Deepika yuvraj singh

Yuvraj Singh: ২০০৭ সালে শাহরুখের সঙ্গে ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে বলিউড জগতে পা রাখেন দীপিকা। অসাধারণ অভিনয় দেখিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেন দীপিকা। আজ তিনি ৩৮ বছর বয়সে পা দিলেন। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় রয়েছেন তিনি, বলিউডের পাশাপশি হলিউডে অভিনয় করেছেন দীপিকা। ক্যারিয়ার বেশ উন্নত হলেও তার ব্যাক্তিগত জীবনে রয়েছে বেশ চর্চা। একসময় যুবরাজ সিং (Yuvraj Singh) ও মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) সঙ্গে নাম জড়িয়েছিলো দীপিকার।

আরও পড়ুনঃ Yuvraj Singh: ভারত নয় বরং এই দেশের হাতে উঠতে চলেছে T20 বিশ্বকাপের ট্রফি, যুবরাজ সিং করলেন বড় ভবিষ্যদ্বাণী !!

দীপিকার সঙ্গে সম্পকে জড়ান ধোনি ও যুবরাজ

Yuvraj singh deepkia padukone and ms dhoni

ধোনির স্ত্রী হওয়ার প্রবল সম্ভাবনা ছিল। মূলত একদিকে দীপিকা ২০০৭ সালে বেশ জনপ্রিয়তা পান ঠিক তেমনই ওই বছরেই ধোনির নেতৃত্বে ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে। অন্যদিকে যুবরাজ সিংহও এই সময়ে ছিলেন তার ক্যারিয়ারের শীর্ষে। ধোনি ও দীপিকাকে বেশ কয়েকবার একসাথেও দেখা গিয়েছিল। শোনা গিয়েছিল ধোনি দীপিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। তবে গল্পের মোড় আসে যখন যুবরাজের সাথে দীপিকার নাম জড়িয়ে যায়।

প্রসঙ্গত ২০০৭ সালের ডিসেম্বরে জয়পুরে স্টেডিয়ামে দীপিকা ধোনির জন্য নয় বরং যুবরাজের জন্য প্রথমবার ম্যাচ দেখতে এসেছিলেন। শোনা গিয়েছিল যুবি আর দীপিকা বাগদাদ করবেন, তবে দীপিকা সেটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন। আসলে দীপিকা এবং যুবরাজ সেদিন দীপিকার ২২ তম জন্মদিন উদযাপন করছিলেন। আবার একবার অস্ট্রেলিয়ায় সিডনির ম্যাচের পর দুজনকে একসাথে দেখা যায়।

এতকিছুর পর ধোনি আর তাদের পথের বাঁধা হতে চাননি। বন্ধু যুবরাজের  (Yuvraj Singh) জন্য নিজের ভালোবাসা ত্যাগ করেছিলেন ধোনি। যদিও যুবরাজ ও দীপিকার সম্পর্ক বেশিদিন টেকেনি। দীপিকার কথা অনুযায়ী যুবরাজ তার ব্যক্তিগত জীবনে বেশি হস্তক্ষেপ করতেন তাই বাধ্য হয়েই তাদের সম্পর্কের ইতি করতে হয়েছিল।

আরও পড়ুন | Yuvraj Singh: যুবরাজ ও ধোনির বিকল্প পেয়ে গেলো টিম ইন্ডিয়া, ‘ফিনিশার’ হিসেবে রাজ করবেন ক্রিকেটদুনিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *