আগামী মাসের গোড়া থেকে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আসর। কুড়ি-বিশের বিশ্বযুদ্ধের দিকেই আপাতত তাকিয়ে ক্রিকেটদুনিয়া। এবার বদলে যাচ্ছে টুর্নামেন্টের ফর্ম্যাট। ২০ দলকে নিয়ে মূলপর্বের প্রতিযোগিতা আয়োজন করতে চলেছে নিয়ামক সংস্থা আইসিসি। সেই কারণেই বেড়েছে প্রতিদ্বন্দ্বীতার পরিমাণ’ও। প্রথমবারের জন্য আইসিসি আয়োজিত কোনো বড় টুর্নামেন্টে অংশ নিতে চলেছে নেপাল, উগান্ডার মত দেশ। প্রতিবারের মত এবারও টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) অন্যতম ‘ফেভারিট’ হিসেবে মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া। ২০০৭ সালের পর আর খেতাব জেতে নি তারা। এগারো বছর জেতে নি কোনো আইসিসি ট্রফি। ব্যর্থতার ধারাবাহিক চিত্রে বদল আনতে এবার মরিয়া ‘মেন ইন ব্লু।’
২০২২-এর টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হারের পর ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাট নিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি অনেকটা পালটে ফেলেছে ভারতীয় দল। একঝাঁক সিনিয়র প্লেয়ারকে বিশ্রামে রেখে নবীনদের সুযোগ দেওয়া হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সাথে নিজেদের মানিয়ে নেওয়ার জন্য। তাঁদের মধ্যে অনেকেই জায়গা পেয়েছেন এবারের টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে। গত ৩০ এপ্রিল অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ১৫ সদস্যের ভারতীয় দলের নাম ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যে। রয়েছেন চার জন্য ট্র্যাভেলিং রিজার্ভ’ও। কারা জায়গা পাবেন প্রথম এগারোয় তা স্থির করবেন কোচ দ্রাবিড় (Rahul Dravid)। তবে মাঠে বল গড়ানোর আগে তাঁকে সাহায্য করলেন যুবরাজ সিং (Yuvraj Singh)। বেছে নিলেন নিজের পছন্দের একাদশ।
Read More: IPL 2024, SRH vs RR, 2nd Qualifier: সানরাইজার্সকে হারিয়ে ফাইনালে যাওয়াই লক্ষ্য রাজস্থানের, সঞ্জুদের ‘ব্রহ্মাস্ত্র’ হবেন এই ক্রিকেটার !!
দল বেছে নিলেন যুবরাজ সিং-
আগামী জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে যে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) আয়োজিত হতে চলেছে তার অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন যুবরাজ সিং। টিম ইন্ডিয়া মাঠে নামার আগেই এক সাক্ষাৎকারে ২০০৭ সালের খেতাবজয়ী যুবরাজ (Yuvraj Singh) বেছে নিলেন ভারতের সম্ভাব্য সেরা এগারো। পাঁচ ব্যাটার, দুই অলরাউন্ডার, এক স্পিনার ও তিন পেসার রয়েছেন তাঁর একাদশে। ওপেনিং-এ অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) সাথে যশস্বী জয়সওয়ালকে রেখেছেন তিনি। তিন নম্বরে রেখেছেন বিরাট কোহলিকে। টি-২০ বিশ্বকাপে দুর্ধর্ষ পরিসংখ্যান তাঁর। এবার’ও কোহলিকে (Virat Kohli) ভারতের অন্যতম ভরসা হিসেবে দেখছেন যুবরাজ। তাঁর পছন্দের একাদশে চার নম্বরে থাকছেন সূর্যকুমার যাদব। একাদশে ডান হাতি ও বাম হাতি ব্যাটিং বিকল্প যথেষ্ট পরিমাণে রাখার পক্ষপাতী ভারতীয় কিংবদন্তি।
ডান হাতি-বাম হাতি কম্বিনেশনের কথা মাথায় রেখেই তিনি উইকেটরক্ষক হিসেবে সঞ্জু স্যামসন নয় বরং ঋষভ পন্থকে (Rishabh Pant) বেছে নিয়েছেন। এরপর দুই পেস বোলিং অলরাউন্ডার হিসেবে তাঁর একাদশে রয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)ও শিবম দুবে। স্থান হয় নি স্পিন বোলিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল বা রবীন্দ্র জাদেজার। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে যুবরাজের একাদশে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। টি-২০ বিশ্বকাপ দিয়েই জাতীয় দলে কামব্যাক করছেন তিনি। গত কয়েকমাসে তিন ফর্ম্যাটেই ধারাবাহিক হওয়া সত্ত্বেও বাদ পড়েছেন চায়নাম্যান কুলদীপ যাদব। তিন পেসার হিসেবে যুবরাজের পছন্দ জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), মহম্মদ সিরাজ ও আর্শদীপ সিং। ট্র্যাভেলিং রিজার্ভ থেকে রিঙ্কু সিং-কে মূল স্কোয়াডে যুক্ত করার কথা উঠলেও সেই পথে হাঁটেন নি যুবরাজ।
এক নজরে দেখে নিন যুবরাজের পছন্দের একাদশ-
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং।
T20 বিশ্বকাপে ভারতের গ্রুপ পর্বের সূচি-
তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় (IST) |
০৫/০৬/২০২৪ | ভারত বনাম আয়ারল্যান্ড | নিউ ইয়র্ক | সন্ধ্যে ৮টা |
০৯/০৬/২০২৪ | ভারত বনাম পাকিস্তান | নিউ ইয়র্ক | সন্ধ্যে ৮টা |
১২/০৬/২০২৪ | ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র | নিউ ইয়র্ক | সন্ধ্যে ৮টা |
১৫/০৬/২০২৪ | ভারত বনাম কানাডা | ফ্লোরিডা | সন্ধ্যে ৮টা |