“আয়নায় নিজের মুখ দেখ...” যুবরাজের ক্যারিয়ার নষ্ট করার পিছনে দায়ী MS ধোনি, বেফাঁস মন্তব্য করলেন যোগরাজ সিং !! 1

কয়েক মাসের মধ্যেই ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা অলরাউন্ডার যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) বায়োপিক প্রকাশ্যে আসছে। তারই আগে একটি সাক্ষাৎকারে যুবরাজের বাবা যোগরাজ মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে বেফাঁস মন্তব্য করে আবার খবরের শিরোনামে উঠে এসেছেন। এই প্রথম নয় এর আগেও মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে অনেক আপত্তিকর বয়ান দিয়েছেন যুবরাজের বাবা। ২০১১ সালের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ছিলেন ধোনি এবং তার সেরা খেলোয়াড় ছিলেন যুবরাজ।

ক্যান্সারকে উপেক্ষা করে দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন যুবরাজ

Yuvraj Singh
Yuvraj Singh | Image: Getty Images

এমনকি ২০১১ সালের বিশ্বকাপের সেরা হয়েছিলেন যুবরাজ (Yuvraj Singh)। টুর্নামেন্ট সেরার খেতাব জয়ের পরেই মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়েন তিনি। এরপর রোগ সারাতে বিলেতে পারি দেন যুবরাজ। যুবরাজের বাম ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে, যার পরে তিনি বোস্টন এবং ইন্ডিয়ানাপোলিসে কেমোথেরাপির চিকিৎসা করেছিলেন।

এই ধাক্কা সত্ত্বেও, তিনি ২০১২ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসেন। যদিও আগের মতন পারফরম্যান্স আর দেখতে পাওয়া যায়নি যুবির ব্যাট থেকে। এমনকি তৎকালীন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি যুবরাজের থেকে সুরেশ রায়নাকে বেশি পছন্দ করতেন বলে জানা গিয়েছিল। যে কারণে যুবরাজকে বেশিদিন ভারতীয় দলের জার্সিতে আর খেলতে দেখা যায়নি।

Read More: বাংলাদেশ সিরিজের আগেই রুদ্রমূর্তি ধরলেন এই ব্যাটার, ঝামা ঘষলেন BCCI-এর মুখে !!

যোগরাজ সিং বলেছেন যে, তার ছেলে ক্যান্সারের মতো মারণ রোগকে পরাজিত করে দেশে ফিরে এসেছেন এবং দেশবাসীর জন্য ক্রিকেট খেলেছেন। পাশাপশি, মহেন্দ্র সিং ধোনির উপর অভিযোগ এনেছেন যোগরাজ ও ধোনিই যুবরাজের (Yuvraj Singh) ক্যারিয়ার নষ্ট করেছেন বলে দাবি জানিয়েছেন। এমনকি তিনি ধোনিকে কোনোদিন ক্ষমা করবেন না বলেও জানিয়েছেন। ক্রিকেট এবং ক্রিকেটারদের সম্পর্কে স্পষ্টবাদী মতামত দিয়ে থাকেন যুবরাজ।

ধোনিকে কখনও ক্ষমা করবেন না যোগরাজ

Yograj Singh, rohit sharma, yuvraj
Yograj Singh | Image: Getty Images

জিসুইচের ইউটিউব চ্যানেলে যোগরাজ বলেন, “আমি এমএস ধোনিকে কোনদিন ক্ষমা করব না। ওর আয়নায় নিজেদের দেখা উচিত। তিনি একজন বিখ্যাত ক্রিকেটার, আমি তাকে স্যালুট জানাই। কিন্তু সে আমার ছেলের সাথে যা করেছে তাতে তিনি ক্ষমার অযোগ্য। এখন সব সত্যি সামনে বেরিয়ে আসছে, ওকে কখনই ক্ষমা করা যাবে না।

তিনি আরও বলেন, “ওর (ধোনি) জন্যই আমার ছেলের জীবন নষ্ট হয়েছে। যুবরাজ এখনও চার-পাঁচ বছর খেলতে পারত। যুবরাজের মতন প্লেয়ার না আগে ছিল না পরে হবে। আমি সবাইকে চ্যালেঞ্জ জানাচ্ছি। গৌতম গম্ভীর ও বীরেন্দ্র শেবাগ এই কথাই বলে থাকেন।

তাছাড়া যোগরাজ মনে করেন যে যুবরাজ তার ক্যারিয়ারের জন্য ভারতরত্ন পাওয়ার জন্য। তিনি মন্তব্য করে বলেছেন, “ক্যান্সার থাকা সত্ত্বেও খেলা এবং দেশের হয়ে বিশ্বকাপ জেতার জন্য তাকে (যুবরাজ) ভারতরত্ন দিয়ে সম্মানিত করা উচিত।” ক্যারিয়ারে একাধিক উন্নতি ও অবনীতি দেখার পর যুবরাজ ২০১৯ সালের জুনে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।

Read Also: Yuvraj Singh: যুবরাজের বায়োপিকে এন্ট্রি নিচ্ছেন দীপিকা, পুরানো প্রেম উঠছে জেগে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *