“ওরা কথা রাখে নি…” RCB-কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন যুজবেন্দ্র চাহাল !! 1

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের আঙিনায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) ব্যর্থতার চিত্রটা বদলালো না ২০২৩ সালে এসেও। আশা জাগিয়েও শেষ চারে যেতে ব্যর্থ হলো তারা। লীগ পর্বের শেষ ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে জয়ের দরকার ছিলো বেঙ্গালুরুর। বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট থেকে এসেছিলো শতরান। নিজেদের ঘরের মাঠে প্রথমে ব্যাট করে বড় রানও তুলেছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স। কিন্তু শেষরক্ষা হয় নি। বোলিং ব্যর্থতায় মুখ পোড়ে তাদের। শুভমান গিলের (Shubmna Gill)অবিশ্বাস্য শতরান মন ভাঙে চিন্নাস্বামী স্টেডিয়ামের। মহম্মদ সিরাজ,ওয়েন পার্নেলরা যখন হতদ্যম হয়ে পড়ছিলেন, তখন গ্যালারি নিঃসন্দেহে অনুভব করছিলো যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) অভাব।

রয়্যাল চ্যালেঞ্জার্স জার্সিতে সবচেয়ে বেশী উইকেট নেওয়া চাহালকে (Yuzvendra Chahal)  ২০২২ সালে সরিয়ে দিয়েছিলো তারা। কেবল বিরাট কোহলি (Virat Kohli), গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) এবং মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) ২০২২-এর মেগা নিলামের আগে ধরে রাখার সিদ্ধান্ত নেয় বেঙ্গালুরু। নিলামের টেবিলে তুলে দেয় দলের অন্যতম বোলিং ভরসা যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal) । দীর্ঘ সময় দলের জার্সিতে নিজের সেরাটা দেওয়ার পর বেঙ্গালুরুর (ECB) ব্যবহার যে কষ্ট দিয়েছিলো, তা স্বীকার করে নিলেন হরিয়ানার লেগস্পিনার। সম্প্রতি স্ত্রী ধনশ্রী ভার্মাকে (Dhanashree Verma) সঙ্গে নিয়ে রনবীর এলাহাবাদিয়ার পডকাস্ট ‘দ্য রনবীর শো’তে উপস্থিত হয়েছিলেন চাহাল। দীর্ঘ সাক্ষাৎকারে ক্রিকেট কেরিয়ার, ব্যক্তিগত জীবনের অনেক অজানা অধ্যায় সামনে আনলেন তিনি। কথায় কথায় আরসিবি প্রসঙ্গ ওঠায় বিস্ফোরক প্রতিক্রিয়া দিলেন ভারতীয় ক্রিকেটার।

Read More: ভাঙলো ধৈর্যের বাঁধ, BCCI’র উপেক্ষার জবাব দিতে বিশ্বকাপের আগে পাকিস্তান দলে সরফরাজ খান !!

RCB-র আচরণে ক্ষুব্ধ যুজবেন্দ্র চাহাল-

Yuzvendra Chahal | RCB | Image: Getty Images
Yuzvendra Chahal | Image: Getty Images

আটটি বছর যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)  কাটিয়েছেন বেঙ্গালুরুর (RCB) ড্রেসিং রুমে। নবীন প্রতিভা হয়ে প্রথম যোগ দিয়েছিলেন আরসিবি ফ্র্যাঞ্চাইজিতে। আর যখন ছাড়তে হলো প্রিয় দল, ততদিনে আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা বোলার হয়ে উঠেছেন তিনি। ফ্র্যাঞ্চাইজি লীগ হোক বা আন্তর্জাতিক ক্রিকেট, একাধিক সাফল্যের মুখ দেখেছেন তিনি। ২০২২-এর ‘মেগা অকশন’-এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স (RCB) ‘রিটেনড’ যে খেলোয়াড়দের নাম জমা দিয়েছিলো তাতে যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal)  নাম না দেখে অবাক হয়েছিলেন অনেকেই।

