এই বলিউড অভিনেত্রীর জন্যই বন্ধুত্বের সম্পর্ক ভেঙেছিল ধোনি ও যুবরাজের !! 1

ক্রিকেট জগৎ ও সিনেমা জগতের প্রেম বহু দিনের। একেরপর এক ক্রিকেটারকে বলিউড অভিনেত্রীদের প্রেমে পড়তে দেখা গিয়েছে। বিরাট কোহলি (Virat Kohli) ও আনুশকা শর্মার জুটি সংবাদ মাধ্যমে হিট জুটি। এমনকি, হরভজন সিং (Harbahajn Singh) ও গীতা, কেএল রাহুল (KL Rahul) ও আথিয়া শেট্টির জুটি ছাড়াও বেশ কিছু জুটি বেশ জনপ্রিয়। ক্রিকেট ও বলিউডের মধ্যে একটি জুটি বেশ জনপ্রিয় হতে পারতো যদি না দুই খেলোয়াড়ের পছন্দ এক হতো। এই দুই ক্রিকেটার হলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ও যুবরাজ সিং (Yuvraj Singh)। একসময়ে একই বলিউড অভিনেত্রীর প্রেমে পাগল ছিলেন দুজনেই।

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ছয় বলে ছয়টি ছক্কা হাঁকানো যুবরাজ সিংয়ের নন স্ট্রাইকার ব্যাটসম্যান ছিলেন এমএস ধোনি (MS Dhoni), এরপর ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে ধোনির হাঁকানো সেই ছক্কা নন স্ট্রাইকার প্রান্ত থেকে উপভোগ লরেছিলেন যুবরাজ। দুজনেই একাধিক ম্যাচ একসাথে খেলেছেন ও একেরপর এক স্মৃতি তৈরি করেছে। তবে, দুজনের একই প্রেমিকাকে পছন্দ হওয়ার কারণেই ধোনি ও যুবরাজের সম্পর্কের ফাটল ধরতেও শুরু করে।

এই অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন যুবরাজ

Deepika yuvraj singh
Deepika Padukone and Yuvraj Singh | Image: Twitter

ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটার এমএস ধোনি (MS Dhoni) ও যুবরাজ সিং দুজনেই আপাতত অবসর জীবন পালন করছেন। একদিকে, যুবরাজ বলিউড অভিনেত্রী হ্যাজেল কিচ-এর সঙ্গে সুখে দাম্পত্য জীবন পালন করছেন। তো অন্যদিকে সাক্ষী সিং ধোনির সঙ্গে লম্বা সময় ধরে দাম্পত্য জীবন পালন করছেন এমএস ধোনি। তবে, এক সময়ে ধোনি ও যুবরাজ দুজনেই বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের প্রেমে পাগল ছিলেন। তবে দীপিকার সঙ্গে দুজনের সম্পর্ক বেশি দিন টেকেনি। সম্প্রতি একটি সাক্ষাৎকার যুবরাজ জানিয়েছেন ২০০৭-০৮ সাল নাগাদ দীপিকার সাথে ডেটিং করতেন তিনি যদিও তিনি তার সাক্ষাৎকারে দীপিকার নাম উল্লেখ করেননি। যুবরাজ সেই সময়ে অস্ট্রেলিয়ায় ছিলেন, যুবরাজের সঙ্গে দেখা করতে দীপিকা অস্ট্রেলিয়াতে টিম ইন্ডিয়ার টিম বাসও অনুসরণ করেছিলেন।

Read More: MS Dhoni: ৩টি গুরুত্বপূর্ণ ঘটনা যা মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে লুকানো হয়েছে !!

ধোনির জন্য ভেস্তে গিয়েছিল সম্পর্ক

এই বলিউড অভিনেত্রীর জন্যই বন্ধুত্বের সম্পর্ক ভেঙেছিল ধোনি ও যুবরাজের !! 2
Deepika Padukone and MS Dhoni | Image: Twitter

যদিও সেই সম্পর্কের ইতি টান পড়েছিল। সূত্রের খবর, সে সময় এমএস ধোনির (MS Dhoni) জন্য সম্পর্ক ভেঙেছিল দীপিকা ও যুবরাজের। আসলে, যুবরাজের পাশাপশি দীপিকার প্রেমে পড়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক এমএস ধোনিও (MS Dhoni)। দীপিকা ও ধোনির রসায়ন অবশ্য বেশি দিনের ছিল না। দীপিকার প্রথম ছবি ‘ওম শান্তি ওম’ – সিনেমার ওপেনিংয়ে ধোনিকে আমন্ত্রণ জানিয়েছিলেন দীপিকা। তবে মাহি সেখানে যেতে রাজি হননি, তাছাড়াও নানান কারণে ধোনির সাথেও দীপিকার সম্পর্ক ভেঙে গিয়েছিল।

Read Also: অদ্ভূত শখ ক্যাপ্টেন কুলের, যার জন্য কোর্টে পর্যন্ত ছুটতে হয়েছিল মহেন্দ্র সিং ধোনিকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *