Arjun Tendulkar: কয়েকদিন আগেই সমাজ মাধ্যমে যুবরাজ সিং তার বায়োপিক প্রকাশ করার ঘোষণা দিয়েছেন। আর এই খবরটি সমাজ মাধ্যমে প্রকাশ পাওয়া মাত্রই সমাজ মাধ্যম তোলপাড়। তারই মাঝে জি সুইচের একটি সাক্ষাৎকারে হাজির হন যুবরাজ সিংয়ের পিতা যোগরাজ সিং। তিনি সাক্ষাৎকারে মহেন্দ্র সিং ধোনিকে যুবরাজ সিংয়ের ক্যারিয়ার বরবাদ করার জন্য দোষারোপ করেছিলেন। তাছাড়া ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবকে নিয়েও সমালোচনা করেছিলেন এই অনুষ্ঠানে।
অর্জুনকে কয়লার সাথে তুলনা করলেন যোগরাজ
অন্যদিকে, ওই একই সাক্ষাৎকারে যোগরাজ সিংয়ের থেকে সচিন তেন্ডুলকারের পুত্র অর্জুন তেন্ডুলকরকে (Arjun Tendulkar) নিয়ে জিজ্ঞাসা করা হলে যোগরাজ জানিয়ে দেন যে তিনি সচিন পুত্র অর্জুন হলেন খনির ভিতরে থাকা ‘না কাটা হিরের’ মতন। অর্জুনকে নিয়ে বলা যোগরাজের মন্তব্য সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। অর্জুন সচিনের ছেলে হলেও তিনি ভারতের হয়ে কোনো টুর্নামেন্ট এখনও খেলতে পারেননি। এমনকি ঘরোয়া ক্রিকেটেও নিজেকে প্রমান করতে পারেননি। ঘরোয়া মুম্বই ছেড়ে অর্জুনকে গোয়ার হয়ে খেলতে দেখা যায়, মুম্বইতে দীর্ঘদিন সুযোগ না পেয়ে তিনি গোয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন।
Read More: কাব্য মারানের হৃদয় ভাঙলেন অধিনায়ক, KKR দলে নিচ্ছেন এন্ট্রি !!
এমনকি, ২০২১ সাল থেকে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের সঙ্গে অর্জুনকে দেখতে পাওয়া যাচ্ছে আর এই সময়ের মধ্যে অর্জুন কেবলমাত্র ৫টি ম্যাচ খেলেছেন ফ্রাঞ্চাইজির হয়ে। তার ক্যারিয়ার অল্প বয়সেই থমকে গিয়েছে, তবে সচিন পুত্র অর্জুনের ক্যারিয়ার গড়ে দেওয়ার দায়িত্ব নিলেন যুবরাজ সিংয়ের পিতা যোগরাজ সিং (Yograj Singh)।
অর্জুনকে নিয়ে বড় খোলসা করলেন যোগরাজ
অর্জুনকে (Arjun Tendulkar) নিয়ে মন্তব্য করে যোগরাজ জানিয়েছেন, “কয়লা খনিতে কোনোদিন থাকা হীরা দেখেছেন? সে (অর্জুন) এখনও সেই কয়লাই, তবে সেটা দীর্ঘদিন ধরেই একই অবস্থাতে রয়েছে। কিন্তু সঠিক লোকের হাতে পড়লে সেই কয়লাটা কোহিনূর হীরের মতোই জ্বলজ্বল করতে শুরু করে দেবে। তবে কোনো ব্যক্তি যিনি তার (রূপান্তরিত হওয়া হীরার) দাম বোঝে না সেই ব্যাক্তির হাতে ওটা অমূল্য হয়ে দাঁড়ায়, আর তখন সেই হিরে ভেঙে গুঁড়িয়ে যাবে।”
এরপর নিজের প্রশংসা করে যোগরাজ বলেন, “আমি কোনদিন বলিনি যুবরাজ সিং একজন বড় কারিগর, ওটা যুবরাজ সিং বলে থাকেন। ও নিজেই বলে থাকে যে তার বাবার হাতে জাদু আছে। এমনকি সবসময় সে স্বীকার করে যে ওর সাফল্যের পিছনে ওর বাবার হাতই রয়েছে।”