আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম মৌসুমের (IPL 2025) চতুর্থ দিন। আজকের ম্যাচে মুখোমুখি হতে চলেছে গুজরাত টাইটান্স এবং পাঞ্জাব কিংস (GT vs PBKS)। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনিষ্ঠিত হতে চলেছে আজকের ম্যাচ। এবারের আইপিএলে নতুন ক্যাপ্টেন-কোচ জুটি নিয়ে নামতে প্রস্তুত পাঞ্জাব। ২০১৪ সালে শেষবার আইপিএলের প্লে-অফে পৌঁছেছিল পাঞ্জাব। সেবার অবশ্য ফাইনালে পৌঁছে কলকাতা নাইট রাইডার্সের কাছে পরাজিত হতে হয়েছিল দলকে। তবে, তারপর থেকে ১০ বছর কেটে গেলেও এখনও প্লে-অফের টিকিট কনফার্ম করতে পারেনি পাঞ্জাব দল।

পাঞ্জাব দলে খেলবেন চাহাল ও শ্রেয়স

Yuzvendra Chahal and Shreyas Iyer, dhanashree verma
Yuzvendra Chahal and Shreyas Iyer | Image: Twitter

গত আইপিএলের বিজেতা কলকাতা নাইট রাইডার্স (KKR) দলের অধিনায়ক ছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। এবার শ্রেয়াসকে ২৬.৭৫ কোটি টাকায় দলে শামিল করেছে পাঞ্জাব কিংস (PBKS)। অন্যদিকে, মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ থাকাকালীন আইপিএল শিরোপা জয়ী কোচ ও অজি কিংবদন্তি রিকি পন্টিং (Ricky Ponting) এবারের আইপিএলে পাঞ্জাব দলের প্রধান কোচ হয়েছেন। এবার পাঞ্জাব দলে গুটি কয়েক কোটিপতিদের দেখতে পাওয়া যাবে।

Read More: IPL 2025: শুরুতেই ব্যর্থ ঋষভ পান্থ, জলে গেল LSG মালিকদের ২৭ কোটি টাকা !!

এবারের আইপিএলে ১৮ কোটিতে পাঞ্জাব দলে যোগ দিয়েছেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। আইপিএল ইতিহাসের সবথেকে সফল বোলার হলেন তিনি। একমাত্র বোলার হিসাবে ২০০-এর বেশি উইকেট নিয়েছেন তিনি। গত তিন মৌসুমে রাজস্থান রয়্যালস দলের অংশ ছিলেন চাহাল। তবে, এবারের আইপিএলের আগে তাকে ছেঁটে ফেলেছিল দল।

প্রথম ম্যাচে বাদ পড়ছেন চাহাল

Yuzvendra Chahal, srh,ipl 2025
Yuzvendra Chahal | Image: Getty Images

বেশ কিছু সূত্রের খবর, আজ গুজরাত বনাম পাঞ্জাব ম্যাচে নাকি দেখতে পাওয়া যাবে না তারকা স্পিনারকে। চাহালের আজকের ম্যাচ না খেলার কারণ হতে চলেছেন তার স্ত্রী ধনশ্রী ভার্মা। প্রসঙ্গত, সদ্য বিচ্ছেদ হয়েছে তাঁদের। ধনশ্রী ভার্মা ছিলেন তার স্ত্রী যিনি আবার শ্রেয়স আইয়ারের খুব ভালো বন্ধু ছিলেন। ভক্তদের ধারণা, ধনশ্রীর কারণেই হয়তো পাঞ্জাব কিংস দলের হয়ে অভিষেক করা হবে না যুজবেন্দ্র চাহালের।

চাহালের প্রাক্তন স্ত্রী ধনশ্রী ভার্মা পেশায় একজন চক্ষু বিশেষজ্ঞ এবং কোরিওগ্রাফার ছিলেন। এমনকি, লকডাউন চলাকালীন ইউটিউবে নাচ শেখাতেন তিনি। নাচের মাধ্যমে আলাপ হয়েছিল চাহাল-ধনশ্রীর। এরপর ধনশ্রী ও শ্রেয়স আইয়ারের সঙ্গে বন্ধুত্ব টা বাড়তে শুরু হয়। দুজনকে বেশ কয়েকটা রিলে অভিনয়ও করতে দেখা গিয়েছিল। ভক্তদের ধারণা ছিল শ্রেয়সের জন্যই হয়তো সম্পর্ক ভেঙেছিল চাহাল-ধনশ্রীর।

Read Also: IPL 2025: CSK’র বিরুদ্ধে লজ্জাজনক হারে ছাটাই সূর্যকুমার যাদব, হারালেন মুম্বই দলের অধিনায়কত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *