কপাল পুড়ল ধনশ্রীর, অন্য মহিলার হাত ধরে নিউ ইয়র্ক পাড়ি দিলেন যুজবেন্দ্র চাহাল !! 1

জুন মাসের ২ তারিখ থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। সাজসাজ রব ক্রিকেটদুনিয়া জুড়ে। আয়োজক সংস্থা আইসিসি বাড়িয়েছে টুর্নামেন্টের পরিধি। এবার ২০টি দল থাকছে মূলপর্বে। এগারো বছর আইসিসি আয়োজিত কোনো প্রতিযোগিতা জিততে পারে নি ভারতীয় দল। গত বছর ফাইনালে উঠেও হাতছাড়া হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ও ওডিআই বিশ্বকাপ। এই ট্রফি খরা কাটাতে এবার মরিয়া টিম ইন্ডিয়া (Team India)। গ্রুপ-এ’তে রয়েছে ভারত। তাদের যাত্রা শুরু হচ্ছে ৫ জুন। প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ৯ তারিখ দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। ১২ ও ১৫ তারিখ গ্রুপে অন্য দুই ম্যাচে ভারত মুখোমুখি হবে যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার।

গত ৩০ এপ্রিল টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে দিয়েছে দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। রয়েছেন চার ট্র্যাভেলিং রিজার্ভ’ও। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র আসন্ন টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) যৌথ আয়োজক। তবে যে সূচি প্রকাশ করেছে আইসিসি তা অনুযায়ী ভারতের গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। আয়ারল্যান্ড, পাকিস্তান ও আমেরিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়া খেলবে নিউ ইয়র্কের উপকন্ঠে নাসাও কাউন্টির আইজেনহাওয়ার পার্কে গড়ে ওঠা ৩২০০০ আসনবিশিষ্ট নতুন স্টেডিয়ামে। কেবল কানাডার বিরুদ্ধে খেলতে তাদের পাড়ি দিতে হবে আমেরিকার দক্ষিণ ভাগে, ফ্লোরিডাতে। প্রস্তুতি সারতে আপাতত নিউ ইয়র্কেই ঘাঁটি গেড়েছে ভারতীয় ক্রিকেটাররা। একদল গিয়েছিলেন আগেই। গতকাল দেশ ছাড়লেন আরও বেশ কয়েকজন।

Read More: হেড কোচ বানাতে উঠে পড়ে লেগেছে জয় শাহ, মুখের উপর মানা করলেন গৌতম গম্ভীর !!

ধনশ্রীকে ছাড়াই নিউ ইয়র্ক গেলেন চাহাল –

Yashasvi Jaiswal, Yuzvendra Chahal and Avesh Khan | T20 World Cup | Image: Twitter
Yashasvi Jaiswal, Yuzvendra Chahal and Avesh Khan | Image: Twitter

আইপিএল (IPL) মিটেছে গত রবিবার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বৃত্ত থেকে বেরিয়ে টিম ইন্ডিয়ার তারকারা আপাতত ঢুকে পড়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের পরিসরে। সামনেই টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। তার প্রস্তুতির দিকেই এখন নজর দলের। গত ২৫ তারিখ রাতে ক্রিকেটারদের প্রথম দল দেশ ছেড়েছিলেন। মুম্বই বিমানবন্দর থেকে তাঁরা উড়ে গিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের উদ্দেশ্যে। সেই দলে ছিলেন রোহিত শর্মা (Rohit Sharma), মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, শুভমান গিল, ঋষভ পন্থ’রা (Rishabh Pant)। পরদিন তাঁরা অবতরণ করেছেন নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছে বিসিসিআই। আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে অংশ নেওয়ায় তখন দলের সাথে যান নি যুজবেন্দ্র চাহাল। গতকাল রাতে দেশ ছাড়েন তিনি।

ভারতের হয়ে টি-২০তে সবচেয়ে বেশী উইকেটের মালিক তিনি। কিন্তু যুজবেন্দ্র চাহাল এখনও খেলেন নি টি-২০ বিশ্বকাপই (T20 World Cup)। ২০২১ সালে দলেই ছিলেন না। ২০২২-এ ছিলেন অতিরিক্তের তালিকায়। ২০২৪-এ সুযোগ পেলেও মাঠে নামতে পারবেন কিনা তার উত্তর দেবে সময়। কিন্তু প্রস্তুতি সারতে টুর্নামেন্ট শুরুর বেশ আগেই উড়ে গেলেন তিনি। মুম্বই বিমানবন্দরে তাঁর সাথে ছিলেন তাঁর রাজস্থান রয়্যালস (RR) সতীর্থ আবেশ খান (Avesh Khan)। মূল স্কোয়াডে নয়, বরং ট্র্যাভেলিং রিজার্ভ-এর তালিকায় রয়েছেন আবেশ। বিমানবন্দরে প্রবেশের আগে রিঙ্কু সিং-এর সাথে ভিডিও কলে কথা বলেন তিনি। চাহালের সাথে দেখা যায় নি তাঁর স্ত্রী ধনশ্রী ভার্মাকে (Dhanashree Verma)। গত টি-২০ বিশ্বকাপে তিনি গিয়েছিলেন অস্ট্রেলিয়া। এবার স্ত্রী’কে ছাড়াই যাচ্ছেন হরিয়ানার লেগস্পিনার।

দেখে নিন চাহাল-আবেশের দেশ ছাড়ার দৃশ্য-

Also Read: T20 বিশ্বকাপে ভারতের চমক অভিষেক শর্মা, এই ‘ফ্লপ’ তারকার বদলে সামিল হচ্ছেন স্কোয়াডে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *