SRH vs PBKS, MATCH 69, IPL 2024 MATCH PREVIEW: প্রথম কোয়ালিফায়ারের টিকিট কনফার্ম করতে মোরিয়া সানরাইজার্স, জয় দিয়ে শেষ ম্যাচ সমাপ্ত করতে মোরিয়া পাঞ্জাব কিংস !!

আজ আইপিএলের (IPL 2024) ৬৯তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং পাঞ্জাব কিংস (SRH vs PBKS)। চলতি মৌসুমে তৃতীয় দল হিসেবে আইপিএল ২০২৪’এর মঞ্চে কোয়ালিফাই করে হায়দ্রাবাদ। গতদিন গুজরাটের বিরুদ্ধে হায়দ্রাবাদের ম্যাচে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যেতেই প্লে-অফের জন্য কোয়ালিফাই করে ফেলে হায়দ্রাবাদ। আজকের ম্যাচটি হায়দ্রাবাদের কাছে প্লে-অফে শীর্ষ দুই স্থান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা […]

রাহুল চাহার (Rahul Chahar)-

ভারতীয় ক্রিকেটমহলে লেগস্পিনার হিসেবে পরিচিতি তৈরি করে নিয়েছেন রাহুল চাহার (Rahul Chahar)। আগামীর তারকা মনে করা হচ্ছে বছর ২৪-এর তরুণকে। রাজস্থানের ভরতপুরে একটি জাট হিন্দু পরিবারে ৪ অগস্ট ১৯৯৯ সালে জন্মগ্রহণ করেন রাহুল। তাঁর বাবা’র নাম দেশরাজ চাহার, মা উষা চাহার। পরিবারে চল ছিলো খেলাধূলার। রাহুলের খুড়তুতো দাদা’র নাম দীপক চাহার। তিনিও প্রতিথযশা ক্রিকেটার। দীপকের বাবা লোকেন্দ্র সিং চাহারের (Rahul Chahar First Coach) তত্ত্বাবধানেই ক্রিকেটে হাতেখড়ি রাহুলের। প্রথমে ফাস্ট বোলার হিসেবে যাত্রা শুরু করলেন পরে স্পিন বোলিং-কে বেছে নেন তিনি। রাহুলের খুড়তুতো বোন মালতি চাহার কাজ করেছেন বলি জগতের বিভিন্ন প্রজেক্টে (Rahul Chahar Family Information)।

রাজস্থানের হয়ে রাহুল চাহার প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেন ওড়িশার বিরুদ্ধে। ২০১৬ সালের নভেম্বর মাসে ম্যাচটি হয়েছিলো পাতিয়ালায়। এর পরের বছর রাজ্য দলের হয়ে লিস্ট-এ ক্রিকেটে পথচলা শুরু হয় তাঁর। ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখ প্রতিপক্ষ ছিলো মধ্যপ্রদেশ। এরপরেই চলে আসে আইপিএল খেলার সুযোগ। রাইজিং পুণে সুপারজায়ান্টসে সই করেছিলেন তিনি। ২০১৭ তে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগে অভিষেক হয় তাঁর (Rahul Chahar Debut)। ২০২১ সালে ভারতের হয়ে মাঠে নামার সৌভাগ্যও অর্জন করতে সক্ষম হন তিনি। ২০১৯ সালে দীর্ঘদিনের বান্ধবী ঈশানি জোহারের (Rahul Chahar Wife) সাথে বাগদান সম্পন্ন করেন। ২০২২-এ বিয়ে করেন দুজনে।

বাংলায় রাহুল চাহারের বায়োগ্রাফি (Rahul Chahar Biography in Bengali)-

সম্পূর্ণ নাম রাহুল দেশরাজ চাহার
ডাকনাম শেরি
জন্মস্থান ভরতপুর, রাজস্থান
জন্মতারিখ ৪ অগস্ট, ১৯৯৯
উচ্চতা ৫ ফিট ৯ ইঞ্চি (১৭৫ সেন্টিমিটার)
চোখের মণির রং কালো
জাতীয় দল ভারত
আইপিএল দল পাঞ্জাব কিংস
জার্সি নম্বর ২৮
ব্যাটিং-এর ধরণ ডান হাতি ব্যাটার
বোলিং-এর ধরণ ডান হাতি লেগব্রেক
ক্রিকেটীয় ভূমিকা বোলার
স্ত্রী-র নাম ঈশানি জোহার
সন্তানের নাম
রাশিচিহ্ন সিংহ
শখ সিনেমা দেখা
পঠনপাঠন
ইন্সটাগ্রাম প্রোফাইল @rdchahar1
ফেসবুক প্রোফাইল @Rahulchaharofficial
ট্যুইটার (X) হ্যান্ডেল @rdchahar1

