দিনকয়েক আগেও বিশ্বকাপ (ICC World Cup 2023) স্বপ্নে বিভোর ছিলো টিম ইন্ডিয়া (Team India)। ঘরের মাঠে বিশ্বজয়ীর শিরোপা অর্জন করতে মরিয়া হয়ে মাঠে নামতে দেখা গিয়েছিলো বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মাদের (Rohit Sharma)। গ্রুপ পর্ব এবং সেমিফাইনালে টানা দশ ম্যাচ জিতে ভারত পা রেখেছিলো সেমিফাইনালে। কিন্তু অন্তিম বাধাটুকু আর পেরোতে পারে নি ‘মেন ইন ব্লু।’ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৯৩ হাজার জনতার সামনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ উইকেটে হেরেই থামতে হয়েছে ভারতকে। বারো বছর পর আরও একবার বিশ্বকাপ (ICC World Cup 2023) জয়ের যে সুযোগ চলে এসেছিলো টিম ইন্ডিয়ার (Team India) সামনে, তার সদ্ব্যবহার করতে পারেন নি শামি, সূর্যকুমার’রা।
২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর আইসিসি প্রতিযোগিতায় ভারতের ব্যর্থতা অব্যাহত। বিশ্বকাপ স্বপ্নের সলীল সমাধির পর নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলা ছাড়া কোনো রাস্তা খোলা নেই টিম ইন্ডিয়ার (Team India) জন্য। আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাঠে টি-২০ বিশ্বকাপ রয়েছে। আপাতত ভারতের লক্ষ্য টি-২০ বিশ্বকাপ জয়ই। ২০০৭-এ দক্ষিণ আফ্রিকার মাটিতে কুড়ি-বিশের বিশ্বখেতাব জিতেছিলো ভারত। তারপর দেড় দশকের বেশী সময় কেটে গেলেও আর ধরা দেয় নি ট্রফি। খরা কাটাতে বদ্ধপরিকর ভারত এখন থেকেই প্রস্তুতি সারছে কুড়ি-বিশের বিশ্বকাপকে সামনে রেখে। গত দুটি টি-২০ বিশ্বকাপে ভারত খেলেছে যথাক্রমে বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে। ২০২৪ সালে কে হবেন অধিনায়ক তা নিয়ে জল্পনার মাঝেই নিজের পছন্দ জানিয়ে দিলেন প্রাক্তনী জাহির খান (Zaheer Khan)।
Read More: Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি সরতেই ICC’র উপর চড়াও হলো PCB, নিলো এই বড় সিদ্ধান্ত !!
নেতৃত্বের দৌড়ে রোহিতের সাথে হার্দিক-সূর্য’ও-

কুড়ি-বিশের খেলায় ৩২টি ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। ২০২২-এর টি-২০ বিশ্বকাপে রোহিতের অধিনায়কত্বেই মাঠে নেমেছিলো টিম ইন্ডিয়া। দাপুটে ক্রিকেট খেলে সেমিফাইনালে গিয়েছিলো ভারত। কিন্তু শেষ চারের যুদ্ধে ইংল্যান্ডের বিরুদ্ধে দশ উইকেটে হেরে মাঠে ছাড়তে হয়েছিলো ‘মেন ইন ব্লু’কে। টি-২০ বিশ্বকাপের বিপর্যয়ের পর দীর্ঘ সময়ের বিরতি নেন রোহিত। ভারতের অধিনায়কের ভূমিকায় দেখা গিয়েছিলো হার্দিককে (Hardik Pandya)। আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে দেশকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক। এখনও অবধি পাঁচটি সিরিজের মধ্যে চারটিতে জিতেওছেন তিনি। তবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই হারতে হয়েছে তাঁকে।
নেতা হিসেবে সূর্যকুমার (Suryakumar Yadav) মাঠে নেমেছেন সদ্যই। ওডিআই বিশ্বকাপ পরবর্তী ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজে ২টি ম্যাচে অধিনায়কত্ব করে দুটিতেই জিতেছেন তিনি। বিশাখাপত্তনমে সূর্যকুমারের অধিনায়কত্বে হাড্ডাহাড্ডি ম্যাচে ২ উইকেটে জিতেছে ভারত। তিরুঅনন্তপুরমে জয় এসেছে ৪৪ রানের ব্যবধানে। চলতি পাঁচ ম্যাচের সিরিজে রোহিত, হার্দিকের অনুপস্থিতিতে নেতা হিসেবে সূর্যের কাঁধেই দায়িত্ব দিয়েছে বিসিসিআই। অজিত আগরকারের (Ajit Agarkar) নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ২০২৪-এর টি-২০ বিশ্বকাপের দল বাছতে বসে কাকে অধিনায়ক নির্বাচন করেন তা নিয়ে আগ্রহ রয়েছে ক্রিকেটমহলে।
নিজের পছন্দ জানিয়ে দিলেন জাহির খান-

রোহিত, হার্দিক নাকি সূর্য? দেশ জুড়ে ক্রিকেট বিশেষজ্ঞরা যখন টি-২০ তে দেশের পরবর্তী অধিনায়ক নির্বাচন দিয়ে দ্বিধায়, তখন স্পষ্ট করেই নিজের পছন্দ ব্যক্ত করলেন প্রাক্তন ভারতীয় পেসার জাহির খান (Zaheer Khan)। সূর্যের ফ্ল্যামবয়েন্স, হার্দিকের আগ্রাসন নয়, বরং রোহিতের (Rohit Sharma) অভিজ্ঞতাতেই আস্থা রাখতে চান তিনি। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে জাহির (Zaheer Khan) জানান, “টি-২০ বিশ্বকাপের জন্য বেশী সময় বাকি নেই। তাই আমি মনে করি ভারতীয় দলের উচিৎ অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া। আমি অবাক হবো না যদি রোহিত শর্মাই ২০২৪ টি-২০ বিশ্বকাপে ভারতের অধিনায়কত্ব করে। রোহিত দীর্ঘসময় অধিনায়কত্ব করেছে এবং ও ক্রিকেটারদের ভালো বোঝে। অন্যান্যদের আগামীর জন্য প্রস্তুত করে তোলা যেতে পারে। কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় একমাত্র রোহিত শর্মাকেই টি-২০ বিশ্বকাপে নেতার ভূমিকায় দেখা যেতে পারে।”
এক বছরের বেশী সময় টি-২০ ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। দুজনকেই কুড়ি-বিশের ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার (Team India) নীল জার্সি গায়ে দেখতে চেয়ে সওয়াল করেছিলেন গৌতম গম্ভীর’ও (Gautam Gambhir)। তিনিও আগামী টি-২০ বিশ্বকাপে রোহিতকেই অধিনায়ক দেখতে চেয়েছিলেন। গম্ভীর-জাহির হিটম্যান’কে চাইলেও বাস্তবে তা দেখা যাবে কিনা সেই বিষয়ে এখনও কোনো নিশ্চয়তা মেলে নি। সংবাদমাধ্যম সূত্রে খবর রোহিত শর্মা (Rohit Sharma) বিসিসিআই-কে জানিয়ে দিয়েছেন যে টি-২০ ক্রিকেটে তাঁকে যদি ভবিষ্যতে না ভাবা হয়, তাহলে তাঁর কোনো আপত্তি নেই। বিরাটকেও টি-২০ ক্রিকেট সম্পর্কে নিজেই সিদ্ধান্ত নিতে বোর্ডের তরফে জানানো হয়েছে বলে খবর।