সময়ের সঙ্গে নতুন প্রজন্মকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য তারকা ক্রিকেটাররা অবসরের পথ বেছে নেন। গত বছরের শুরুতেই হঠাৎ করে বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা (Rohit Sharma) আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন। এই সিদ্ধান্ত নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল সেই সময়। ভারত সহ আন্তর্জাতিক মঞ্চে যুবরাজ সিং (Yuvraj Singh)’ও সময়ের অনেক আগেই অবসরের পথ বেছে নিতে বাধ্য হয়েছিলেন। এবারে কিংবদন্তির তারকা এই বিষয়ে নিজের মতামত প্রকাশ করলেন। সোশ্যাল মিডিয়ায় চর্চায় উঠে এসেছে এই মন্তব্য।
Read More: শেষ ম্যাচে পুরো বদলে যাচ্ছে একাদশ, ‘ভুয়ো’ আহত ঈশান সহ আইয়ারের হচ্ছে এন্ট্রি !!
অভিমানে নিয়েছিলেন অবসর-

২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2007) ভারতীয় দল ট্রফি জয় করেছিল। এই টুর্নামেন্টে ব্লু ব্রিগ্রেডদের হয়ে বোলিং এবং ব্যাটিং দুই বিভাগেই দুরন্ত ফর্মে ছিলেন যুবরাজ সিং। তিনি ইংল্যান্ডের বিপক্ষে ৬ বলে ৬ টি ছক্কা হাঁকিয়ে অনন্য রেকর্ড করেছিলেন। এরপর ২০১১ সালে ওডিআই বিশ্বকাপেও ভারতীয় দলকে অনন্য সম্মান এনে দেওয়ার জন্য তিনি জ্বলে উঠেছিলেন। এই টুর্নামেন্টে ব্লু ব্রিগেডদের বিশ্বকাপ জয়ের পিছনে তার গুরুত্বপূর্ণ আবেদন ছিল।
এই ওডিআই মহাযুদ্ধ চলাকালীন যুবরাজ শ্বাসকষ্ট এবং রক্তবমির মতো সমস্যার মুখে পড়েছিলেন। পরে তার ক্যান্সার হয়েছে বলে খবর সামনে আসে। দীর্ঘ লড়াইয়ের পর আবারও কামব্যাক করেছিলেন। ২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলেও জায়গা করে নেন। তবে ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপে দলে জায়গা পাননি এই তারকা। এরপরই অভিমানে অবসরের সিদ্ধান্ত বেছে নিয়েছিলেন যুবরাজ সিং।
অবসর নিয়ে মন্তব্য যুবরাজের-

যুবরাজ সিং (Yuvraj Singh) ২০১৯ সালের ১০ জুন আন্তর্জাতিক সহ সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। তার অবসরের পিছনে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) রাজনীতি আছে বলে মনে করেন অনেক ক্রিকেট ভক্ত। এবার এই বিষয়ে যুবরাজের ইঙ্গিতপূর্ণ মন্তব্য সামনে এল। তিনি সানিয়া মির্জাকে (Sania Mirza) দেওয়া এক সাক্ষাৎকারে নিজের চাপা অভিমান ব্যক্ত করেন। যুবরাজ বলেন, “ক্রিকেট থেকে আনন্দ খুঁজে পাচ্ছিলাম না।
বারবার মনে হচ্ছিল আমি যখন ক্রিকেটকে উপভোগ করছি না তাহলে কেন খেলা চালিয়ে যাচ্ছি। তাছাড়াও দলে সমর্থন পাচ্ছিলাম না। অসম্মানিত মনে হচ্ছিল। এগুলো যখন আমার কাছে নেই তখন খেলা চালিয়ে যাব কেন? বারবার নিজেকে প্রশ্ন করেছি, কী প্রমাণ করার জন্য খেলছি? সেই সময় মানসিক বা শারীরিকভাবে বাড়তি কিছু দেওয়া আমার জন্য সম্ভব ছিল না। এটাই আমাকে অনেক কষ্ট দিচ্ছিল। যখন অবসর নিয়ে খেলা ছাড়লাম তখন নিজেকে ফিরে পেয়েছিলাম।”