দীর্ঘ ২৮ বছর পর শ্রীলঙ্কাকে হারিয়ে ওডিআই বিশ্বকাপ জয় করেছিল ভারতীয় দল। ১৯৮৩ সালের পর ২০১১ সালে ভারতীয় দল বিশ্বকাপ খেতাব জয় করেছিল। ২০১১ সালের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তারকা অলরাউন্ডার যুবরাজ সিং (Yuvraj Singh)। পুরো টুর্নামেন্ট জুড়েই ধারাবাহিক ভালো প্রদর্শন দেখিয়েছিলেন যুবরাজ। তাঁর ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের দুরন্ত ধারাবাহিকতায় জন্য তাকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসাবেও বাছাই করা হয়েছিল। তবে, এই বিশ্বকাপ সেরা যুবরাজেরই নাকি স্কোয়াডে হচ্ছিল না জায়গা। এবার, সেই কথাই খোলসা করলেন ভারতের বিশ্বজয়ী দলের প্রধান কোচ গ্যারি কার্স্টেন।
২০১১’এর বিশ্বকাপে সেরা ছিলেন যুবরাজ

ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপে ৩৬২ রান করেছিলেন যুবরাজ সিং (Yuvraj Singh)। সাথে নিয়েছিলেন ১৫টি উইকেট। ম্যাচ উইনিং ইনিংস খেলে দেশকে বিশ্বকাপ জিতিয়েছিলেন যুবরাজ। বিশ্বকাপের আগের বছর ফর্ম ভালো যাচ্ছিল না যুবির। ততদিনে শরীরে বাসা বেঁধেছিল মারণরোগ ক্যানসারও। যদিও, প্রাথমিক উপসর্গগুলো নিয়েই খেলে গিয়েছেন এই টুর্নামেন্ট। যুবরাজের ফর্মের কথা বিচার করে নির্বাচকরা বিশ্বকাপের স্কোয়াডে রাখতে চাননি যুবরাজ সিংকে। ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি এবং কোচ গ্যারি কার্স্টেনের জোরাজুরিতেই রাখা হয় তাকে। যুবরাজকে (Yuvraj Singh) দলে নেওয়ার বিষয়ে মন্তব্য করে কার্স্টেন বলছেন, “ভাগ্যিস যুবরাজ সিংকে আমরা শেষ পর্যন্ত দলে নিয়েছিলাম। কারণ, ওকে নিয়ে একটা অনিশ্চয়তা ছিল। এমনকি, ওকে নিয়ে নির্বাচকরাও সংশয়ে ছিলেন। সেরা ১৫জন বাছাই করা নিয়ে দীর্ঘ তর্ক-বিতর্ক হয়েছিল।“
Read More: ৬,৬,৬,৬,৬,৬…. ৩২টি চার, ১৩টি ছক্কা, বাংলাদেশি অধিনায়কের গর্জে উঠল ব্যাট, ওডিআই ম্যাচে হাঁকালেন ২৫৬ রান !!
বিশ্বকাপ দলে জায়গা হচ্ছিল না যুবরাজের

কার্স্টেন জানান, নির্বাচকরা না চাইলেও তিনি ও অধিনায়ক এমএস ধোনি (MS Dhoni) চেয়েছিলেন, যুবরাজ দলে থাকুক। প্রাক্তন ভারতীয় দলের কোচ এবিষয়ে মন্তব্য করে বলেছেন, “ধোনির মতন আমিও চেয়েছিলাম যেন যুবরাজকে বিশ্বকাপ দলে সুযোগ দেওয়া হয়। ওর অভিজ্ঞতার উপর ভরসা রেখেই ওকে দলে চেয়েছিলাম আমরা। যুবরাজ তো বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন। আমি সব সময় যুবরাজের ভক্ত ছিলাম। আমাদের মধ্যে সম্পর্ক খুব ভালো ছিল। মাঝে মাঝে নানান বিষয় নিয়ে ও আমার উপর খুব চোটপাট করত। কিন্তু তারপরও ওকে খুব পছন্দ ছিল। আমি শুধু চাইতাম, ও ব্যাটে প্রচুর রান করুক। ওকে ব্যাট করতে দেখলে খুব ভালো লাগত।“
যুবরাজ সিং ভারতীয় দলের হয়ে ৪০টি টেস্ট, ৩০৪টি ওডিআই ও ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে ৩৩.৯৩ গড়ে ১৯০০, ওডিআই ফরম্যাটে ৩৬.৫৬ গড়ে ৮৭০১ এবং ২০ ওভারের ফরম্যাটে ১১৭৭ রান বানিয়েছেন। ক্যারিয়ারে যুবরাজ, ১৭বার শতরান এবং ৭১টি অর্ধশতরান হাঁকিয়েছেন।