রাহুল চাহারের আন্তর্জাতিক অভিষেক (Rahul Chahar International Debut)-

ফর্ম্যাট তারিখ প্রতিপক্ষ ভেন্যু
টেস্ট
ওয়ান ডে ২৩/০৭/২০২১ শ্রীলঙ্কা কলম্বো
টি-২০ ০৬/০৮/২০১৯ ওয়েস্ট ইন্ডিজ প্রভিডেন্স

যে দলগুলির হয়ে খেলেছেন রাহুল চাহার (Rahul Chahar Teams)-

ভারত, ভারত-এ, ভারত অনুর্দ্ধ-২৩, ভারত অনুর্দ্ধ-১৯, ভারত গ্রিন, ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট একাদশ, ভারত-সি, অবশিষ্ট ভারত, রাজস্থান, রাজস্থান অনুর্দ্ধ-২২, রাজস্থান অনুর্দ্ধ-১৬, সার্ভিসেস, রাইজিং পুণে সুপারজায়ান্টস, মুম্বই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস।

রাহুল চাহার কেরিয়ার পরিসংখ্যান  (Rahul Chahar Career Stats in Bengali)-

ফর্ম্যাট ম্যাচ উইকেট সর্বোচ্চ বোলিং গড় ইকোনমি রেট ইনিংস ৫ উইকেট ইনিংসে ১০ উইকেট রান
Test
ODI ০১ ০৩ ৩/৫৪ ১৮.০০ ৫.৪০ ০০ ০০ ১৩
T20i ০৬ ০৭ ৩/১৫ ২৩.৮৫ ৭.৫৯ ০০ ০০ ০৫
FC ২১ ৭৫ ৫/৫৯ ২৯.০১ ৩.৬৫ ০৭ ০০ ৩৮০
IPL ৭৩ ৬৮ ৪/২৭ ২৯.২১ ৭.৬৯ ০০ ০০ ১০৮
List-A ৫৬ ৯৮ ৫/২৪ ২৩.৬৯ ৫.০৬ ০২ ০০ ২১৮
T20 ১১৪ ১২৩ ৫/১৪ ২৫.২১ ৭.৫২ ০১ ০০ ২০৭

রাহুল চাহার নেটওয়ার্থ (Rahul Chahal Net Worth)-

  • আইপিএল ২০২৪- ৫.২৫ কোটি টাকা
  • রঞ্জি ট্রফি- ৫০০০০ টাকা প্রতি দিন
  • বিজয় হাজারে ট্রফি- ২৫০০০ টাকা প্রতি দিন
  • সৈয়দ মুস্তাক আলি ট্রফি- ১৭৫০০ টাকা প্রতি দিন
  • মোট নেট ওয়ার্থ- ২১.৩৭ কোটি টাকা (আনুমানিক)

রাহুল চাহার বাণিজ্যিক চুক্তিসমূহ (Rahul Chahar Brand Endorsements)-

  • সারিন স্পোর্টস (এস এস)
  • গো নয়েজ
  • ব্লিৎজ পুল
  • ক্রিকুরু
  • ড্রিম ইলেভেন

রাহুল চাহার সম্পর্কীত প্রশ্নাবলী (Rahul Chahar FAQs)-

রাহুল চাহার কোন দলের হয়ে আইপিএল খেলে থাকেন?

রাহুল চাহার পাঞ্জাব কিংসের হয়ে আইপিএল খেলে থাকেন।

রাহুল চাহা্রের পরিবারের আর কোন সদস্য ক্রিকেট খেলে থাকেন?

রাহুল চাহারের দাদা (Cousin) দীপক চাহার ক্রিকেটদুনিয়ায় চেনা মুখ।

রাহুল চাহার কত সালে ভারতের হয়ে অভিষেক করেন?

২০২১ সালে রাহুল চাহার প্রথমবার ভারতের জার্সি গায়ে চাপান।

রাহুল চাহারের স্ত্রী'র নাম কি?

রাহুল চাহারের স্ত্রী'র নাম ঈশানি জোহার।

রাহুল চাহার কোন রাজ্য দলের হয়ে খেলেন?

রাহুল চাহার রাজস্থানের হয়ে খেলেন।