লোকসভা ভোটে মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্রে যখন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ঘোষণা করেছিলেন ইউসুফ পাঠানের (Yusuf Pathan) নাম, তখন চমকেছিলেন অনেকেই। উল্টোদিকে জাতীয় কংগ্রেসের হেভিওয়েট নেতা, পাঁচ বারের সাংসদ, গত লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। রাজনীতিতে অনভিজ্ঞ প্রাক্তন ক্রিকেটার কি দাগ কাটতে পারবেন? প্রশ্ন তুলেছিলেন অনেকে। এমনকি মুর্শিদাবাদের তৃণমূল কর্মীদের মধ্যেও দেখা গিয়েছিলো দ্বিধা। তাঁর নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে শোনা গিয়েছিলো খোদ রাজ্যের বিধায়ক হুমায়ূন কবীরকে। নাম ঘোষণার দিনই সিঁদুরে মেঘ দেখছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
ক্রিকেট মাঠে যেমন ঝোড়ো ব্যাটিং করতে প্রায়শই দেখা যেত তাঁকে, তেমন ভোটের প্রচারেও ঝড় তুলেছিলেন ইউসুফ পাঠান (Yusuf Pathan)। চষে ফেলেছেন এলাকা। তাঁর ভাই, প্রাক্তন টিম ইন্ডিয়া (Team India) ক্রিকেটার ইরফান পাঠানকেও দাদার হয়ে ভোট প্রচারে অংশ নিতে দেখেছেন বহরমপুরের ভোটাররা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) গিয়েছিলেন ইউসুফের হয়ে ভোট চাইতে। প্রচার, ভোটগ্রহণের পর আজ সামনে এসেছে ফলাফল। ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ফাইনালে বীরেন্দ্র শেহবাগ (Virender Sehwag) চোট পাওয়ায় আচমকাই ভাগ্য খুলে গিয়েছিলো তাঁর। সেই যাত্রায় সেরার শিরোপাও জিতেছিলো ভারত’ও। রাজনীতির ময়দানেও ‘ওয়াইল্ড কার্ড’ এন্ট্রি নিয়ে চমকে দিলেন ইউসুফ। বিরাট ব্যবধানে ছিনিয়ে নিলেন জয়।
Read More: টি-২০ বিশ্বকাপের পরেই ছাড়ছেন কোচিং, স্পষ্ট জানালেন দ্রাবিড়, মুখ খুললেন টিম কম্বিনেশন নিয়ে !!
বহরমপুরে বিজয়ী ইউসুফ পাঠান-
এক্সিট পোল’কে তুড়ি মেরে আজ সকাল থেকেই একের পর এক লোকসভা আসনে প্রতিপক্ষদের পিছনে ফেলে এগিয়ে যেতে থাকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। সায়নী ঘোষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা শুরু থেকেই বড় ব্যবধানে এগিয়ে থাকলেও লড়াইটা তত সহজ হয় নি ইউসুফ পাঠানের (Yusuf Pathan) জন্য। প্রথম কয়েক রাউন্ডের গণনার শেষে কংগ্রেসের অধীর চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) থেকে বেশ খানিকটা পিছিয়ে ছিলেন তিনি। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টেস্ট থেকে ইউসুফের ভোট বাড়ার হার’ও যেন টি-২০ মোডে ঢুকে পড়ে। দ্রুত গতিতে এগিয়ে যান তিনি। একটা সময় ছিলেন তৃতীয় স্থানে। পরে বিজেপি এবং কংগ্রেসকে পিছনে ফেলে দখল করেন নেন প্রথম স্থান। আর টলানো যায় নি তাঁকে।
শেষ পাওয়া খবর অনুযায়ী ৫৯০০০-এর বেশী ভোটে জিতে বহরমপুর থেকে দিল্লীতে সংসদ ভবনে জায়গা করে নিচ্ছেন ইউসুফ পাঠান’ই (Yusuf Pathan)। দীর্ঘ ২৫ বছর পর ক্রিকেট তারকার হাতেই পরাজিত হতে হলো অধীর রঞ্জন চৌধুরীকে। তৈরি হলো নতুন ইতিহাস। সেলিব্রিটি প্রার্থীদের নিয়ে প্রায়শই অভিযোগ ওঠে নির্বাচিত হওয়ার পর এলাকায় না আসায়, সংসদে এলাকার অভাব অভিযোগ তুলে না ধরার। ইউসুফের ক্ষেত্রে তেমনটা হবে না বলেই আশায় বহরমপুরবাসী। একা ইউসুফ নয়, তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচনে দাঁড়ানো আরও এক প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ’ও (Kirti Azad Jha) দুর্গাপুর-আসনসোল কেন্দ্র থেকে বিজেপির দিলীপ ঘোষকে বড় ব্যবধানে হারিয়ে দিল্লীর পথে। তৃতীয় দফায় এনডিএ ক্ষমতায় এলেও রাজ্যে দাপট অব্যাহত তৃণমূলের। ২৯টি আসনে আপাতত এগিয়ে তারা।
শুভেচ্ছা জানালেন ভাই ইরফান-
ভোটের ফলাফল পরিষ্কার হয়ে যেতেই সোশ্যাল মিডিয়ার চর্চায় জায়গা করে নেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। ক্রিকেটদুনিয়ার অনেকেই শুভেচ্ছার হাত বাড়িয়ে দেন তাঁর দিকে। দাদাকে শুভেচ্ছা জানাতে ভাই ইরফান পাঠানও বেছে নেই এক্স (পূর্বতন ট্যুইটার) প্ল্যাটফর্মকে। বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করে তিনি লেখেন, “লালা, অদম্য আত্মবিশ্বাসের সাথে যে মহৎ উদ্দেশ্য নিয়ে তুমি দুঁদে রাজনীতিবিদ্দের হারানোর এই কঠিন যাত্রাটা শুরু করেছিলে। নিজের সততা ও উদ্যমের বলে বলীয়ান ছিলে তুমি। তোমার মহান উদ্দেশ্যগুলো যেন কাজে পর্যবসিত হয়। আমাদের দেশের জনগণের যেন জীবনের মানোন্নয়ন হয়।” নিজের বক্তব্যের শেষে হিন্দিতে ইরফান জুড়ে দিয়েছেন, “মেরা ভাই জিত গ্যয়া।”
দেখুন কি লিখেছেন তিনি-
Lala @iamyusufpathan With unyielding confidence in your noble cause, you embarked on the daunting journey to triumph over seasoned politicians. Armed with integrity and unwavering resolve, may your noble intentions translate into transformative actions, enriching the lives of our… pic.twitter.com/fmDdJY5Kvp
— Irfan Pathan (@IrfanPathan) June 4, 2024