ENG vs IND

END vs IND: প্রাক্তন ভারতের বাঁহাতি পেসার জহির খান মনে করেন ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংহাম টেস্টের দ্বিতীয় দিনে জসপ্রীত বুমরাহের দুর্দান্ত ইনিংস ভারতীয় দলের ইতিবাচক মানসিকতার ছবি তুলে ধরেছে। এই ম্যাচে (ENG vs IND) ব্যাট হাতে ১৬ বলে অপরাজিত ৩১ রান করেন বুমরাহ। একটা সময় মনে হয়েছিল, ইংলিশ বোলিংয়ের বিরুদ্ধে ৪০০ রানের গণ্ডি টপকাতে পারবে না ভারত। তবে শেষ পর্যন্ত অধিনায়ক বুমরাহ’র মারমুখি ব্যাটিংয়ের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে স্কোরবোর্ডে ৪১৬ রান তুলে নেয় টিম ইন্ডিয়া। এজবাস্টনের পিচে এই স্কোরকে অবশ্যই ভালো বলা যাবে।

রান তোলার জন্য ব্রডকে বেছে নেন বুমরাহ

ENG vs IND: বুমরাহ'র ইনিংসের সিক্রেট আউট জাহিরের, এই ভয়ঙ্কর ছকেই ইংল্যান্ড বধ করবে টিম ইন্ডিয়া? 1

রোহিত শর্মা কোভিড আক্রন্ত। তার অনুপস্থিতিতে প্রথমবারের মতো ভারতের অধিনায়কত্ব করা বুমরাহ ইংল্যান্ডের অভিজ্ঞ ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডের একের পর এক বল বাউন্ডারির বাইরে পাঠিয়ে টেস্ট ক্রিকেটে এক ওভারে সর্বাধিক রানের রেকর্ড গড়ে ফেলেন। ব্রড এক ওভারে মোট ৩৫ রান খরচ করেন এবং বুমরাহ তার মধ্যে ২৯ রান করেন। এইভাবে, বুমরাহ টিম ইন্ডিয়ার স্কোর ৪০০ ছাড়িয়ে যাওয়ার পথে তার গুরুত্বপূর্ণ ভূমকা রাখেন।

কী বললেন জাহির?

ENG vs IND: বুমরাহ'র ইনিংসের সিক্রেট আউট জাহিরের, এই ভয়ঙ্কর ছকেই ইংল্যান্ড বধ করবে টিম ইন্ডিয়া? 2

ভারত অধিনায়কের ব্যাট হাতে এই মারমুখি মেজাজ দেখে ক্রিকবাজের সঙ্গে কথা বলার সময় জহির খান জানিয়ে দেন, “বুমরাহ যেভাবে ব্যাটিং করেছেন তা দলের ইতিবাচক মানসিকতার প্রতিফলন করে। মোমেন্টাম এখন ভারতের দিকে।” সিরিজে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের প্রসঙ্গে তিনি বলেন, “পুরো ইংল্যান্ড সিরিজে লোয়ার অর্ডারের অবদান। সেটা মোহাম্মদ শামি, শার্দুল ঠাকুর বা জসপ্রীত, যেই বুমরাহই হোক না কেন, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা লর্ডসে বুমরাহকে ভালো পারফর্ম করতে দেখেছি। শুধু তিনিই নন, লোয়ার অর্ডারের সব ভারতীয় ব্যাটসম্যানই তাদের ব্যাটিং দিয়ে ভালো কিছু করে দেখানোর চেষ্টা করছেন।”

এটা লক্ষণীয় যে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় দল মাত্র ৯৮ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ফেলে। সেখান থেকে ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা ক্রিজে এসে নেতৃত্ব দেন এবং দুর্দান্ত ব্যাটিং করেন। পন্থ সেঞ্চুরি করেন এবং ১৪৬ রান করে আউট হন। জাদেজাও খেলেছেন ১০৪ রানের ইনিংস। লোয়ার অর্ডারে নেমে ব্যাট চালিয়ে অপরাজিত ৩১ রান করেন বুমরাহ। এই যাবতীয় অবদানের ওপর ভর করে প্রথম ইনিংসে ৪১৬ রান করে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের হয়ে অ্যান্ডারসন নেন ৫ উইকেট।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *