২০২৬-এর টি-২০ বিশ্বকাপের জন্য চূড়ান্ত ৮ দল, বাদ যাচ্ছে পাকিস্তান-নিউজিল্যান্ডের মত হেভিওয়েটরা !!

আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে চলছে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ক্রিকেট বহুল প্রচলিত। এর আগে ওডিআই বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ-আইসিসি আয়োজিত সাদা বলের দুই টুর্নামেন্টই আয়োজন করেছে তারা। তবে আমেরিকার মাটিতে প্রথমবার কোনো প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতার আসর বসেছে এবার। নিউ ইয়র্ক, ডালাস ও ফ্লোরিডা-মার্কিন মুলুকের তিন প্রান্তের তিন শহরকে চিহ্নিত […]

রচিন রবীন্দ্র (Rachin Ravindra)

বর্তমান সময়ে তরুণ ক্রিকেটারদের মধ্যে অন্যতম প্রতিভাবান প্লেয়ার হয়ে উঠেছেন নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্র (Rachin Ravindra)। বর্তমান সময়ে নিউজিল্যান্ডের হয়ে তিনটি ফরমেটে খেলছেন তিনি, বামহাতি ধীরগতির অর্থোডক্স বোলিং ও বামহাতি ব্যাটসম্যান হিসেবে নিজেকে বেশ প্রমাণ করেছেন তিনি। ২০২৩ সালে বিশ্বকাপের মঞ্চে তার প্রতিভা জনসমক্ষে আসে ভারতীয় বংশোদ্ভূত রচিন রবীন্দ্র (Rachin Ravindra) ১৮ নভেম্বর ১৯৯৯ সালে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে জন্মগ্রহণ করেন। তার বাবা হলেন রবি কৃষ্ণমূর্তি যিনি ছিলেন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং মায়ের নাম দীপা কৃষ্ণমূর্তি। 

দুজনেই কর্ণাটকের বেঙ্গালুরুর বাসিন্দা। ৯০’এর দশকে কাজের সূত্রে নিউজিল্যান্ডে পারি দিতে হয়েছিল রচিনের বাবা রবিকে। জানা গিয়েছিল রোচিনের বাবা নাকি শচীন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড়ের বড় ভক্ত। তাই দুই জনের নাম মিশিয়ে তিনি রাচিনের নামকরণ করেছিলেন। তার একটি বোন রয়েছে আইসিরি কৃষ্ণমূর্তি নামে। রচিন রবীন্দ্র মাত্র পাঁচ বছর বয়সে ওয়েলিংটনে ক্রিকেট খেলা শুরু করেন। এমনকি প্রতি বছরই ক্লাব ক্রিকেট খেলতে ব্যাঙ্গালুরুতে আসতেন তিনি। কিউই দলের হয়ে মাত্র ১৬ বছর বয়সী এই তরুণ খেলার সুযোগ পেয়েছিলেন। তাছাড়া ২০১৬ ও ২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করেছিলেন। 

২০২৩ সালে ক্রিকেট বিশ্বকাপে দুর্দান্ত ছন্দ দেখিয়ে তিনি ক্রিকেট বিশ্বে নিজের নাম কমিয়ে ফেলেন। এই বিশ্বকাপে ব্যাট এবং বল হাতে তুখর পারফরম্যান্স করেছিলেন রবীন্দ্র। নিউজিল্যান্ড দলের হয়ে বিশ্বকাপে নয় ম্যাচে ৭০.৬৩ গড়ে ৫৬৫ রান বানিয়েছিলেন যেখানে তিনি দুইবার অর্ধশত রান এবং তিনবার শতরান পার করেছিলেন। এছাড়া বল হাতে নিয়েছিলেন পাঁচটি উইকেট, তার এই দুর্দান্ত পারফরমেন্সের আপ্লুত হয়ে মহেন্দ্র সিং ধোনি ২০২৪ আইপিএল এর মৌসুমে তার দলে সুযোগ দিয়েছিলেন।

রচিন রবীন্দ্র জীবনী এবং পারিবারিক বিবরণ:

পুরো নাম  রচিন রবীন্দ্র
জন্ম তারিখ ১৮-১১-১৯৯৯
জন্মস্থান ওয়েলিংটন, নিউজিল্যান্ড
বয়স ২৪ বছর
ভূমিকা ব্যাটিং অলরাউন্ডার
পিতার নাম রবি কৃষ্ণমূর্তি
মায়ের নাম দীপা কৃষ্ণমূর্তি
বোনের নাম আইসিরি কৃষ্ণমূর্তি
বৈবাহিক অবস্থা অবিবাহিত
বান্ধবীর নাম প্রেমিলা মোরার

রচিন রবীন্দ্র’র ক্রিকেট অভিষেক:

ফর্ম্যাট তারিখ প্রতিপক্ষ
টেস্ট ২৫/১১/২০২১ ভারত
ওয়ান ডে ২৫/০৩/২০২৩ শ্রীলঙ্কা
টি-২০ ০১/০৯/২০২১ বাংলাদেশ

যে দলগুলির হয়ে খেলেছেন রচিন রবীন্দ্র (Rachin Ravindra’s Teams)-

নিউজিল্যান্ড অনূর্ধ্ব ১৯, নিউজিল্যান্ড এ, ওয়েলিংটন, নিউজিল্যান্ড একাদশ, নিউজিল্যান্ড, টিম উইলিয়ামসন, ডারহাম, চেন্নাই সুপার কিংস

রচিন রবীন্দ্র’র পরিসংখ্যান (Rachin Ravindra Career Stats in Bengali)-

ফর্ম্যাট ম্যাচ মোট রান সর্বোচ্চ রান ব্যাটিং গড় স্ট্রাইক রেট শতরান অর্ধশতক উইকেট
Test ০৭ ৫১৯ ২৪০ ৩৯.৯২ ৪৯.২৮ ০১ ০২ ১০
ODI ২৫ ৮২০ ১২৩* ৪১.০০ ১০৮.০৩ ০৩ ০৩ ১৮
T20i ২৩ ২৩১ ৬৮ ১৫.৪০ ১২৪.৮৬ ০০ ০১ ১৩
IPL ১০ ২২২ ৬১ ২২.২০ ১৬০.৮৭ ০০ ০১ ০০
FC ২৯ ৩১৯৯ ২৪০ ৪০.৪৯ ৫১.০৭ ০৭ ১৪ ৬১
List-A ১০৭ ১৬১০ ১৩০ ৩৫.৭৭ ১০০.৮১ ০৬ ০৫ ৩৩
T20 ২৬২ ৯১২ ৬৮ ১৭.২০ ১৩১.০৩ ০০ ০৩ ৪৩

রচিন রবীন্দ্র সম্পর্কীত প্রশ্নাবলী (Rachin Ravindra FAQs)-

রচিন রবীন্দ্রর জার্সি নম্বর কত ?

রচিন রবীন্দ্রর জার্সি নম্বর হলো ৮।

আইপিএলে রচিন কোন দলের হয়ে খেলেন ?

আইপিএলে রচিন চেন্নাই সুপার কিংস (CSK) দলের হয়ে খেলে থাকেন।

রচিন রবীন্দ্র কোন দেশের ক্রিকেটার?

নিউজিল্যান্ড দলের