বোচ্চ রান (১২০৩৮), সর্বোচ্চ সংখ্যক শতরান (৪০) ও এক মরসুমে সর্বোচ্চ শতরানের (৭) রেকর্ড’ও তাঁর দখলে।
রঞ্জির ট্রফি সেরা তারকারা (Ranji Trophy Stars in Bengali))-
সেরা ৫ ব্যাটার-
নাম | দল | সময়কাল | মোট রান |
ওয়াসিম জাফর | মুম্বই,বিদর্ভ | ১৯৯৬/৯৭-২০১৯/২০ | ১২০৩৮ |
অমল মুজুমদার | মুম্বই,অসম,অন্ধ্রপ্রদেশ | ১৯৯৩/৯৪-২০১৩/১৪ | ৯২০৫ |
দেবেন্দ্র বুন্দেলা | মধ্যপ্রদেশ | ১৯৯৫/৯৬-২০১৭/১৮ | ৯২০১ |
ফৈয়জ ফজল | বিদর্ভ | ২০০৩/০৪-২০২২/২৩ | ৯১০৫ |
যশপাল সিং | সিকিম,সার্ভিসেস | ২০০১/০২-২০১৯/২০ | ৮৭০০ |
সেরা ৫ বোলার-
নাম | দল | সময়কাল | মোট উইকেট |
শ্রীনিবাস গোয়েল | পাতিয়ালা, দক্ষিণ পাঞ্জাব, দিল্লী, হরিয়ানা | ১৯৫৮/৫৯-১৯৮৪/৮৫ | ৬৩৯ |
এস. ভেঙ্কটরাঘবন | মাদ্রাজ,তামিলনাডূ | ১৯৬৩/৬৪-১৯৮৪/৮৫ | ৫৩১ |
সুনীল যোশি | কর্ণাটক | ১৯৯২/৯৩-২০১০/১১ | ৪৭৯ |
বিজয় কুমার | কর্ণাটক, পণ্ডিচেরি | ২০০৪/০৫-২০১৯/২০ | ৪৪২ |
নরেন্দ্র হিরওয়ানি | মধ্যপ্রদেশ, বাংলা | ১৯৮৪/৮৫-২০০৫/০৬ | ৪৪১ |
রঞ্জি ট্রফি সম্পর্কীত সাধারণ প্রশ্নাবলী (FAQs)-
১৯৩৪ সালে রঞ্জি ট্রফি শুরু হয়।
মাইশোর ও মাদ্রাজের মধ্যে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচটি হয়েছিলো।
রঞ্জি ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ৪২টি ট্রফি জিতেছে মুম্বই।
রঞ্জি ট্রফিতে সর্বোচ্চ রান ওয়াসিম জাফরের (১২০৩৮)।
রঞ্জি ট্রফিতে সর্বোচ্চ উইকেট রয়েছে রাজিন্দর গোয়েলের (৬৩৯)।