চিন্নাস্বামীর মত বোলারের বধ্যভূমিতেও যে কিনা নিয়মিত উইকেট তুলে দলকে লড়াইতে রাখেন, তাঁকে বাতিল করার কোনো কারণ খুঁজে পান নি বিশেষজ্ঞরা। তাঁরা মনে করেছিলেন নিলামে হয়ত চাহালকে (Yuzvendra Chahal)  ফেরাতে ঝাঁপাবে তারা। কিন্তু সকলকে অবাক করে চাহালে আগ্রহই দেখায় নি আরসিবি। বরং ১০ কোটি ২৫ লাখ টাকার বিনিময়ে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে দলে নেয় তারা।

প্রিয় দলের কাছে থেকে উপেক্ষা উপহার পেয়ে বিশেষ খুশি হন নি চাহাল (Yuzvendra Chahal)  নিজেও। সম্প্রতি জনপ্রিয় ইউটিউবার রনবীর এলাহাবাদিয়া ওরফে ‘বিয়ার বাইসেপের’ পডকাস্টে এসে কোনো রাখঢাক না করেই ভারতীয় লেগস্পিনার আক্রমণ করেছেন প্রাক্তন ফ্র্যাঞ্চাইজিকে। বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির ব্যবহার যে তাঁকে রুষ্ট করেছে তা চাহালের প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট। তিনি বলেন, “আমি প্রায় ১৪০টা ম্যাচ খেলেছি আরসিবির হয়ে। কিন্তু আমার সাথে ঠিকঠাক করে কেউ যোগাযোগ অবধি করে নি। ওরা কথা দিয়েছিলো নিলামে আমার জন্য ঝাঁপাবে। আমার খুব রাগ হয়েছিলো সেই সময়। আমি আট বছর খেলেছি ওদের হয়। চিন্নাস্বামী স্টেডিয়াম আমার প্রিয়।”

নতুন জার্সিতে উজ্জ্বল চাহাল-

Yuzvendra Chahal | RCB | Image: Twitter
Yuzvendra Chahal | Image: Twitter

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) যুজবেন্দ্র চাহালকে ফিরে পাওয়ার দৌড়ে সামিল না হলেও ভারতীয় লেগস্পিনারকে নিয়ে রীতিমত যুদ্ধ চলেছিলো ২০২২-এর নিলামের টেবিলে। ২ কোটি টাকা বেস প্রাইস ছিলো তাঁর। প্রথমে আগ্রহ দেখায় তাঁর প্রথম আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স (MI)। দিল্লী ক্যাপিটালসের (DC) সাথে লড়াই জমে ওঠে তাদের। লম্বা সময় দড়ি-টানাটানি চলে মুম্বই ও দিল্লীর মধ্যে। দর যখন ছুঁয়েছে ৫ কোটির গণ্ডী, তখন লড়াইতে যোগ দেয় সানরাইজার্স হায়দ্রাবাদও (SRH)। দ্বিমুখী থেকে ত্রিমুখী হয়ে ওঠে দ্বৈরথ। তবে তিন দলের কেউই শেষ হাসি হাসে নি। ৬.৫০ কোটি টাকা দর দিয়ে ভারতের সফলতম টি-২০ বোলারকে দলে নেয় রাজস্থান রয়্যালস (RR)।

সঞ্জু স্যামসন (Sanju Samson), জস বাটলারদের (Jos Buttler) দলের হয়ে প্রথম মরসুমেই জ্বলে উঠেছিলেন যুজবেন্দ্র চাহাল। রবিচন্দ্রণ অশ্বিনের সাথে তাঁর স্পিন জুটি বেশ জমে উঠেছিলো। আইপিএলের প্লে-অফে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (RCB) হারিয়েই ফাইনালে পৌঁছায় তারা। খেতাবী যুদ্ধে গুজরাত টাইটান্সের কাছে হারতে হলেও ২০২২-এর আইপিএল স্মরণীয় হয়ে ছিলো যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal)  জন্য। ২৭ উইকেট তুলে সর্বোচ্চ উইকেটশিকারীর বেগুনি টুপি জেতেন তিনি। ২০২৩ সালেও বেশ ভালো পারফর্ম্যান্স করেন চাহাল। ১৪ ম্যাচ খেলে তাঁর সংগ্রহে যায় ২১ উইকেট। সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় ফের তিন জায়গা করে নেন প্রথম পাঁচের মধ্যে।

Also Read: “ভারতের সাথে খেলতে…” চাঞ্চল্যকর মন্তব্য করলেন পাকিস্তানী অলরাউন্ডার শাদব খান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *