এবার কোচিংয়ের মঞ্চে অভিষেক করতে চলেছেন ভারতীয় দলের কিংবদন্তি খেলোয়াড় যুবরাজ সিং (Yuvraj Singh)। খুব জলদি তিনি আইপিএল ফ্রাঞ্চাইজির দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। ভারতীয় দলের এই কিংবদন্তি খেলোয়াড় হতে চলেছেন গুজরাত টাইটান্স দলের প্রধান কোচ। গত বছর থেকেই গুজরাত দলে শুরু হয়েছিল অশান্তি। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) যিনি ছিলেন গুজরাত টাইটান্স দলের মূল ক্যাপ্টেন তিনি দল ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্স (MI) দলে যোগদান করেন।
গুজরাত দলে শুরু হলো অশান্তি
মুম্বই দলের অধিনায়ক হিসেবে তার ক্যাপ্টেনসি ক্যারিয়ার খুবই নড়বড়ে হয়ে ওঠে। হার্দিক দল ছাড়তে দলের দায়িত্ব তরুণ শুভমান গিলের (Shubman Gill) হাতে তুলে দেওয়া হয়। আর দলের দায়িত্ব গিলকে তুলে দিতে মেজাজ হারান মোহাম্মদ শামি, যদিও শামি চোটের কারণে গতবারের আইপিএল খেলেননি। তবে শামি এক সাক্ষাৎকারে জানান, তিনি দলের হয়ে প্রথম দুই সিজিনে অসাধারণ পারফরমেন্স দেখিয়েও তাকে দলের অধিনায়ক করা হয়নি। তিনি জানান, “আমি শেষ দুই সিজিনে সবথেকে বেশি উইকেট নিয়েছে, (ক্যাপ্টেন হওয়ার জন্য) আমাকে আর কি করতে হবে ?”
Read More: গুজরাট ছাড়লেন আশিষ নেহেরা, এই কিংবদন্তির হাতে তুলে দেওয়া হলো দায়িত্ব !!
শুধু তাই নয়, গত বছর আইপিএলে গুজরাত দলের পারফর্মেন্স ছিল খুবই সাধারণ। পয়েন্ট তালিকায় নবম স্থানে এবারে সিজিন শেষ হয় ২০২২ ও ২০২৩ মরশুমে তালিকায় শীর্ষস্থানে সমাপ্ত করা গুজরাত দলটির। এবারের আইপিএলে একাধিক ভুল করতে দেখা যায় ক্যাপ্টেন শুভমানকে। এমনকি প্লে অফে পৌঁছাতে গুজরাটের শেষ দুই ম্যাচ জেতার প্রয়োজন ছিল, কিন্তু শেষ দুই ম্যাচেই গুজরাটের ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। অন্যদিকে, বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী বিক্রি হয়ে যাচ্ছে গুজরাত টাইটান্স।
যুবরাজের উপর তুলে দেওয়া হবে দায়িত্ব
গৌতম আদানি ও টোরেন্ট গোষ্ঠী যৌথ ভাবে এই ফ্রাঞ্চাইজি কিনতে চলেছে। গতকাল সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানা যায় গুজরাত দলের হেড কোচ আশিষ নেহরা (Ashish Nehra) ও ডিরেক্টর অফ ক্রিকেট সোলঙ্কি দল ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এই পরিস্থিতিতে জানা গিয়েছে যে, গুজরাট টাইটান্স টিম ম্যানেজমেন্ট আপাতত যুবরাজ সিং (Yuvraj Singh) এর সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন রাজি হলেই অফিসিয়াল ভাবে তাকে পরবর্তী মৌসুমের জন্য গুজরাটের অধিনায়ক ঘোষণা করা হবে।